CPIM

CPIM-র গণ ডেপুটেশন, পুলিশের নিরপেক্ষতার দাবিতে!!

যাত্রাপুর থানা রাজনৈতিক ক্রীতদাসে পরিণত হয়েছেঃ CPIM!!

CPIM কাঠালিয়া আঞ্চল কমিটির উদ্যোগে দীর্ঘ সাত বছর পর যাত্রাপুর থানার বিরুদ্ধে প্রতিনিধিমূলক গণ ডেপুটেশন সংগঠিত হলো। সি.পি.আই.এম. কাঠালিয়া অঞ্চল কমিটির অফিস প্রাঙ্গণ থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি কাঠালিয়া বাণিজ্যিক এলাকা পরিক্রমা করে যাত্রাপুর থানার সামনে এসে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়।

বিক্ষোভকারীদের মূল দাবি ছিল—

  • (১) মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করা।
  • (২) থানার দুইজন পুলিশ অফিসারের মাধ্যমে সাধারণ মানুষের বাড়িতে ঢুকে হুমকি-ধমকি ও হামলার ঘটনা বন্ধ করা।
  • (৩) রাজনৈতিক মামলায় থানাকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা নেওয়া।

CPIM-র প্রতিনিধি দল থানার সাব-ইন্সপেক্টর অমরকিশোর দেববর্মার হাতে তাদের লিখিত দাবি তুলে দেন। তবে, থানার ওসি অনুপস্থিত থাকায় তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব হয়নি বলে জানান সাব-ইন্সপেক্টর। তিনি আশ্বাস দেন, ওসি ফিরলে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

প্রতিনিধি দলে ছিলেন— CPIM কাঠালিয়া অঞ্চল সম্পাদক কৌশিক চন্দ, CPIM জেলা কমিটির সদস্য আব্দুল করিম, নিদয়ার অঞ্চল সম্পাদক বিল্ল আচার্য, প্রবীণ পার্টি সদস্য ননী পালসহ মোট পাঁচজন। ডেপুটেশন দেওয়ার পর সংবাদমাধ্যমের কাছে সি.পি.আই.এম. নেতৃত্ব জানায়, “পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে ও শান্তি বজায় রাখার চেষ্টা করে, তাহলে আমাদের আর কোন কর্মসূচি নেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু যদি আগের মতো পক্ষপাতমূলক আচরণ চলতে থাকে, তাহলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে।” বিক্ষোভ চলাকালীন এলাকা জুড়ে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। তবে সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। এখন দেখার বিষয়, পুলিশ প্রশাসন তাদের দাবির বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে।About Us