বিজেপি ত্রিপুরা জেলা সভাপতির নাম ঘোষণা!
বিজেপি জেলা নেতৃত্বে নতুনের আধিক্য ত্রিপুরা রাজ্যে। রয়েছে মহিলা ও জনজাতি অংশের প্রতিনিধিত্ব। ঘোষণা হল রাজ্য বিজেপির জেলা সভাপতিদের নাম।
সদর গ্রামীণ জেলা সভাপতি হয়েছেন – গৌরাঙ্গ ভৌমিক। মজলিশপুরের প্রাক্তন মন্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক। সোমবার খয়েরপুর সদর গ্রামীণ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। তিনি বলেন শ্রী ভৌমিকের সুদক্ষ রাজনৈতিক অভিজ্ঞতায় দলীয় সংগঠন আরোও বেশি শক্তিশালী হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রাক্তন সভাপতি অসিত রায়, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস প্রমুখ। ভারতীয় জনতা পার্টির সদর গ্রামীণ জেলার সভাপতি গৌরাঙ্গ ভৌমিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। সদর (শহর) জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন অসীম ভট্টাচার্য। সদর কার্যালয়ে তার নাম ঘোষনা করেন প্রদেশ বিজেপির রিটার্নিং অফিসার সমরেন্দ্র চন্দ্র দেব। গোমতী জেলার সভাপতি হয়েছেন সবিতা নাথ; খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা; সিপাহীজলা জেলা উত্তরের সভাপতি – বিপ্লব চক্রবর্তী; সিপাহীজলার দক্ষিণ জেলা সভাপতি – উত্তম দাস; ঊনকোটি জেলা সভাপতি – বিমল কর; উত্তর ত্রিপুরা জেলা সভাপতি – কাজল কুমার দাস; দক্ষিণ ত্রিপুরা (পিলাক) জেলা সভাপতি – দীপায়ন চৌধুরী; ধলাই জেলা সভাপতি- পতিরাম ত্রিপুরাকে ফের নির্বাচিত করা হয়েছে।