রাজ্যপাল দপ্তরের বিভিন্ন কাজকর্ম ঘুরে দেখেন,ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বৃহস্পতিবার বাধারঘাট মাতৃপল্লী স্থিত রিগ ডিভিশন এবং পানীয় জল ও স্বাস্থ্যবিধান বিভাগের সহকারী বাস্তুুকার কার্যালয়ের অফিসটি পরিদর্শন করেন। পরিদর্শন কালে রাজ্যপালের সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের সচিব অভিষেক সিং। পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার রাজ্যপালের যুগ্ম সচিব রতন ভৌমিক দপ্তর এর মুখ্য বাস্তুকার রাজিব মজুমদার সহ আরো অনেকে। রাজ্যপাল দপ্তরের বিভিন্ন কাজকর্ম ঘুরে দেখেন,ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেন বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার হর ঘর জল প্রকল্প। রাজ্যও এই প্রকল্পে সুবিধা পাচ্ছেন মানুষ। রাজ্যে স্থায়ী ওয়াটার সাপ্লাই সিস্টেম কিভাবে চলছে তা দপ্তরের মুখ্য বাস্তুকার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলা জানতে পেরেছি। ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য দপ্তরের আধিকারিকরা সার্বিক প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তাঁরা আগামী দিনে সমস্ত রাজ্যে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিজেদের কর্ম দক্ষতাকে আরো বেশি করে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।