মনিপুর

মনিপুরে রাষ্ট্রপতি শাসন, দীর্ঘ অচলাবস্থার পর বড় সিদ্ধান্ত!

মণিপুরের

প্রায় দুই বছর ধরে অশান্ত মনিপুরে অবশেষে রাষ্ট্রপতি শাসন জারি করল কেন্দ্র। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের ইস্তফার পর বিজেপি নতুন মুখ ঠিক করতে না পারায়, রাজ্যে প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়। অবশেষে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মণিপুরে রাষ্ট্রপতি শাসনের ঘোষণা করেন।

আগামী ৯ মাস দেশে কোনও বিধানসভা নির্বাচন নেই, ফলে এই সময়ের মধ্যে মনিপুরের অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে রাজনৈতিক মহলের অনুমান। তবে বিরোধীরা বলছে, পদক্ষেপ নিতে কেন্দ্র অনেক দেরি করে ফেলেছে।

গত ৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ইস্তফা দেন মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। রাজ্যপাল অজয়কুমার ভল্লার কাছে পদত্যাগপত্র জমা দিলেও বিজেপি নতুন মুখ্যমন্ত্রী ঠিক করতে পারেনি। উত্তর-পূর্ব ভারতে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা সম্বিত পাত্র একাধিক বৈঠক করেও সমাধানসূত্র খুঁজে পাননি।

২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষ চলছে। দফায় দফায় সংঘর্ষে বহু মানুষের মৃত্যু হয়েছে, হাজার হাজার মানুষ ঘরছাড়া। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে কার্ফু ও ইন্টারনেট বন্ধ করেও শান্তি ফেরানো যায়নি। মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, এমনকি বীরেন সিংহ ক্ষমাও চেয়েছিলেন।

রাষ্ট্রপতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যপালের রিপোর্ট ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সংবিধান অনুযায়ী মণিপুরে সরকার পরিচালনা সম্ভব হচ্ছে না। তাই রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে।

এখন প্রশ্ন, রাষ্ট্রপতি শাসনের মধ্যে কেন্দ্র কীভাবে মণিপুরের শান্তি ফেরানোর উদ্যোগ নেবে? বিরোধীরা দাবি তুলেছে, দেরিতে হলেও এই সিদ্ধান্ত রাজ্যের জনগণের স্বার্থে কার্যকর হতে হবে।