DNA

DNA ক্লাবের উদ্দেশ্য, বিজ্ঞানকে মানুষের কাছে নিয়ে যাওয়া: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী!

DNA ক্লাবের সাথে, বিজ্ঞানকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী!

DNA ক্লাবের অন্তর্ভুক্ত করা হয়েছে ত্রিপুরা রাজ্যের ১৭০ টির ও বেশি স্কুলকে। সারা রাজ্যে ১৭০ টির বেশি স্কুলকে DNA ক্লাবের অন্তর্ভুক্ত করা হচ্ছে। বর্তমানে ৩৭ টি স্কুলে DNA ক্লাব রয়েছে। DNA ক্লাব করার উদ্দেশ্য হলো বিজ্ঞানকে বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়া। স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে গবেষণাধর্মী কাজে উৎসাহ যোগানই হচ্ছে এর লক্ষ্য; জানালেন বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী অনিমেষ দেববর্মা।

বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে এ বিষয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা জানিয়েছেন যারা কলেজ বা স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেবে সেই সব প্রশিক্ষকদের সাথে নিয়ে ছাত্রছাত্রীরা সরাসরি আলোচনা করবেন; থাকবে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকারা। বহিরাজ্য থেকে যেসব বিশেষজ্ঞরা আসবেন তাদের ভাবনাও ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরা হবে। বিজ্ঞানকে সঙ্গে নিয়েই উন্নত দেশ হওয়া সম্ভব। তিনি বলেন বিজ্ঞান ছাড়া কোন দেশের পরিমাপ করা যায় না। উন্নত দেশ হতে গেলেই বিজ্ঞানকে আকড়ে রাখতে হবে। উন্নত দেশ মানেই বিজ্ঞান প্রযুক্তিতে সমৃদ্ধ দেশ। বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে না পারলে উন্নত দেশের খেতাব পাওয়া যায় না বলে তিনি মন্তব্য করেছেন।

তিনি অভিভাবক এবং ছাত্রছাত্রীদের বিজ্ঞানকে বুকে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজ্যের স্কুল এবং কলেজগুলোর পাশাপাশি NIT সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং আই সি এআরকে এই ভাবনার সাথে যুক্ত করা হবে বলে তিনি জানিয়েছেন। এতে করে আগামীদিনে, রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হবে। ছাত্রছাত্রীরা নতুন নতুন উদ্ভাবনের বিকাশ ঘটাতে পারবে। এতে সমৃদ্ধ হবে রাজ্য।