মিশন মৌসুম প্রকল্পে ত্রিপুরা রাজ্যে ২৪ টি অটোমেটিক ওয়েদার স্টেশন
মিশন মৌসুম প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশকে আবহাওয়া এবং জলবায়ু সচেতন জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মিশন মৌসম-এর সুচনা করেছেন। আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারতীয় আবহাওয়া দপ্তরের ১৫০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এর সূচনা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মিশন মৌসম একটি সুসংহত এবং ভবিষ্যৎ-প্রস্তুত জাতি গঠনে ভারতের অঙ্গীকারের প্রমাণ।
মোদির মিশন মৌসুম প্রকল্পের সুবিধা পাচ্ছে ত্রিপুরা রাজ্যে। মিশন মৌসম” এর লক্ষ্য হল অত্যাধুনিক আবহাওয়া নজরদারি প্রযুক্তি এবং সিস্টেম বিকাশ করে, উচ্চ-রেজোলিউশনের বায়ুমণ্ডলীয় পর্যবেক্ষণ, পরবর্তী প্রজন্মের রাডার এবং স্যাটেলাইট এবং উচ্চ-ক্ষমতাসম্পন্ন কম্পিউটারগুলিকে বাস্তবায়ন করে তার লক্ষ্য অর্জন করা। রাজ্যে ২৪টি অটোমেটিক ওয়েদার স্টেশন নির্মাণ করা হবে। প্রান্তিক শহর সাবরুমে ড্রপলার ওয়েদার রেডার বসানো হবে। মঙ্গলবার এ খবর জানিয়েছেন রাজ্য আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর পার্থ রায়। তিনি বলেন মিশন মৌসুম প্রকল্পের সুবিধা পাবে ত্রিপুরা। ভারতীয় আবহাওয়া দপ্তর তথা আইএমডি-র ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগরতলায় আইএমডি-র আগরতলা শাখা অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইএমডি- র আগরতলা শাখার অধিকর্তা ডঃ পার্থ রায় সহ আইএমডি- র অন্যান্য আধিকারীক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে, দিল্লি থেকে আইএমডি- র ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষন সরাসরি সম্প্রচার করা হয়।
এছাড়া আগরতলার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে আবহাওয়া সম্বন্ধীয় ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আইএমডি- র আগরতলা শাখার অধিকর্তা ডঃ পার্থ রায় বলেন, ১৯৫১ সালে আগরতলায় প্রথম আবহাওয়া অফিস চালু হয়।
click below