রাজ্যে ১৫ বছরের পুরনো ৪১২টি সরকারি গাড়ি স্কেপিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের নির্দেশে ৪১২টি গাড়িকে স্কেপিং করা হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সরকারি ৪১২ টি গাড়িকে সনাক্ত করা হয়েছে৷ রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে শুক্রবার প্রজ্ঞা ভবনে যানবাহন স্ক্র্যাপিং নীতি এবং ই-নিলামের মাধ্যমে বিভাগীয় যানবাহন বিক্রির উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই ১৫ বছরের পুরনো গাড়ি ইতিমধ্যে বাতিল করা হয়েছে। পুরনো গাড়ি থেকে যে পরিমাণ ধোঁয়া নির্গত হয় তাতে পরিবেশ দূষিত হচ্ছে। রাজ্য সরকারের ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে সরকারি দপ্তরে ব্যবহৃত ১৫ বছরের পুরনো গাড়ি গুলি বাতিল করার। এ ব্যাপারেই কর্মশালা অনুষ্ঠিত হয়।
পরিবহনমন্ত্রী জানান,২০২২ সালেই ১৫ বছরের পুরনো গাড়ি বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার৷ লক্ষ পরিবেশ নির্মল ও সতেজ রাখা৷ রাজ্যে এমএসটিসে স্ক্রেপিং করার দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান, পুরনো গাড়ি বাতিলের নীতি ইতিমধ্যেই তৈরি হয়েছে। তার পরিকাঠামো গড়ার ক্ষেত্রে লগ্নি টানতে দেশ জুড়ে গাড়ি বাতিল কেন্দ্র (ভেহিক্ল স্ক্র্যাপিং ফেসিলিটি) গড়ার পরিকল্পনাও নিয়েছে কেন্দ্র।
গোটা দক্ষিণ এশিয়াতেই ভারত ‘স্ক্র্যাপিং হাব’ হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রাখে। আর ভারত হাব হয়ে উঠল বাংলাদেশ, ভুটান, মায়ানমার, মলদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা থেকেও পুরনো গাড়ি এখানে এনে ওই সব কেন্দ্রে বাতিল করা যাবে। যা নতুন ব্যবসার দিশা খুলবে।
দূষণ কমাতে ও পুরনো অযোগ্য গাড়ি বাতিল করতে এই পরিকাঠামো গড়ে তুলতে চায় সরকার। সেই ক্ষেত্রে লগ্নি টানতে যে নীতি তৈরি হয়েছে, তাতে পুরনো বাতিল করে নতুন গাড়ি কিনলে করে ছাড় দেবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি।