কংগ্রেস

কংগ্রেস বিধায়ক বীরজিত সিংহের এলাকায় দাড়িয়ে কংগ্রেসকেই চেলেঞ্জ করলেন সি.পি.এম?

কংগ্রেসের সাথে মধুচন্দ্রিমা যুগের অবসান৷ এবার সিংহের এলাকায় দাড়িয়ে সিংহকেই চেলেঞ্জ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সিপিএমের ভোটে জয়ী হয়ে সিপিএমের বিরুদ্ধেই কুৎসা রটাচ্ছেন কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহা। বীরজিতের খাসতালুকে দাড়িয়ে এমনটাই অভিযোগ করেছেন তিনি। জীতেনবাবুর বক্তব্য বৃহত্তর স্বার্থে সি.পি.আই.এম দল ২০২৩ সালে কৈলাসহরে নিজেদের দলের বিধায়ককে প্রার্থী না করে কংগ্রেস দলের প্রার্থী বীরজিত সিনহাকে সমর্থন করে রেকর্ড সংখ্যক ভোটে সি.পি.আই.এম দলের কর্মীরা ভোটে জয়লাভ করানোর পর কংগ্রেস দল বর্তমানে সি.পি.আই.এম দলকে নিয়ে নানান অসামাজিক মন্তব্য করছে। তিনি স্বীকার করেছেনগত আগস্ট মাসে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সি.পি.আই.এম দল ছাড়া গৌরনগর পঞ্চায়েত সমিতি দখল করতে পারতো না কংগ্রেস। উল্টো কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে সাহায্য করার অভিযোগ করেছেন জীতেনবাবু৷

গত বিধানসভা ভোটে তিপ্রামথার সমর্থন পেতে রাজবাড়ীতে গিয়ে হাজির হয়েছিলেন জীতেনবাবু। ভোটের দিন পর্যন্ত তার আশা ছিল প্রদ্যুত তাদের নিরাশ করবে না৷ কিন্তু শেষ পর্যন্ত পোড়খাওয়া রাজনীতিবিদ জীতেনবাবু তো বটেই মানিক সরকারও বুঝতে পারেন নি প্রদ্যুত বিরোধীদের ল্যং মারবে। প্রদ্যুতের কুটচালে বেসামাল হয়ে পড়া মানিকবাবুরা এখন বুঝতে পারছেন প্রদ্যুত প্রতারক। মানিক সরকারের বিস্ফোরক বক্তব্য , রাজ্যের মানুষ দীর্ঘদিন রাজন্য আমল দেখেছে, কংগ্রেসের ত্রিশ বছর দেখেছে, সি.পি.আই.এম দলের ১০ বছর দেখেছে, সন্ত্রাসবাদীদের সাথে কংগ্রেস দলের ৫ বছর দেখে সাধারণ মানুষ আবার রাজ্যে সি.পি.আই.এম দলের সরকার প্রতিষ্ঠা করেছিলো। তার মানে ফের কংগ্রেসের সাথে সন্ত্রাসবাদী যোগের অভিযোগ করলেন তিনি। সন্ত্রাসবাদীদের সাথেই গত বিধানসভা ভোটে গাটছড়া বেঁধেছিল সিপিএম৷ নিজেদের স্বার্থ চরিতার্থ হচ্ছে না দেখে এখন রং পাল্টাতে শুরু করেছে বাম নেতারা৷

স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী: সীমান্ত নিরাপত্তা নিয়ে বৈঠক!

উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদ তথা এনইসি বৈঠক ঘিরে এখন প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। এনইসি বৈঠকে পৌরহিত করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ২০ ডিসেম্বর রাজ্যে আসছেন। তিনদিন অবস্থান করবেন তিনি। জানা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কেন্দ্রীয় উচ্চপদস্থ আধিকারীদের একটি দল রাজ্যে আসছেন৷ বিশ্বস্ত সুত্রে পাওয়া খবরে জানা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আসছেন গোয়েন্দা প্রধান। ভারতীয় গোয়েন্দা সংস্থার আধিকারিক সহ এই রাজ্যের গোয়েন্দা অফিসারদের সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একান্তে বৈঠক হওয়ার কথা। এনইসি বৈঠকের ফাঁকে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সীমান্ত অনুপ্রবেশ নিয়ে বিএসএফের পদস্থ আধিকারিকদের পাশাপাশি রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকদের সাথেও বৈঠক হওয়ার কথা রয়েছে। উল্লেখ করা যেতে পারে গত আগস্ট মাসে বাংলাদেশ অচলঅবস্থা কায়েম হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন পর্যন্ত তিনবার ভিডিও কনফারেন্সে বিএসএফের পদস্থ আধিকারিক সহ রাজ্য পুলিশের পদস্থ আধিকারিক এবং গোয়েন্দা সংস্থার অধিকারীদের সাথে বৈঠক করেছেন। রাজ্যের পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়েছেন তিনি। সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে তিনি অবহিত হয়েছেন। এবার রাজ্য সফরে এসে এনইসি বৈঠকের ফাঁকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর করবেন। উল্লেখ করা যেতে পারে রাজ্যে অনুপ্রবেশ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্র উদ্বিগ্ন। আজ থেকে মাস ছয়েক আগে কেন্দ্রীয় বিদেশ দপ্তরের যুগ্ম সচিব রাজ্যে এসে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। মানব পাচার বন্ধে কেন্দ্রীয় সরকারের নির্দেশে এখন পর্যন্ত বেশ কয়েকবার অভিযান চালায় এনআইএ। রাজ্য পুলিশকে ঘুমে রেখেই মানব পাচারকারীদের ধরে নিয়ে যায় এনআইএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যের আভ্যন্তরীন নিরাপত্তা সহ নেশার দৌরাত্ম্য রুখতে রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয়েও আলোচনা হতে পারে বলে খবর। এনইসি বৈঠকের ফাঁকে তিনি ধলাই জেলার রিয়াং পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করবেন। ধলাই জেলার রিয়াং পুনর্বাসন কেন্দ্রগুলো নানা অব্যবস্থায় ধুকছে। পানীয় জলের অভাব। রাস্তাঘাটের কোন সংস্কার নেই। ঠিকভাবে রেশন পাচ্ছেন না পুনর্বাসনব কেন্দ্রে থাকা রিয়াং জনজাতিরা। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে রিয়াং পুনর্বাসন কেন্দ্রগুলো নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা হচ্ছে। রাস্তাঘাট জোড়া তালি দিয়ে সংস্কার করা হচ্ছে। ধলাইজলা প্রশাসনের আধিকারিকরা এখনো নিশ্চিত হতে পারছেন না শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ধলাইজেলার রিয়াং পুনর্বাসন কেন্দ্রগুলো সফর করবেন কিনা। যদিও হেলিপ্যাড থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। আগামী ২২ ডিসেম্বর তিনি ধোলাই জেলা সফরে যাবেন বলে খবর। হাদুকলহ রিয়াং পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন সহ সেখানে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। প্রশাসন ইতিমধ্যেই এর সবুজ সঙ্কেত দিয়েছে৷ সব মিলিয়ে রাজ্য প্রশাসনে এখন চুড়ান্ত ব্যাস্ততা।

ফিক্সড পে

ফিক্সড পে কর্মচারীদের জন্য সুখবর….

“পাঁচ বছর পূর্ণ করলেই মিলবে নিয়মিত বেতন স্কেল”: ত্রিপুরা সরকারের অর্থ দপ্তর সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা ফিক্সড পে ভিত্তিতে চাকরি করা কর্মচারীদের জন্য বড় সুখবর। নতুন নির্দেশিকা অনুযায়ী, যদি কোনও কর্মচারী ফিক্সড পে’তে পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কাজ করে থাকেন, তবে তিনি নিয়মিত বেতন স্কেলের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। অর্থ দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিক্সড পে কর্মচারীরা পাঁচ বছর পূর্ণ করার পর, ভিন্ন ভিন্ন পদ বা বিভাগে কাজ করলেও, স্থায়ী বেতনক্রমের সুবিধা পাবেন। তবে এর জন্য কিছু শর্ত পূরণ করতে হবে।

সিদ্ধান্ত কার্যকরের শর্তাবলি:

1. ধারাবাহিক চাকরি: কর্মচারীর চাকরির মধ্যে কোনো বিরতি থাকা চলবে না।

2. নো অবজেকশন সার্টিফিকেট: সংশ্লিষ্ট দপ্তর থেকে “নো অবজেকশন সার্টিফিকেট” (NOC) সংগ্রহ করার পরেই অন্য চাকরিতে যাওয়া বাধ্যতামূলক।

3. নিয়োগ পরীক্ষার অনুমতি: পরবর্তী পদে নিয়োগ পেতে হলে সিলেকশন টেস্টে অংশগ্রহণের অনুমতি নিতে হবে।

4. নির্ধারিত নিয়ম মেনে আবেদন: স্থায়ী বেতনক্রমের জন্য আবেদন করতে হবে অর্থ বিভাগের অনুমোদনক্রমে।

এই নতুন সিদ্ধান্ত কর্মচারীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ বাড়াবে এবং কর্মসংস্থানের স্থায়িত্ব আনবে। অর্থ দপ্তর ইতোমধ্যেই সব দপ্তরকে নির্দেশ দিয়েছে, দ্রুত এই নির্দেশ কার্যকর করতে।এই পদক্ষেপ কর্মচারীদের পেশাগত জীবনে আর্থিক সুরক্ষা ও ভবিষ্যতের স্থিতিশীলতা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

Cpim

বামেদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা এখনো অব্যাহত:

২০১৮ সালে ক্ষমতা হারাবার আগে বিগত ২৫ বছর ধরে এ রাজ্যের ক্ষমতায় ছিল বামেরা। যেভাবে তারা সাধারন মানুষের উপর বঞ্চনার বুলডোজার চালিয়েছিল তারই প্রতিবাদ জানিয়ে ক্ষমতা থেকে তাদেরকে বিতাড়িত করেছিল এ রাজ্যের জনগণ। ২০১৮ সালে বিজেপি দলের হাত ধরে রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পর মানুষ উন্নয়ন দেখতে পাচ্ছে। ভোটের প্রচারে নেমে এমনটাই বলছিল শাসক দলের নেতারা। আর সেই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

যারা সেই সময়ে সিপিআইএম দলকে ভোট দিত তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিছু একটা পাবার ধান্দায় সিপিএমের মিছিল মিটিংয়ে পা মেলাতো, তারা গত বছরগুলোতে নিজেদের ভুল বুঝতে পেরে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল। মাঝখানে পেরিয়ে গেছে সাড়ে ছয় বছরের বেশি সময় । গত এক বছরের বেশি সময়ের মধ্যে বিধানসভা ভোট, লোকসভা নির্বাচন শেষ হয়ে গ্রাম সরকার গঠনের ভোটও সমাপ্ত হলো। এক সময়ের বাম দুর্গ হারাতে হয় সিপিএমকে৷ নিজেদের ভিত শক্ত করতে পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছিল সিপিএম। তারা নির্বাচনের আগে মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। বাম আমলে মানুষ কিভাবে বঞ্চিত ছিলেন সেই সময়ে বলতে না পারলেও এবার মুখের উপর জবাব দিয়েছিলেন। কারণ বামেরা মানুষের বাক স্বাধীনতা হরণ করে নিয়েছিল। বঞ্চনা দলবাজি স্বজন পোষণের কারণে সাধারণ মানুষের ভাবাবেগকে কিভাবে তারা পদদলিত করে রেখেছিল সেই বিষয়টি তারা উপলব্ধি করতে পেরেছিলেন। কিন্তু গত সাড়ে ছয় বছরে মানুষের আরো তিক্ত অভিজ্ঞতা। মানুষ বামেদের একটানা ২৫ বছরের সাথে বিজেপির সাড়ে ছয় বছরের তুলনা করছেন৷ অস্বীকার করার উপায় সাড়ে ছয় বছরেই মানুষ হাপিয়ে উঠেছেন৷ আর এর সুযোগ নিতে, মানুষের ক্ষোভ যাতে ভোটে প্রতিফলিত হয় তার জন্য কোমড় বেঁধে মাঠে নেমেছিল বিরোধীরা। বিশেষ করে বামেরা৷ গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে ঘুরে দাড়াতে ব্যার্থ হয়েছে সিপিএম৷

ক্ষমতার দম্ভে এতটাই অহংকারী ছিল যে বাস্তবের মাটিতে পা রাখতে ভুলে গিয়েছিলেন সিপিএমের বুড়ো নেতারা। কিন্তু এই রাজ্যে মানুষ যখন তাদের আসল চেহারা দেখিয়ে দিয়েছে নির্বাচনের ফলাফলে, তখন তাদের মোহ ভঙ্গ হতে শুরু হয়েছে। আর এর সুযোগ নিচ্ছে শাসক শিবির। তাই তো জনসভাগুলো বামেদের ২৫ বছরের ইতিহাস তুলে ধরে শাসক দলের নেতারা ভোট চেয়েছেন৷
জীতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে বিধানসভা বা লোকসভা নির্বাচনে ঘুড়ে দাড়াতে পারে নি দল৷ নতুন প্রজন্মকে সিপিএম এর ভাবধারায় অনুপ্রাণিত করতে না পারলে আগামীদিনে নির্বাচনে লড়াই করাই মুসকিল হয়ে দাঁড়াবে। এখন থেকেই যদি সিপিএম সেই পথে না হাটে তবে পথ হাড়ানোর সম্ভাবনাই প্রবল হয়ে উঠবে বলে ধারনা রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের।

স্মার্ট সিটি

স্মার্ট সিটিতে সক্রিয় মক্ষিরানী চক্র

স্মার্ট সিটির বিভিন্ন হোটেল থেকে শুরু করে বিভিন্ন পাড়ায় এখন মক্ষী রানিদের ঠেক। খদ্দের ধরতে এজেন্ট নিয়োগ করেছে মাসিরা৷ কলেজ ছাত্রী থেকে গৃহবধূ, বাড়তি কামাইয়ের নেশায় ঠেকগুলোতে নাম লেখাছে৷ এখানেই শেষ নয়, শহরের বুকে গত পাঁচ মাসে সাতটি ম্যাসেজ সেন্টারের উদ্বোধন হয়েছে। একাধিক ম্যাসেজ সেন্টারে বেলেল্লাপনা। একাংশ বিউটি পার্লার, ম্যাসেজ সেন্টারের নামে যে স্মার্ট সিটিতে বেলেল্লাপনা চলছে তা পুলিশেরও গোচরে রয়েছে। কিন্তু কোন অভিযান নেই। বাম আমলের শেষ দিকে কৃষ্ণ নগরের আম্বা সাম্বা ত্রীং – অভিযানের পর পুলিশ এসব বেলেল্লাপনা রুখতে কোন অভিযান করেছে বলে জানা নেই কারোর। শহরের রামনগরের বিভিন্ন গলিতে একাধিক ঠেক৷ পাঁচ মাস পর পর ঠেক বদল করে মাসিরা ব্যাবসা জম্পেস করে তুললেও পুলিশের কোন অভিযান নেই। শহরের সাতটি বিধানসভা কেন্দ্রেই আছে মাসিদের একাধিক ঠেক। প্রতিটি ঠেকের কামাই একেবারে মন্দ নয়। অনেকটা ফিল্মি কায়দায় কামাই করছে মাসিরা। রাজধানীর ভাটি অভয়নগর, সেভেনটি নাইনটিলা, কৃষ্ণনগর, কবিরাজটিলা বা প্রতাপগড় ব্রিজের নিচে মাসির ঠেক চলছে রমরমিয়ে। স্কুল, কলেজের একাংশ ছাত্রীদের দিয়ে চলছে ঠেক গুলো। রাজধানীতে রেড লাইট জোন না থাকলেও এই সব ঠেকগুলো অনেকটা রেড লাইট জোনের কায়দায় পরিচালিত হচ্ছে। পুলিশের কাছে এই খবর নেই। কেউ বিশ্বাস করবেনা। পুলিশ, হোটেল মালিক আর মাসিদের ত্রিবেণী সংগমে চলছে ঠেক গুলো। সবারই কামাই হচ্ছে। আর সবাই একে অপরের পরিপুরক। এতে সমাজ বা সংস্কৃতি উচ্ছন্নে গেলে তাদের কিবা যায় আসে। টু পাইস কামাই হলেই হল। রামনগর, অভয়নগর, কৃষ্ণনগর, প্রতাপগড় ঝুলন্ত সেতুর কাছে একাধিক ঠেক৷ বাড়ি ভাড়া করে ঠেকগুলো চলছে। যেন রেড লাইট এলাকা। কোথা বিউটি পার্লার আবার কোথাও ম্যাসেজ সেন্টারের নামের আড়ালে পরিচালিত হচ্ছে ঠেকগুলো।

মাস কয়েক আগে আগরতলা রেল স্টেশন সংলগ্ন এক হোটেলে দুদিন রেখে রোহিঙ্গা যুবতীকে ধর্ষণ করে পালিয়ে যায় এক মৌলবাদী নেতা৷ এই ঘটনার পরেও রেল স্টেশন সংলগ্ন হোটেলগুলোতে নজরদারি বাড়ায় নি পুলিশ। বাধারঘাট রেল স্টেশন সংলগ্ন একাধিক হোটেলেও চলছে অশ্লীলতার ব্যাবসা। তাতে রোজগার অনেক বেশি বলেই জানিয়েছেন একাধিক হোটেল ব্যাবসায়ী। এর বিনিময়ে অবশ্য কিছু পুলিশ কর্মীদের কামাই মন্দ নয়। ফলে পুলিশের কাছে খবর থাকলেও নেই কোন অভিযান। স্টেশন চত্বরের কিছু হোটেলে অধিক রাত পর্যন্ত চলে বেলেল্লাপনা। এলাকার মানুষ পুলিশকে ফোন করে জানিয়েছিল। কিন্তু আজ পর্যন্ত পুলিশের কোন অভিযান নেই। বটতলা ফাড়ির নাকের ডগায় যেভাবে বছরের পর বছর ধরে হোটেলগুলোতে চলছে বেআইনি বার, যেভাবে ফাড়ি থেকে ১০০ মিটারের মধ্যে রাত ১২ টা পর্যন্ত ওপেন মদ বিক্রি হয় তেমনটাই একাংশ হোটেলগুলোতে চলছে অশ্লীলতার খোলামখোল্লা ব্যাবসা। একাধিক হোটেল মালিকের সাথে কথা বলে জানা গেছে, ভালোবাসার প্রথম পর্বেই একাংশ কপোত-কপোতীরা হোটেল খুঁজতে শুরু করে। এখন সামাজিক মাধ্যমেই বেশিরভাগ যুবক যুবতীর প্রেম জন্মায়। ভালোবাসা গভীর হতেই হোটেলের সন্ধানে বেরিয়ে পরে। তখন হোটেল ভাড়া কোন প্রতিবন্ধকতা নয়। চাই একান্তে কাটানোর জায়গা। মওকা পেয়ে হোটেল মালিক চেয়ে বসে চরা মুল্য। তাতে কুচ পড়ুয়া নেহি। অপরদিকে শহরের কিছু স্কুল ও কলেজ ছাত্রীর সাথে কিছু হোটেল মালিকের যোগাযোগ রয়েছে। হোটেল মালিকের চাই রুমের চড়ামুল্য, আর স্কুল ও কলেজ ছাত্রীদের চাই টাকা। মা – বাবাদের দেওয়া টাকায় বর্তমান যুগে চলা কষ্টকর। অর্থাৎ ভোগবাদী মানসিকতা। আর এই মানসিকতার কারনে কিছু উঠতি মেয়েরা তাদের মা বাবাদের চোখের আড়ালে বেলেল্লাপনার ব্যাবসায় মেতেছে। একাংশ হোটেলগুলো অশ্লীলতার নিরাপদ জায়গা হিসেবে বেছে নিয়ে রোজগারে মেতেছে তারা। হোটেল থেকেও নির্ভরশীল খদ্দেরদের সাপ্লাই করে ভালো কামাই হচ্ছে। স্মার্ট সিটিতে সব কিছুই এখন খোলামখোল্লা।

iiiiii

বাংলাদেশ বিজয় দিবসে এলবার্ট এক্কা পার্কে অপমানিত হলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করার কোনো সুযোগ পেলেন না তিনি। সেনাবাহিনীর তরফে তাঁকে এলবার্ট একা পার্কের শহীদ স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্যে আমন্ত্রণ জানানো হয়নি। অপমানিত মন্ত্রী বিকালের অনুষ্ঠান বয়কট করেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতেও রাজ্যে বিজয় দিবস পালিত হয়। অস্বীকার করার উপায় নেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে এই দেশের বীর সেনাদের অবদান ছিলো। মুক্তিযুদ্ধে ভারতীয় সেনারা ঝাঁপিয়ে পড়ার কারণেই বাংলাদেশের জন্ম হয়েছে। সোমবার মুক্তিযুদ্ধে যেসব বীর সেনানীরা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানানো হয়। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এর আগে প্রস্তুতি বৈঠকে সিদ্ধান্ত হয়েছিলো এলবার্ট এক্কা পার্কে বিজয় দিবসের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে প্রথমেই পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন রাজ্যপাল। রাজ্যপাল শ্রদ্ধা জানানোর পরেই রাজ্য মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্ত সদস্য কিংবা সেনাবাহিনীর আধিকারিকরা একেক করে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। জেলাশাসক অফিসের প্রস্তুতি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো সেই সিদ্ধান্ত মানেনি সেনাবাহিনীর আধিকারিকরা। দেখা গেছে, রাজ্যপাল এলবার্ট এক্কা পার্কে পৌঁছানোর আগেই সেনাবাহিনীর এক আধিকারিক আনুষ্ঠানিক ভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর রাজ্যপাল এসে পৌঁছালে তিনি শহীদ স্মৃতি স্তম্ভে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদ জওয়ানদের স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। এরপর রাজ্যপাল সাইকেল র‍্যালিতে অংশগ্রহণকারীদের সাথে মিলিত হন। সেইসময় ছিলেন রাজ্য সরকারের প্রতিনিধি মন্ত্রী সান্ত্বনা চাকমা। কিন্তু তাকে শহীদ স্তম্ভে গিয়ে পুষ্পার্ঘ অর্পণ করতে সেনাবাহিনীর তরফে বলা হয়নি। অথচ সেইসময় অতিরিক্ত জেলাশাসক সজল বিশ্বাস, মহকুমা শাসক সহ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। তাদের সামনেই এই ঘটনা ঘটে। স্বাভাবিক ভাবেই দৃষ্টিকটু মনে হয়েছে উপস্থিত সকলের।

বিনিয়োগকারী

বিনিয়োগকারীদের রাজ্যে টানতে মুম্বাই ছুটে গেলেন মুখ্যমন্ত্রী

উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরায় বিভিন্ন প্রকল্প স্থাপনের বিষয়ে এগিয়ে আসার জন্য বিনিয়োগকারীদের অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এজন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি। সোমবার মুম্বাইয়ের কোলাবায় তাজমহল প্যালেস হোটেলে উত্তর-পূর্ব বাণিজ্য ও বিনিয়োগ রোড শোতে বক্তব্য রাখার সময় এবিষয়ে গুরুত্ব তুলে ধরেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, মুম্বাইয়ে রোড শো আয়োজন করায় আমি এই অনুষ্ঠানের উদ্যোক্তা ও কেন্দ্রীয় ডোনার মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। উত্তর পূর্বাঞ্চলে ব্যবসায়িক সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করতে কেন্দ্রীয় ডোনার মন্ত্রক বিশেষ ভূমিকা নিয়েছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিকাশে বরাবরই গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষী হিসেবে তুলে ধরেছেন তিনি। এই অঞ্চলের উন্নয়নে অ্যাক্ট ইস্ট পলিসি ঘোষণা করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলেরই একটি রাজ্য ত্রিপুরা, যেটা বাংলাদেশের সঙ্গে উত্তর, দক্ষিণ ও পশ্চিম সীমান্ত বেষ্টিত রয়েছে। পূর্বাংশে রয়েছে আসাম ও মিজোরাম রাজ্য। এটা দেশের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম রাজ্য। ত্রিপুরার রয়েছে ঐতিহ্যবাহী কৃষ্টি সংস্কৃতি। ত্রিপুরা দেশের মধ্যে এবং উত্তর পূর্বাঞ্চলে অন্যতম শান্তিপূর্ণ রাজ্য। এখানে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুত রয়েছে, যা একে উদ্বৃত্ত শক্তির জোগান দেয়। ত্রিপুরার অর্থনীতি প্রাথমিকভাবে কৃষি এবং সংশ্লিষ্ট শিল্পের উপর ভিত্তি করে পরিচালিত হয়। মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ২০২৪ সালে রাজ্যের আনুমানিক মাথাপিছু আয় সর্বোচ্চ ১.৭৭ লক্ষ টাকা, যা ২০২৩ সালে ১.৫৭ লক্ষ টাকা ছিল। ত্রিপুরার জিএসডিপি ৮.৯% বৃদ্ধি পেয়েছে, যা উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ জিএসডিপি বৃদ্ধির হার। আমরা রাজ্যের সামর্থ্য ও সম্পদকে কাজে লাগানোর ক্ষেত্রে একটি বিনিয়োগকারী বান্ধব পরিবেশ তৈরি করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সারা রাজ্যে শিল্প ও মৌলিক পরিকাঠামো উন্নয়নে প্রয়াস জারি রেখেছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিরা মডেল দিয়েছেন আমাদের। এজন্য যোগাযোগ ক্ষেত্রেও অনেক পরিবর্তন এসেছে। হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে এবং এয়ারওয়েতে প্রভূত উন্নতি হয়েছে রাজ্যে। মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরকে আপগ্রেড করা হয়েছে, যা এটিকে এই অঞ্চলের দ্বিতীয় ব্যস্ততম ও আকর্ষণীয় বিমানবন্দরে পরিণত করেছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় সরকারের সহায়তায় রাজ্য সরকার দক্ষিণ জেলার প্রান্তিক শহর সাব্রুমে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ) গড়ে তুলেছে, যা ইতিমধ্যেই বিনিয়োগকারীদের আকর্ষন বাড়িয়েছে। রাবার, বাঁশ, প্রাকৃতিক গ্যাস, কৃষিজাত পণ্য, আগর, খাদ্য প্রক্রিয়াকরণ, চা, হস্তশিল্প এবং পর্যটনের মতো দেশীয় সম্পদ ব্যবহার করে শিল্পের জন্য প্রচুর সুযোগ রয়েছে ত্রিপুরায়। আমাদের উত্তর জেলায় ২,০০০ হেক্টর জুড়ে ৫ মিলিয়নেরও বেশি আগর গাছ রয়েছে। আমরা বোধজংনগরে একটি রাবার পার্ক স্থাপন করেছি। আর একটি দক্ষিণ জেলায় পরিকল্পনা করা হয়েছে। ত্রিপুরায় ২১ প্রজাতির বাঁশ রয়েছে এবং একটি ব্যাম্বো পলিসি চালু করা হয়েছে। এর পাশাপাশি উদ্যান জাতীয় ফসলের জন্য যথেষ্ট খ্যাতি রয়েছে ত্রিপুরার। যেমন কুইন আনারস, যাকে রাজ্য ফল হিসাবে ঘোষণা করা হয়েছে এবং এটি জিআই ট্যাগ পেয়েছে। পর্যটন ক্ষেত্রেও উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে রাজ্যে। আর পর্যটন শিল্পে ক্রমশ বিভিন্ন বিনিয়োগকারীরা এগিয়ে যাচ্ছে ত্রিপুরা। পর্যটকের সংখ্যা এখন দিনদিন বেড়ে যাচ্ছে ত্রিপুরায়। ইন্টারনেটের ক্ষেত্রেও অন্যতম শক্তিশালী রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে ত্রিপুরা। এখানে ই-অফিস এবং ই-ক্যাবিনেটের মতো অসাধারণ উদ্যোগ চালু করা হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, ডোনার মন্ত্রকের সচিব চঞ্চল কুমার, যুগ্ম সচিব মোনালিসা দাস সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকগণ। এর পাশাপাশি এই সামিটে অংশগ্রহণ করেন বিশিষ্ট উদ্যোগপতি, শিল্পপতি সহ ব্যবসার সঙ্গে যুক্ত প্রতিনিধিগণ।

এলবার্ট এক্কা

অনাদরে অবহেলায় বাংলাদেশ মুক্তিযুদ্ধে শহিদ এলবার্ট এক্কার শহীদ স্মৃতি স্তম্ভটি। আগরতলার ডুকলির ইচাবাজার সংলগ্ন স্টেট ব্যাংকের সামনেই রয়েছে এই শহীদ স্মৃতি স্তম্ভটি। এখানেই শহীদ জওয়ান এলবার্ট এক্কার অন্তেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়েছিল। সেনাবাহিনীর ১৪ গার্ড রেজিমেন্টের ল্যান্স নায়েক ছিলেন অ্যালবার্ট এক্কা। একাত্তরের মুক্তিযুদ্ধে এলবার্ট এক্কা সহ ১২ জনের স্মরণে শ্রীপল্লি এলাকায় তাদের কবরস্থানে গড়ে উঠে শহীদস্মৃতি ফলকটি৷ স্থানীয় বাসিন্দা দিলীপ সরকারের দেওয়া জমিতে একটি সৌধ নির্মিত হয়েছিল। আগে এই এলাকার প্রবীণ বাসিন্দা ভুবন দাসের উদ্যোগে এখানে ছোট অনুষ্ঠান হত। করোনাকালে ভুবন দাস প্রয়াত হওয়ার পর এখন ফুল মালা দেওয়ার কেউ নেই। ২০২০ সালে শহীদ জওয়ান এলবার্ট এক্কার পরিবার রাজ্যে এসে ওই এলাকার মাটি সংগ্রহ করে নিয়ে গিয়েছিলেন। ছিলেন এক্কার স্ত্রীও৷ দেখা করেছিলেন সেই সময়ের রাজ্যপাল তথাগত রায়ের সাথে। এলাকাটি সংরক্ষণ করার দাবী জানিয়েছিলেন। অ্যালবার্ট এক্কার শহীদ স্মৃতিস্তম্ভকে আরো সুন্দর করা এবং এই এলাকাকে কিভাবে আরো আকর্ষণীয় করে তোলা যায় তার জন্য রাজ্য সরকারের কাছে ভাবনাচিন্তা করার দাবি করেছিলেন। আজ পর্যন্ত উপেক্ষিতই রয়ে গেছে এলাকাটি। সোমবার বাংলাদেশ বিজয় দিবস উদযাপনে যখন এলবার্ট এক্কা পার্কে রাজ্যপাল থেকে শুরু করে সেনাবাহিনীর পদস্থ আধিকারিকরা তার স্মৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করছেন। তখন অনাদরে অবহেলায় রয়েছে ডুকলির এলবার্ট এক্কার শহীদ স্তম্ভটি। সেনাবাহিনীর পক্ষ থেকে ওই এলাকায় কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। এমনকি সেনাবাহিনীর কোন পদস্থ আধিকারিকরা শহীদ স্তম্ভে গিয়ে মাল্যদান করার সময় পেলেন না। অ্যালবার্ট মরণোত্তর পরমবীর চক্র পেয়েছিলেন। কিন্তু তাঁদের স্মৃতিতে গড়া সৌধটি রক্ষণাবেক্ষণে সরকারি উদ্যোগ কার্যত দেখা যায়নি। এলাকার যুবক ভুবনই যুদ্ধের পর থেকে সৌধটিকে আগলে রেখেছিলেন।

বিহারের (অধুনা ঝাড়খন্ড) গুমলাতে জন্মগ্রহণ করেন আদিবাসী তরুণ অ্যালবার্ট এক্কা। প্রায় একা হাতে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ত্রিপুরা সীমান্তের কাছে ‘গঙ্গাসাগরের যুদ্ধে’ পাকিস্তানি বাহিনীর পরাজয় নিশ্চিত করেছিলেন। তবে যুদ্ধে ৩ ডিসেম্বর শহীদ হন তিনি। ভারতীয় সামরিক বাহিনীর সর্বোচ্চ খেতাবের নাম ‘পরম বীর চক্র’। যুদ্ধে অসম সাহসিকতার জন্য পরে এক্কাকে সেই বিরল সম্মানে (মরণোত্তর) স্বীকৃতি জানানো হয়েছে। স্বাধীন ভারতের ইতিহাসে মাত্র ২১ জন সেনা এই সম্মান পেয়েছেন। ল্যান্সনায়েক অ্যালবার্ট এক্কা তাদেরই একজন।

একাত্তরের যুদ্ধে ভারত তার পূর্ব ও পশ্চিম– উভয় সীমান্তেই লড়েছিল আর তার মধ্যে পূর্ব রণাঙ্গনে মাত্র একজনই পরম বীর চক্র পেয়েছেন। তিনিই অ্যালবার্ট এক্কা। শহীদ জওয়ানদের স্মৃতিতে প্রতি বছর ১৬ ডিসেম্বর আগরতলার ডুকলিতে হত স্মরণ সভা। বিশেষ কিছু আড়ম্বর করে নয়। এলাকার মানুষজন ঐ সৌধে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান ‘৭১র যুদ্ধে প্রান দেওয়া সেই বীরদের। ১৬ ডিসেম্বরের আগে তারাই পরিষ্কার করে রাখতো নিজেদের গড়া সৌধটি। কিন্তু এলাকার ভুবন দাসের মৃত্যুর পর উৎসাহ হারিয়ে গেছে। কিন্তু রাজ্য সরকার বা ভারত সরকার কারোর পক্ষ থেকেই উদ্যোগ নেওয়া হয়নি সেই স্মৃতি সৌধটিকে সংরক্ষণ করে রাখার, বা প্রতি বছর সেখানে কোন অনুষ্ঠান করার।

এলাকার মানুষ দাবি করেছিলেন অন্তত এই স্মৃতি সৌধটি অধিগ্রহণ করুক সেনাবাহিনী। প্রথম দিকে সেনা বাহিনী তাতে রাজিও হয়েছিল। কিন্তু পরে সেই উদ্যোগ আর বেশী দূর এগোয়নি। অথচ সেবারের যুদ্ধে ত্রিপুরার অবদান অনেকেই সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন। ১৩ লক্ষ মানুষের ত্রিপুরা সেদিন আশ্রয় দিয়েছিল ১৬ লক্ষ বাংলাদেশি উদ্বাস্তুকে। অথচ ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ত্রিপুরায় হয় না কোন বড় ধরণের অনুষ্ঠান। অবহেলায় আর আনাদরে থাকে এলবার্টের শহীদ ফলকটি৷ মুক্তিযুদ্ধের অর্ধশতাব্দী পরে সেনাবাহিনী এই স্মৃতিসৌধটির চারপাশে সৌন্দর্যায়নের কাজ করেছে। উপরে শেড নির্মান করা হবে। চলছে ইট, বালি, সিমেন্টের গাধুনির কাজ৷ এলবার্ট এক্কার শহীদ স্মৃতি ফলকটি যখন অনাদরে, অবহেলায় তখন এলবার্ট এক্কা পার্কে সোমবার সকালে শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।

মহান বিজয় দিবস উপলক্ষে আগরতলা লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা পার্কে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সেনাবাহিনীর ৫৭ নং মাউন্টেন আর্টি ব্রিগেডের উদ্যোগে আয়োজিত সাইকেল রেলির ও উদ্বোধন করেন তিনি। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা, ব্যাটেলিয়ানের মেজর জেনারেল সমীর চরণ কার্তীকেয়ন সহ সেনাবাহিনী জওয়ানরা। মহান বিজয় দিবস সম্পর্কে রাজ্যপাল বলেন ১৯৭১ সালের এই দিনেই বাংলাদেশ পাশে দাঁড়িয়ে ভারতীয় জওয়ানরা পাকিস্তানের সঙ্গে লড়াই করেছে। ভারতীয় জওয়ানদের আত্ম বলিদানের এই ইতিহাস কে স্মরণ করে তিনি তাদের ও পরিবার বর্গের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই সময়ে ৯০ হাজার পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণের বিষয়টিও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে জওয়ানরা গান স্যালুট দেন ।

জাকির হোসেন

উস্তাদ জাকির হোসেন, সংগীতের মূর্ছনায় এক নতুন দিগন্তের সূচনা করেছিলেন। তিনি শুধুমাত্র একজন মৃদঙ্গবাদকই নন, একজন উদ্যমী সঙ্গীতজ্ঞ, শিক্ষক, গবেষক, এবং বিশ্বের শাস্ত্রীয় সংগীতের একটি প্রভাবশালী নাম। বিশ্বজুড়ে তাঁর অসংখ্য অনুরাগী, শ্রোতা ও সঙ্গীতপ্রেমী রয়েছেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম প্রধান শিল্পী হিসেবে জাকির হুসেন তাঁর অসামান্য প্রতিভা ও সৃজনশীলতায় মুগ্ধ করেছেন হাজার হাজার শ্রোতাকে।

ভারতের বিশাল সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে যে শ্রেষ্ঠ মৃদঙ্গবাদকরা স্থান পেয়েছেন, তাঁদের মধ্যে জাকির হুসেন এক বিশেষ স্থান অধিকার করেন। তাঁর বাজানো মৃদঙ্গা এক ধরনের যাদু, যা সঙ্গীতপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যায়। ভারতীয় সঙ্গীতের প্রাচীন ঐতিহ্যকে আধুনিকতার সাথে মিশিয়ে, তিনি এক নতুন ধরনের সঙ্গীতশৈলী তৈরি করেছেন, যা বিশ্বের মঞ্চে বিশেষভাবে প্রশংসিত। 

জাকির হোসেনের প্রথম জীবন এবং শৈশবকাল

১৯৫১ সালের ৯ই মার্চ, মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন জাকির হুসেন। তাঁর পরিবার ছিল সংগীতের সঙ্গে গভীরভাবে যুক্ত। বাবা উস্তাদ আলী আকবর খান ছিলেন একজন খ্যাতনামা সেতারবাদক এবং মা, মা জাওয়াদ সুলতান খান, ছিলেন একজন গায়িকা। এমন এক পরিবেশে বেড়ে ওঠার ফলে ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তাঁর আগ্রহ জন্ম নেয়।

জাকির হুসেনের শৈশবকাল অতিবাহিত হয় সংগীত এবং সংস্কৃতির মধ্যে। তিনি মাত্র ৭ বছর বয়সে মৃদঙ্গা বাজানো শুরু করেন। তাঁর প্রথম গুরু ছিলেন উস্তাদ উমীরান খান, যিনি তাঁকে মৃদঙ্গার মৌলিক কৌশল শেখান। এই সময়ে জাকির হুসেন সংগীতের মূল ধারাগুলি শিখে নিজের দক্ষতা আরও উন্নত করতে থাকেন। তবে, তাঁর সংগীত জীবনের মূল যাত্রা শুরু হয় যখন তিনি শ্রী গুরুজি উস্তাদ আলি আকবর খানের কাছে শাস্ত্রীয় সংগীতের গভীরতা শিখতে শুরু করেন।

জাকির হোসেনেরশিক্ষা এবং প্রাথমিক সংগীত জীবনের সূচনা

জাকির হুসেনের সংগীতজীবনের প্রথম দিক ছিল অত্যন্ত সৃজনশীল এবং চ্যালেঞ্জিং। তিনি শুধু মৃদঙ্গা নয়, আরও অনেক ধরনের তালের উপরে গবেষণা করেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ছিল। সেই সময়ে তিনি অন্যান্য মৃদঙ্গবাদকদের সঙ্গে সহযোগিতা করতে শুরু করেন, এবং সংগীতের বিভিন্ন শাখায় দক্ষতা অর্জন করেন। একের পর এক কনসার্টের মাধ্যমে তিনি খুব দ্রুত পরিচিত হতে শুরু করেন। তাঁর মৃদঙ্গার অনন্য ধরন, স্বতন্ত্র বাজানোর স্টাইল এবং তালে নিখুঁত কমপোজিশন তাঁকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক নক্ষত্র করে তোলে। তাঁর বাজানো মৃদঙ্গা ছিল এক ধরনের মন্ত্রমুগ্ধকারী শক্তি, যা শ্রোতাদের এক নতুন সঙ্গীত দুনিয়ায় নিয়ে যেত।

বিশ্ব মঞ্চে জাকির হুসেন: আন্তর্জাতিক পরিচিতি

জাকির হুসেনের মৃদঙ্গা শুধুমাত্র ভারতেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও প্রশংসিত হয়েছে। তিনি একাধিক পশ্চিমা শিল্পী, যেমন জন ম্যাকলফিন, জর্জ হ্যারিসন, পল সাইমন, রীতভব নাগার, এবং হেনরি কপার এর সঙ্গে বিভিন্ন জ্যাজ এবং শাস্ত্রীয় সঙ্গীতের মিশ্রণে বহু কনসার্টে অংশগ্রহণ করেন। এর মাধ্যমে তিনি শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে পশ্চিমা সংগীতের ঐতিহ্যকে মিশিয়ে এক নতুন সংগীতধারা সৃষ্টি করেন। বিশ্বজুড়ে তাঁর কনসার্টগুলি প্রশংসিত হয়। তাঁকে বিভিন্ন দেশে সংগীতের অন্যতম মুখ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে নতুন ধারার সঙ্গীত তৈরি করার জন্য তিনি ‘হোমল্যান্ড’ নামে একটি ব্যান্ডও গঠন করেন, যা আন্তর্জাতিক মঞ্চে ব্যাপক পরিচিতি লাভ করে। এর মাধ্যমে তিনি শাস্ত্রীয় সঙ্গীত এবং বিশ্ব সংগীতের মধ্যে এক সেতুবন্ধন স্থাপন করেন। জাকির হুসেন একদিকে যেমন শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি তাঁর নিবিড় শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন, তেমনি অন্যদিকে তিনি নতুন সঙ্গীতধারার দিকে অগ্রসর হয়েছেন। তাঁর বিশ্বাস, সঙ্গীত কোন দেশের সীমা বা জাতি-ধর্মের বিষয় নয়; এটি একটি সার্বজনীন ভাষা, যা মানুষের মনোজগতকে একত্রিত করে। তিনি ভারতীয় মৃদঙ্গাকে শুধু শাস্ত্রীয় গানের পরিবেশে নয়, আন্তর্জাতিক সঙ্গীত মঞ্চেও তুলে ধরেছেন। তাঁর বাজানো মৃদঙ্গা বিশ্বজনীন সংগীতের অংশ হয়ে উঠেছে। একটি বিশেষ উদাহরণ হিসেবে বলা যায়, তাঁর ‘গ্রেট কনসার্ট’ শিরোনামের অনুষ্ঠান, যেখানে তিনি আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে একত্রে পরিবেশন করেন। এই অনুষ্ঠানটি সারা বিশ্বে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জনপ্রিয়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাকির হুসেনের বাজানোর ধরন ছিল সম্পূর্ণ মৌলিক এবং তাঁর সৃষ্টির মধ্যে একটি নির্দিষ্ট সঙ্গীতধারা রয়েছে। তিনি মৃদঙ্গা বাজানোর সময় প্রতিটি তালের সাথে নির্দিষ্ট এক ধরনের সুর মিলিয়ে একটি ভিন্নধর্মী অনুপ্রেরণামূলক পরিবেশন তৈরি করতেন। তাঁর বাজানোতে ছিল নিখুঁত তালের সাথে সংগীতের সূক্ষ্মতা এবং অনুপুঙ্খতা। তিনি বিশেষভাবে তালের বিভিন্ন প্রকৃতির উপর কাজ করেছেন এবং প্রতিটি তালের বিশেষত্ব তুলে ধরেছেন। তাঁর বাজানোর শৈলী ছিল অত্যন্ত সৃজনশীল, যেখানে তিনি কখনও তালে পরিবর্তন, কখনও সুরের সঙ্গে খেলা, কখনওবা নিঃশব্দতা সৃষ্টি করে শ্রোতাদের মুগ্ধ করতেন। তাঁর এই বিশাল প্রতিভার জন্য তিনি ভারত এবং আন্তর্জাতিক অঙ্গনে বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। জাকির হুসেন তার সংগীত জীবনে বহু গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। ১৯৯০ সালে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান, পদ্মশ্রী, এবং ২০০২ সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন। তাঁর অসামান্য সঙ্গীতকর্মের জন্য তিনি একাধিক আন্তর্জাতিক পুরস্কারও লাভ করেছেন। এ ছাড়া তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি তাঁর অবদানের জন্য একাধিক সম্মানে ভূষিত হয়েছেন। জাকির হুসেনের কাজ শুধু তার মৃদঙ্গার জন্যই নয়, তাঁর সংগীতের নতুন ধারার জন্যও সমাদৃত। তিনি শাস্ত্রীয় সঙ্গীতের উপর নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের শিল্পীদের জন্য এক মহান আদর্শ স্থাপন করেছেন।

জাকির হুসেনের সঙ্গীত যাত্রা একটি অনুপ্রেরণা, যা মৃদঙ্গা বাজানোর শুধুমাত্র কৌশল নয়, বরং সংগীতের মাধ্যমে বিশ্বকে একত্রিত করার একটি উদাহরণ। তাঁর মৃদঙ্গার সুরে, তালে এবং সৃজনশীলতার মাঝে বিশ্বের এক অমূল্য ধন রূপে শোভিত হয়েছে। তাঁর অবদান আজীবন শংসনীয় এবং তাঁকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম মহান শিল্পী হিসেবে চিহ্নিত করা হবে। সংগীতের প্রতি তাঁর অবিরাম প্রেম এবং অনন্য প্রতিভা ভবিষ্যত প্রজন্মের

অষ্টম পে কমিশন ও ভারতের অর্থনীতি

অষ্টম পে কমিশন ও ভারতের অর্থনীতি;

একটি বিস্তারিত বিশ্লেষণ, ভারত বিশ্বের অন্যতম দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ। জনসংখ্যার দিক থেকে শীর্ষস্থানীয় এবং বৈচিত্র্যময় অর্থনৈতিক কাঠামোর কারণে ভারতের অর্থনীতি শুধুমাত্র অভ্যন্তরীণ ক্ষেত্রেই নয়, বৈশ্বিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের অর্থনীতিতে সরকারি নীতিমালা এবং কর্মসূচিগুলি বিশাল প্রভাব ফেলে। এর মধ্যে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্গঠনের জন্য গঠিত পে কমিশন অন্যতম। সপ্তম পে কমিশনের মেয়াদ প্রায় শেষ হয়ে আসছে, এবং অষ্টম পে কমিশনের গঠন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

ভারতের অর্থনীতির বর্তমান অবস্থা ও ভারতের অর্থনীতি একটি মিশ্র অর্থনীতির উদাহরণ, যেখানে কৃষি, শিল্প এবং পরিষেবা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীনতার পর থেকে অর্থনৈতিক কাঠামোতে অনেক পরিবর্তন হয়েছে। ১৯৯১ সালের অর্থনৈতিক সংস্কার ভারতের অর্থনীতিকে উদারীকরণ, বেসরকারিকরণ এবং বিশ্বায়নের দিকে নিয়ে গিয়েছিল। এর ফলে ভারতীয় অর্থনীতি একটি শক্তিশালী অবস্থান অর্জন করে। তবে সাম্প্রতিক বছরগুলিতে কোভিড-১৯ মহামারী, বিশ্বজুড়ে মূল্যস্ফীতি এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছু চ্যালেঞ্জ তৈরি করেছে।

অর্থনৈতিক বৃদ্ধির হার ভারতের জিডিপি বৃদ্ধির হার গত কয়েক বছর ধরে স্থিতিশীল থেকেছে। ২০২৩-২৪ অর্থবছরে এটি প্রায় ৬.৩% থাকার পূর্বাভাস রয়েছে। যদিও কোভিড-১৯ মহামারীর কারণে অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছিল, তবে তা পুনরুদ্ধার করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যেমন-

1. উৎপাদন সংযুক্ত প্রণোদনা (PLI) স্কিম
2. ডিজিটালাইজেশনের প্রসার
3. MSME খাতে বিশেষ প্যাকেজ
4. অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি

বর্তমানে মূল্যস্ফীতি একটি বড় সমস্যা। ২০২৩ সালে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ৬% অতিক্রম করেছে। এটি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলছে, বিশেষ করে নিম্ন এবং মধ্যম আয়ের শ্রেণির উপর। একই সঙ্গে, বেকারত্বের হার নিয়ন্ত্রণ করাও সরকারের জন্য একটি চ্যালেঞ্জ।

এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো এবং ভাতাগুলি পুনর্বিবেচনা করার সময় এসেছে, যা শুধুমাত্র তাদের আর্থিক স্থিতি উন্নত করবে না বরং অর্থনীতির ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। ভারতে পে কমিশন গঠন করা হয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো, পেনশন এবং ভাতার বিষয়ে সুপারিশ করার জন্য। প্রথম পে কমিশন ১৯৪৬ সালে গঠিত হয়েছিল এবং এরপর প্রায় প্রতি দশকে একটি নতুন পে কমিশন গঠিত হয়েছে। সর্বশেষ সপ্তম পে কমিশন ২০১৬ সালে কার্যকর হয়, যা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ২৩.৫৫% বাড়ানোর সুপারিশ করেছিল।

সপ্তম পে কমিশনের সুপারিশ

1. ন্যূনতম বেতন ₹১৮,০০০ নির্ধারণ করা হয়েছিল।
2. সর্বোচ্চ বেতন ₹২,২৫,০০০ থেকে ₹২,৫০,০০০ করা হয়েছিল।
3. বিভিন্ন ভাতা, যেমন HRA, TA ইত্যাদি পুনর্নির্ধারণ করা হয়।
4. পেনশনভোগীদের জন্য নতুন পদ্ধতি চালু করা হয়।

সপ্তম পে কমিশনের ফলে কেন্দ্রীয় সরকারের আর্থিক বোঝা প্রায় ₹১ লাখ কোটি বেড়েছিল। এর ফলে সরকারি কর্মচারীদের আর্থিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেলেও রাজ্য সরকারগুলির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

এরই মধ্যে অষ্টম পে কমিশনের প্রয়োজনীয়তা মাথাচাড়া দিয়ে উঠেছে, অষ্টম পে কমিশন গঠন নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে উচ্চ প্রত্যাশা রয়েছে। চলমান অর্থনৈতিক সংকট এবং মূল্যস্ফীতির কারণে বর্তমান বেতন কাঠামো পুনর্বিবেচনা করা জরুরি।

 অষ্টম পে কমিশনের প্রত্যাশা 

1. ন্যূনতম বেতন বৃদ্ধি: সপ্তম পে কমিশনে ন্যূনতম বেতন ₹১৮,০০০ নির্ধারিত হয়েছিল। অষ্টম পে কমিশনে এটি ₹২৬,০০০ থেকে ₹৩০,০০০ করার দাবি উঠেছে।
2. স্বয়ংক্রিয় বেতন সংশোধন পদ্ধতি: প্রতি পাঁচ বছরে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করার প্রস্তাব রয়েছে, যা মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে বেতন বৃদ্ধি নিশ্চিত করবে।
3. পেনশন কাঠামো পুনর্নির্ধারণ: পেনশনভোগীদের জন্য আরও ভালো সুবিধা এবং ভাতার পরিমাণ বাড়ানোর দাবি রয়েছে।
4. HRA এবং অন্যান্য ভাতা বৃদ্ধি: বর্তমান সময়ে বাড়িভাড়া এবং অন্যান্য দৈনন্দিন খরচ বৃদ্ধি পেয়েছে, যা HRA ও অন্যান্য ভাতা বাড়ানোর প্রয়োজনীয়তা তৈরি করেছে।

অষ্টম পে কমিশন কার্যকর করা কেন্দ্রীয় সরকারের জন্য একটি বড় আর্থিক বোঝা তৈরি করবে। অতীত অভিজ্ঞতা অনুযায়ী, একটি নতুন পে কমিশন কার্যকর হলে সরকারের খরচ লক্ষাধিক কোটি টাকা বাড়ে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং আয়কর সঞ্চয়ের অভাবের পরিপ্রেক্ষিতে এটি আরও কঠিন হতে পারে। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি শুধু তাদের জীবনযাত্রার মান উন্নত করে না, বরং এটি সাধারণের ইনকাম ও ক্রয়ক্ষমতা বৃদ্ধি করে দেশের সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব ফেলে। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পেলে তাদের ক্রয়ক্ষমতাও বৃদ্ধি পায়। ফলে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়ে, যা উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে।

তবে একটি বড় চ্যালেঞ্জ হল বেতন বৃদ্ধি করলে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা থাকে। যখন মানুষের হাতে বেশি অর্থ থাকে, তখন বাজারে চাহিদা বাড়ে এবং সেই সঙ্গে পণ্যের দামও বেড়ে যায়। পে কমিশনের সুপারিশ শুধু কেন্দ্রীয় সরকারের জন্য নয়, রাজ্য সরকারগুলোর জন্যও প্রযোজ্য। রাজ্যগুলোর আর্থিক স্থিতি যদি দুর্বল হয়, তবে এই সুপারিশ বাস্তবায়ন করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়।

অষ্টম পে কমিশনের গঠন এবং তার সুপারিশ বাস্তবায়ন ভারতীয় অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি একদিকে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করবে, অন্যদিকে এটি অর্থনীতিতে চাহিদা বাড়াবে। তবে এটি কার্যকর করার সময় সরকারের উচিত আর্থিক ভারসাম্য বজায় রাখা এবং রাজ্যগুলোর আর্থিক অবস্থার প্রতি দৃষ্টি দেওয়া। ভারতের অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে। অষ্টম পে কমিশন সঠিকভাবে বাস্তবায়িত হলে এটি কর্মচারী কল্যাণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে।