বিদ্যুৎ

বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে, দ্রুতগতিতে এগিয়ে চলছে পিএম সূর্য ঘর যোজনা!

বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, পিএম সূর্য ঘর যোজনার নাম নথিভুক্ত করনের শিবিরের উদ্বোধন করেছেন

বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ বড়দোয়ালি বিদ্যুৎ বিভাগে পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনার নাম নথিভুক্ত করনের বিশেষ শিবিরের উদ্বোধন করেছেন । বিদ্যুৎ মন্ত্রী অনুষ্ঠানে জানিয়েছেন, পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনা আত্মনির্ভর ত্রিপুরা গঠনের লক্ষ্য পূরণের জন্য অন্যতম একটি প্রকল্প। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে নিজের বিদ্যুতের চাহিদা নিজেরাই পূরণ করতে পারেন। প্রকল্পের অঙ্গ হিসেবে ভর্তুকি দিয়ে সোলার প্ল্যাট দেওয়া হচ্ছে। মোট ১৪ টি সংস্থা এগুলি লাগানোর কাজ করছে। মন্ত্রী জানান, একবার সৌরবিদ্যুতের ব্যবস্থা করলে বহুবছর এর থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। বাড়ির টিনের ছাউনি অথবা ছাদেও সোলার প্লেট বসানো যাবে। রাজ্যের ব্লক, পুর নিগমের ওয়ার্ড সহ বিভিন্ন জায়গায় শিবির করে পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনার সুবিধা দেওয়া হচ্ছে। এদিন বড়দোয়ালিতে বিশেষ শিবিরে উপস্থিত ছিলেন, বিধায়িকা মিনা সরকার , বিদ্যুৎ সচিব অভিষেক সিং, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ লিমিটেডের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বসু সহ অন্যরা ।