BSF এবং সোনামুড়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত হয় এক সাংস্কৃতিক সন্ধ্যা।
গোমতীর তীরবর্তী শহর সোনামুড়ায় দেশাত্মবোধক সঙ্গীতের মূর্ছনায় মুগ্ধ হলেন হাজারো মানুষ। সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF) ৮১ নম্বর ব্যাটালিয়ন এবং সোনামুড়া প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনবদ্য সাংস্কৃতিক সন্ধ্যা সকলের মন জয় করল। বৃহস্পতিবার রাতে সোনামুড়া নগর পঞ্চায়েত অফিস সংলগ্ন বীর মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক এই সংগীতানুষ্ঠান।
অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছিল সকাল থেকেই। সোনামুড়া প্রেসক্লাব ও BSF-এর সদস্যরা একত্রে কাজ করে অনুষ্ঠানস্থলকে দেশাত্মবোধের আবহে সাজিয়ে তোলেন। বীর মেমোরিয়াল পার্কের শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। প্রধান অতিথি BSF-এর গোকুলনগর সেক্টরের ডিআইজি ভি. কে. কাশানা শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন এবং বলেন, “বিভেদের মাঝে একতাই ভারতের ঐতিহ্য।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ-এর ৮১ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট রাকেশ সিনহা, সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, মহকুমা শাসক মহেন্দ্র কামবে চাকমা, মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা, আকাশবাণী ও দূরদর্শন কেন্দ্র আগরতলার সহকারী অধিকর্তা কুনাল ভি শিন্ধে, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী এবং সোনামুড়া প্রেসক্লাবের সভাপতি বিপ্লব চক্রবর্তী ও সম্পাদক অভিজিৎ বর্ধন।
সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা শুধু বন্দুক নয়, গিটার, সিন্থেসাইজার, ড্রামসেট এবং স্যাক্সোফোনের সুরেও সমান পারদর্শী। তাদের পরিবেশিত দেশাত্মবোধক সঙ্গীত দর্শকদের মুগ্ধ করে। “মা তুঝে সেলাম” শীর্ষক এই অনুষ্ঠানে দেশাত্মবোধের অনন্য নজির স্থাপনকারী স্থানীয় টমটম চালক জাফর আলীকেও সংবর্ধনা দেওয়া হয়।
উদ্বোধনী ভাষণে বিএসএফ-এর ডিআইজি ভি. কে. কাশানা বলেন, “দেশের বীর শহীদদের আত্মত্যাগ আমাদের গর্বিত করে। ভারত তার ঐক্য ও সংহতির মাধ্যমে আজ বিশ্বে সম্মানিত।” তিনি আরও বলেন, “আগামী দিনে ভারত আরও সমৃদ্ধ হবে, বিশ্বের দরবারে ভারতীয় পাসপোর্টের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে।” পাশাপাশি তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর জোর দেন।
অনুষ্ঠানের সমাপ্তি হয় দেশাত্মবোধক গানের মাধ্যমে। বিএসএফ-এর সদস্যদের সংগীত পরিবেশনা উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রশংসায় ভাসান অতিথিরা। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন সোনামুড়া প্রেসক্লাবের সম্পাদক অভিজিৎ বর্ধন।