বিজেপিকে হটাতে কংগ্রেস সংগঠনকে মজবুত করার বার্তা সুদীপ রায় বর্মনের!
রাজ্যে বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর একমাত্র বিকল্প কংগ্রেস, সোনামুড়ায় প্রদেশ কংগ্রেসের কনভেনশন থেকে বিজেপিকে হটানোর লক্ষ্যে কংগ্রেসের সংগঠনকে মজবুত করার বার্তা দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের। শনিবার প্রদেশ কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের উদ্যোগে “জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান” অভিযানকে কেন্দ্র করে সোনামুড়া টাউন হলে এক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে প্রধান বক্তা হিসেবে সুদীপ রায় বর্মন বলেন, “সোনামুড়া ও বিলোনিয়ার মত শহরগুলির ডিএনএতেই কংগ্রেস আছে। তাই পদের লোভ না করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে। যারা সঠিকভাবে কাজ করবে, তারাই দলে দায়িত্ব পাবে।”
তিনি বিজেপি মন্ত্রিসভার মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়ার নাম না করেই তাদের তীব্র কটাক্ষ করেন। বলেন, “যারা কেবল পদের লোভে দলে ছিল, তাদের না থাকাই দলের পক্ষে ভালো। তারা আপদ বিদেয় হয়েছে।” পাশাপাশি, তিনি জানান, তিনি নিজে ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা একসময় বিজেপিতে ছিলেন, কিন্তু সাধারণ মানুষের স্বার্থে কাজ করা সম্ভব নয় বুঝেই তাঁরা কংগ্রেসে ফিরে এসেছেন। কনভেনশনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন। উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী, যুব কংগ্রেসের নেতৃত্বসহ অন্যান্য শাখা সংগঠনের সদস্যরা।
কনভেনশন শেষে সোনামুড়া শহরে এক বিশাল র্যালি সংঘটিত হয়, যেখানে কংগ্রেস নেতারা অংশগ্রহণ করেন। প্রদেশ মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান রুহুল আমিন কনভেনশনের সভাপতিত্ব করেন। কর্মীদের বুথ স্তরে গিয়ে মানুষের সঙ্গে থেকে কাজ করার পরামর্শ দেন কংগ্রেস নেতৃত্ব। রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করতে হলে ঘরে বসে থাকলে হবে না, সংগঠনকে মজবুত করেই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে—মনটাই ছিল কনভেনশনের মূল বার্তা।