কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর ধলাই সফর
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী বাইশে ডিসেম্বর ধলাই জেলার হাদুকলইয়ের ব্রুহা পাড়ার রিয়াং পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করবেন। পরে মাসুরাই পাড়ায় জনসভা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যেই ধলাই জেলায় প্রশাসনিক আধিকারিকদের দৌড়ঝাপ শুরু হয়েছে। উল্লেখ করা যেতে পারে ব্রু শরণার্থীদের পুনর্বাসন কেন্দ্রগুলো নানা সমস্যায় ধুকছে। পানীয় জলের অভাব
নিত্য সঙ্গী। আজ থেকে দুমাস আগেও তারা পানীয় জলের জন্য আন্দোলন করেছিল। রাস্তাঘাটের বেহাল দশা। এমনকি প্যাকেজ অনুসারে তাদের ঠিকভাবে সাহায্য ও সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ। স্বরাষ্ট্র মন্ত্রীর সফরকালে জনজাতিরা তাদের সমস্যাগুলো তুলে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ব্রু নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী হাতে তুলে দেবেন স্মারকলিপি। এমনটাই বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তবে সবচেয়ে বড় বিষয় হল। রিয়াং জনজাতিরা পৃথক এডিসি গঠনের দাবি জানাবেন। ইতিমধ্যেই পৃথক স্বশাসিত জেলা পরিষদ গঠনের লক্ষ্যে তারা একটি কমিটি ও গঠন করেছে। ব্রু জনজাতিদের নতুন এই দলের নম ব্রু রাইকাচাও রাইকসম ইউনাইটেড। সংক্ষেপে ব্রু বি আর ইউ। অতি সম্প্রতি নতুন দলের আত্মপ্রকাশ হওয়ার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। তাদের বক্তব্য হলো এডিসি অর্থাৎ স্বশাসিত জেলা পরিষদ তিপ্রাসাদের। রাজ্যের এডিসি অর্থাৎ জেলা পরিষদ তাদের কোন কাজে লাগছে না।
ব্রু জনজাতিদের নতুন এই দলের নেতৃত্বরা এমনও জানিয়েছেন যে, বিগত কিছু দিন পূর্বে তিপ্রা মথার সাথে কেন্দ্রীয় সরকারের চুক্তি হয়। কি বিষয় রয়েছে চুক্তিতে তা অন্ধকারে জনজাতিরা৷ তাদের যা বলা হচ্ছে বা যা বোঝানো তাই বুঝতে হচ্ছে। তিপ্রাসাদের মগজ ধোলাই করে কিছু নেতা তাদের স্বার্থ চরিতার্থ করছে মাত্র। ফলে তিপ্রাসারা যে তিমিরে ছিল এখনো সেই তিমিরেই৷ আর অন্যান্য জাতি গোষ্ঠীর কোন উন্নয়ন নেই। ব্রু জনজাতি নেতারা লিখিত ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, এই চুক্তিতে কি আছে তা প্রকাশ্যে আনতে হবে। কেননা, তিপ্রা মথার সাথে চুক্তি নিয়ে রিয়াং সহ বাকি বেশ কিছু ছোটবড় জনজাতি গোষ্ঠী আতঙ্কিত। তাই এই চুক্তিতে কি কি বিষয় গুলো রয়েছে তা জানা দরকার বলে মনে করছেন ব্রু জনজাতি নেতারা। কেননা, ব্রু জনজাতি নেতাদের মতে, আসলে একাংশ তিপ্রা মথার নেতা রিয়াং জনজাতিদের অস্তিত্ব স্বীকার করেননা। স্বরাষ্ট্র মন্ত্রী ধলাই জেলা সফরে গেলে রিয়াং নেতারা তার সাথে দেখা করে পৃথক এডিসি গঠন সহ ত্রিপাক্ষিক চুক্তির বিষয় সামনে আনার দাবি জানাবে।
বর্তমান এডিসির নামাকরন নতুন করে করার জন্য তিপ্রা মথা টি টি সি করার প্রস্তাব রেখেছিল কেন্দ্রীয় সরকারের কাছে। কিন্তু বি আর ইউ নেতারা লিখিত ভাবেই কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে এক্ষেত্রে আপত্তি জানিয়েছেন। দাবী করেছেন, টি টি সি নয় টি টি টি সি করা হোক অর্থাৎ ত্রিপুরা ট্রাইব্যাল টেরিটোরিয়্যাল কাউন্সিল। পাশাপাশি ভাষা নিয়ে সমস্যা রয়েছে। ব্রু নেতারা দাবি করেছেন, ককবরক তাদের মাতৃভাষা নয়। তাদের মাতৃভাষা কাওব্রু। ককবরক দেববর্মা জনজাতি গোষ্ঠীর ভাষা। তাছাড়া জাতি হিসাবেও তারা তিপ্রাসা নয়। তারা ব্রু জাতি। কিন্তু একটা শক্তি তাদেরকে জোর করে তিপ্রাসা বানাতে চাইছে। একই ভাবে বলপূর্বক ককবরক ভাষাকেও চাপিয়ে দিতে চাইছে। তারা কাউব্রু ভাষার বিকাশ চেয়েছেন৷