AAP

AAP সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত পাঞ্জাবেও!

AAP বিধায়করা কংগ্রেসের সাথে সখ্যতা বাড়াচ্ছে!

দিল্লির বিধানসভা নির্বাচনে হতাশাজনক ফলাফলের পর এবার পাঞ্জাবেও বড়সড় রাজনৈতিক সংকটের মুখে আম আদমি পার্টি (AAP)। সূত্রের খবর, রাজ্যের অন্তত ৩০ জন AAP বিধায়ক, বিদ্রোহ ঘোষণা করে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিদ্রোহের মূল কারণ কেজরিওয়ালের একনায়কতান্ত্রিক শাসননীতি নিয়ে অসন্তোষ।

পরিস্থিতি সামাল দিতে আগামী মঙ্গলবার জরুরি বৈঠক ডেকেছেন AAP সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই বৈঠক পরিস্থিতির খুব বেশি পরিবর্তন আনতে পারবে না এবং চলতি সপ্তাহেই পাঞ্জাবের আপ সরকার বড় ধাক্কার সম্মুখীন হতে পারে। দিল্লির ভোটের পরপরই পাঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া দাবি করেন, “অনেক দিন ধরেই আপ বিধায়কদের সঙ্গে কংগ্রেসের আলোচনা চলছে। কেজরিওয়ালের একনায়কতান্ত্রিক আচরণে ক্ষুব্ধ হয়ে বহু বিধায়ক দলত্যাগ করতে পারেন।”

এদিকে, কংগ্রেস সাংসদ সুখজিন্দর সিং রণধাবা আরও এক ধাপ এগিয়ে দাবি করেছেন, “কমপক্ষে ৩৫ জন আপ বিধায়ক ইতিমধ্যেই দলবদলের প্রস্তুতি নিচ্ছেন। সরকার মেয়াদ শেষ হওয়ার আগেই পাঞ্জাবে নির্বাচন হতে পারে, কারণ আপ সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে।”

এই পরিস্থিতিতে পাঞ্জাবে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। আপ নেতৃত্ব বিদ্রোহীদের বোঝানোর চেষ্টা করলেও, পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, ২০২২ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি ঐতিহাসিক সাফল্য পেয়েছিল। ১১৭টি আসনের মধ্যে ৯২টি জয়ী হয়ে ক্ষমতায় আসে আপ, যেখানে কংগ্রেস পেয়েছিল মাত্র ১৮টি আসন। দিল্লির পর পাঞ্জাব ছিল আপের অন্যতম শক্ত ঘাঁটি। তবে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলি দেখে মনে করা হচ্ছে, সেই শক্ত ঘাঁটিতেও বড় ধাক্কার সম্মুখীন হতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল।