নরসিংগর

নরসিংগর এলাকায় বোমা আতঙ্ক!

নরসিংগর এলাকার তপন শীলের বাড়িতে বোমা বিস্ফোরণ!

নরসিংগর এলাকায়, গত শনিবার রাতে আনুমানিক সাড়ে বারোটা নাগাদ সিপিআইএম নরসিংগর লোকাল কমিটির সদস্য তপন শীলের বাড়িতে কতিপয় বিজেপি আশ্রিত দুর্বৃত্ত শক্তিশালী বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরণে বাড়ির দেওয়ালে বড় গর্ত হয়ে যায় এবং কয়েকটি ফাটল ধরে। গোটা এলাকা কম্পিত হয়ে ওঠে।বোমা বিস্ফোরণের আওয়াজে তপন শীল এর কন্যা অসুস্থ হয়ে পড়ে।সঙ্গে সঙ্গে পুলিশকে জানালেও পুলিশ সকালে আসে। এখন পর্যন্ত কোন গ্রেপ্তার নেই।

আজ সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস, রাজ্য কমিটির সদস্য প্রণব দেববর্মা, মহকুমা কমিটির সম্পাদক সুদীপ দেবনাথ, বড়জলা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার, বামুটিয়া কেন্দ্রের বিধায়ক নয়ন সরকারসহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ তপনশীল এর বাড়িতে গিয়ে ঘটনা সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং তপনশীলের পরিবারের পাশে থাকার বলেন । তখন ঘটনাস্থলে তপনশীল এর প্রতিবেশীরাও জড়ো হন। নেতৃবৃন্দ এই আক্রমণের তীব্র নিন্দা করেন এবং প্রতিবাদ জানান। রাজ্যের আইন-শৃঙ্খলা হীনতার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রতি রাজ্যে আইনের শাসন কায়েম করার দাবি জানান । পাশাপাশি শান্তিকামী জনগণকে এই আক্রমণের প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান।