৭১ তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ আগরতলার টাউনহলে বিকশিত ভারত নির্মাণে সমবায়ের ভূমিকা শীর্ষক এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। আলোচনা চক্রের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উদ্বোধনী ভাষণে অর্থমন্ত্রী শ্রী সিংহ রায় বলেন দেশকে শক্তিশালী করতে হলে গ্রামীণ অর্থনীতিকেই প্রথম শক্তিশালী করতে হবে। এই ক্ষেত্রে সমবায় সমিতিগুলির সবথেকে বড় ভূমিকা রয়েছে। তিনি বলেন রাজ্যে বর্তমানে বিভিন্ন পেশা ভিত্তিক ৪ হাজার ২০৫টি সমবায় সমিতি রয়েছে। ২০১৮ সালের আগে রাজ্যের বেশিরভাগ সমবায় সমিতি গুলি মুখ থুবড়ে পড়েছিল। বিজেপি আই পি এফ টি সরকার ক্ষমতায় আসার পর প্রথমে রাজ্যের সমবায় সমিতি এবং ল্যাম্প স গুলিকে পুনর্জীবিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং বিকাশের জন্য সমবায় ব্যবস্থাকে শক্তিশালী করায় সবথেকে আগে দরকার। গরীব অংশের মানুষ যাতে জীবিকা অর্জনে সমবায় সমিতি থেকে আর্থিক সুবিধা পায় সেই লক্ষ্যকে সামনে রেখেই সমবায় গুলিকে সক্রিয় করা হয়েছে। তিনি বলেন বর্তমানে রাজ্যের সমবায় সমিতি গুলি লাভের মুখ দেখছে। অপর দিকে গ্রামীণ এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ সমবায় থেকে নানা সুযোগ সুবিধা পাচ্ছেন। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সার্বিক উন্নয়নে দেশের কৃষি ক্ষেত্রের উন্নয়নের দিকে সব থেকে বেশি গুরুত্ব আরোপ করেছেন। গ্রামীণ অর্থনৈতিক বিকাশে সমবায় সমিতি গুলিকে শক্তিশালী করার উপর শ্রী সিংহ রায় গুরুত্ব আরোপ করেন। আজকের আলোচনা চক্র অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরের সমবায় সমিতি গুলিকে উল্লেখযোগ্য সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সভাপতির ভাষণে সমবায় মন্ত্রী শুক্লাচরণ জমাতিয়া বলেন রাজ্য সরকার, রাজ্য সমবায় ব্যাংক সমবায় সমিতি এবং গ্রামীণ এলাকার কৃষিজীবীদের নানাভাবে সাহায্য করছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলা পরিষদের সভাপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।