IGM

IGM এর নাকের ডগায় CPIM এর জনসভা!

IGM হাসপাতালে এমনিতেই রোগীদের ভোগান্তির শেষ নেই, তার উপর আবার জনসভা!

IGM হাসপাতালের নাকের ডগায় উমাকান্ত একাডেমির মাঠ জনসভার জন্য চেয়েছে CPIM। একটি রেফারেল হাসপাতালের রোগীদের কষ্ট হবে জেনেও কিভাবে সিপিএম এই আবদার করলো সেটাই প্রশ্ন। IGM হাসপাতালের সামনের রাস্তা দিয়ে যেখানে রাজনৈতিক দলগুলোর মিছিলের অনুমতি পর্যন্ত দেওয়া হয় না; সে জায়গায় প্রকাশ্য জনসভার আবদারের পেছনে কি রাজনীতি, সেটাই সাধারণ মানুষের জিজ্ঞাস্য।

আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে CPIM দলের ২৪ তম রাজ্য সম্মেলন। প্রথম দিনেই হবে প্রকাশ্য সমাবেশ। আর প্রকাশ্য সমাবেশের জন্য উমাকান্ত ময়দান চেয়েছে সিপিআইএম দল। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনিক কোন অনুমতি মেলেনি। আর অনুমতি দেবেই বা কেন? তবে সিপিআইএম দল উমাকান্ত ময়দানকে টার্গেটে রেখেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এখন প্রশ্ন হল উমাকান্ত ময়দান কি মিলবে? কারন হলো, উমাকান্ত ময়দানের সাথেই রয়েছে IGM হাসপাতাল। হাসপাতালের সামনে উচ্চস্বরে মাইক বাজিয়ে জনসভা করা কি শোভনীয়। উমাকান্ত মাঠে ইদানিংকালে কোন রাজনৈতিক দলের সভা সমাবেশ হয়েছে কিনা তা কারোর জানা নেই। দীর্ঘ ৩৫ বছর সিপিআইএম দল ক্ষমতায় ছিল। তাদেরও বিষয়টি জানা রয়েছে। তারপরেও উমাকান্ত মাঠ চাইছে সিপিআইএম দল। মুখ্যমন্ত্রীর কাছে উমাকান্ত মাঠের দাবি জানিয়েছেন তারা। উমাকান্ত মাঠ চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। মুখ্যমন্ত্রী বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনিক অনুমতি মেলেনি। এর আগে স্বামী বিবেকানন্দ মাঠ চেয়েছিল সিপিআইএম দল। গত ২৬ ডিসেম্বর ক্রীড়া পর্ষদের কাছে আবেদন জানিয়েছিল সিপিএম। ক্রীড়া পর্ষদ প্রথম দিকে মাঠটি দিতে আপত্তি নেই বলে জানিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে ক্রীড়া পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হয় আগামী ২৯ ডিসেম্বর আরবান দপ্তরের উদ্যোগে স্বামী বিবেকানন্দ ময়দানে হবে স্ব- স্বহায়ক দলের মেলা। স্ব-স্বহায়ক দলের মেলা হওয়ার কারণে মাঠ দেওয়া যাবে না বলে ক্রীড়া পর্ষদ থেকে সিপিআইএম দলকে জানিয়ে দেওয়া হয়েছে। এরপর সিপিআইএম দল সিদ্ধান্ত নেয় আগরতলার রবীন্দ্র ভবনের সামনের রাস্তায় প্রকাশ্য সমাবেশ করা হবে। এখন দেখার বিষয় প্রকাশ্য সমাবেশর কোন স্থানে হয়।

সমাবেশে বক্তব্য রাখবেন দলের সর্বভারতীয় নেতারা। রাজ্য সম্মেলনে দলের সর্বভারতীয় নেতা প্রকাশ কারাত থেকে শুরু করে বৃন্দা কারাত, পলিটব্যুরোর সদস্য অশোক ধাওউলে উপস্থিত থাকবেন। সিপিআইএম দলের নেতারা মনে করছেন প্রকাশ্য সমাবেশে এবার রেকর্ড সংখ্যক জমায়েত হবে।