NIT আগরতলার ১৭ তম সমাবর্তন অনুষ্ঠান, আগামী ১৮ ই জানুয়ারি অনুষ্ঠিত হবে।
NIT আগরতলার পক্ষ থেকে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলন করেন NIT আগরতলার ডিরেক্টর প্রফেসর ডক্টর এস কে পাত্রা। তিনি জানান আগামী ১৮ ই জানুয়ারি, এন আই টি আগরতলার ১৭ তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আই আই ই এস টি শিবপুর এর প্রাক্তন অধি কর্তা পদ্মশ্রী প্রফেসর অজয় কুমার রয়। এছাড়া উপস্থিত থাকবেন এন আই টি আগরতলার চেয়ারম্যান শ্রী বিনোদ বাউরী। এছাড়াও অন্যান্য বিশিষ্ট জনেরা এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে ডিরেক্টর ডক্টর এসকে পাত্রা এন আই টি আগরতলার বিস্তারিত শিক্ষা সম্বন্ধীয় সাফল্যের কথা তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে এই সমাবর্তন অনুষ্ঠানে কোন কোন বিভাগে কে কে পুরস্কৃত হবেন এবং সম্মাননা জানানো হবে তাদের সম্বন্ধেও বিস্তারিত তুলে ধরেন তিনি।