ত্রিপুরা

ত্রিপুরা বিধানসভায় ত্রিপুরার নতুন সরকারি প্রতীক!

ত্রিপুরার নতুন সরকারি প্রতীক, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন পেয়েছে!

ত্রিপুরার জন্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নতুন সরকারি প্রতীক অনুমোদন করেছে। রাজ্য সরকার গত ২৮ অক্টোবর গেরুয়া জমিনে ত্রিপুরার ম্যাপ ও অশোক স্তম্ভ দিয়ে এই প্রতীক কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে ছিল।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন রাজ্যের প্রতীকী লোগো তৈরী করার ক্ষেত্রে শিল্পী থেকে শুরু করে সমাজের বিভিন্ন ব্যক্তিত্বদের মতামত গ্রহণ করা হয়েছে। রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর প্রতীকী লোগো নিয়ে অভিযোগের উত্তরে তিনি এ কথা জানান। তিনি বলেন এই লোগোর মাধ্যমে সমগ্র ত্রিপুরার কৃষ্টি, সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এই লোগো তৈরী করতে সব রকম নিয়মাবলী মানা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য বিরোধী দলনেতা অভিযোগ করেন যে, রাজ্যের প্রতীকী লোগো বানানোর ক্ষেত্রে রাজ্যের জায়গায় নির্দিষ্ট একটি দলের প্রতীক দেওয়া হয়েছে।

পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন লোগোর জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে বিজ্ঞাপন করা হয়েছিল। পাশাপাশি লোগোর রং নিয়ে যে প্রশ্ন তুলেছে বিরোধীরা তার খণ্ডন করেন তিনি। জাতীয় পতাকার সেফরন রং ব্যবহার করা হচ্ছে। সেই সেফরণ রং লোগোতে দেয়া হয়েছে। এই রং ব্যবহারে কি আপত্তি সেই প্রশ্ন তোলেন পর্যটন মন্ত্রী। তিনি বলেন লোগোতে রাজ্যের ম্যাপ ব্যবহার করা হয়েছে। মাতাবাড়ি, রাজবাড়ি কিংবা অন্য কোন ছবি ব্যবহার করলে হয়তো বা প্রশ্ন উঠতো৷ কেন উনকোটি ব্যবহার করা হয়নি? ফলে মানুষ যাতে প্রশ্ন তুলতে না পারে তার জন্য ত্রিপুরার মানচিত্র ব্যবহার করা হয়েছে। রাজ্যের কৃষ্টি সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে লোগোতে। রাজের মিশ্র সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। যেটা আগে কখনো কল্পনা করা যায়নি।

click

#Tripura Logo