নতুন ইংরেজি বছরে চারটি ছুটির দিন উপভোগ করতে পারবে না সরকারি কর্মচারীরা। প্রকাশিত ছুটির তালিকায় নতুন কোন সংযোজন নেই। ২০২৫ ইংরেজি বর্ষে সরকারি ছুটির তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। প্রকাশিত তালিকায় মোট ২৯ টি পূর্ণকালীন ছুটি থাকছে কর্মচারীদের জন্য।
যদিও চারটি ছুটি, বন্ধের দিনে পড়ায় সেগুলির সুবিধা ভোগ করতে পারবেন না তারা। যেমন প্রজাতন্ত্র দিবস, মহরম, মহালয়া, মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী। এছাড়াও রেস্ট্রিক্টেড হলিডে বা সীমাবদ্ধ ছুটি হিসাবে থাকছে মোট ১৩ টি। এরমধ্যে নিজেদের ইচ্ছানুসারে চার দিন ছুটি ভোগ করতে পারবেন কর্মচারীরা। ত্রিপুরা সরকারের যুগ্ম সচিব অসীম সাহা স্বাক্ষরিত এই ছুটির তালিকাটি মঙ্গলবার ত্রিপুরা সচিবালয় থেকে প্রকাশিত হয়।