রাবার চাষে অর্থ বরাদ্দ বৃদ্ধি পেয়েছে!
রাবার এর সার্বিক প্রসারে ২০ শতাংশের উপরে বাজেট বৃদ্ধি করেছে রাবার বোর্ড । আজ প্রজ্ঞা ভবনে রাবার চাষীদের একদিনের সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বোর্ডের কার্যনির্বাহী অধিকর্তা বশদা জেসন। তিনি বলেন ২০২৩ ২৪ অর্থবছরে বোর্ডের বাজেট ছিল ২৬৯ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬০ কোটি টাকা।
তিনি আরো বলেন এ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে রাবার উৎপাদন বাড়াতে বোর্ডের নতুন প্রকল্প সম্পর্কে চাষীদের অবগত করতে করা। এবং গত এক বছরে উৎপাদন করতে গিয়ে চাষীদের কি সমস্যা ও অগ্রগতি হয়েছে সে সম্পর্কেও জানা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প ও বাণিজ্য দপ্তরে সচিব কিরণ গিত্তে রাবারের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন।শ্রীগিত্য আরো বলেন এক্ষেত্রে গ্রুপ বা সংগঠন করা যেতে পারে। নতুন প্রযুক্তি ব্যবহারের জন্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তর, রাবার বোর্ড ও ব্যাংক সব রকমের সহযোগিতা করার জন্য প্রস্তুত। রাজ্যে সামাজিক ও আর্থিক অবস্থা উন্নয়নে ভালো দিক হচ্ছে রাবার। বর্তমানে রাজ্যে ১৫ হাজার কোটি টাকার বাজার রয়েছে রাবারের ।। শ্রী গিত্তে আরো বলেন বোধজং নগর ছাড়াও শান্তির বাজারে দ্বিতীয় আরও একটি রাবার পার্ক করা হবে বলে ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গত তিন বছরে রাজ্যে তিনটি বড় কোম্পানি রাবার কাঠ নিয়ে কাজ করছে। আগামী দিনে আরও তিনটি বড় কোম্পানি রাবার নিয়ে কাজ করার জন্য রাজ্যে আসবে। তিনি বলেন কেন্দ্র ও রাজ্য সরকার গত কয়েক বছরে রাবারকে এগিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। লক্ষ্যমাত্রা রেখেছে উত্তর পূর্বাঞ্চলে আরো দুই লাখ হেক্টর জমিতে রাবার প্ল্যান তৈরি করা। কারণ দেশে এখন রাবারের বড় মার্কেট রয়েছে। রাবার উৎপাদনের দিক দিয়ে কেরলের পরে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। বর্তমানে মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে চালু হওয়ায় অনেকেই রাবার উৎপাদনে সফল্য লাভ করেছেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য গিয়ে কেন্দ্রীয় সরকারের রাবার বোর্ডের এক্সিকিউটিভ ডাইরেক্টর এম বসদা জেসন বলেন এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে বেনি ফিসারিদের কাছে রাবারের উৎপাদন বাড়াতে সরকারের নেওয়া বেশকিছু নতুন প্রকল্পের কথা জানানো। নতুন প্রকল্পের মধ্যে রয়েছে রাবারের রেন গার্ডেনিং এডুকেশন এলাউন্স ইত্যাদি। তিনি বলেন সার্বিকভাবে দেশে রাবার চাষের উৎপাদন বাড়াতে কাজ করছে বোর্ড। তিনি আরো বলেন রাবার বোর্ড শুরু হওয়ার পর থেকেই রাজ্য সরকার ধারাবাহিকভাবে সাহায্য করে যাচ্ছে। আগামী দিনের গোটা উত্তর পূর্বাঞ্চলে রাবার উৎপাদনে বাড়ানো লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন রাবার প্রোডাকশন কমিশনার, ,যুগ্ম কমিশনার কে শৈলজা ম্যানেজিং ডিরেক্টর A M Kanfade রাবার বোর্ডের ডেভেলপমেন্ট অফিসার অরুনাভ মজুমদার , বোর্ড মেম্বার প্রসেনজিৎ বিশ্বাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা একটি নতুন প্রজাতির রাবার চারা তুলে দেন বেনি ফিসারির হাতে। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা রাবার চাষীদের নিয়ে দেশ ও রাজ্যের রাবার বিশেষজ্ঞরা মত বিনিময় করেন।