বিধানসভার

বিধানসভার অধিবেশনে “বেতন ভাতা বৃদ্ধির ইঙ্গিত”

বিধানসভার শীতকালীন অধিবেশনে কি রয়েছে কোন নতুন চমক?

বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১০ তারিখ থেকে। এটি হবে ত্রিপুরার ত্রয়োদশ বিধানসভার ষষ্ঠ অধিবেশন। আজ বিধানসভায় আয়োজিত বিজনেস এডভাইজারি কমিটির বৈঠকে এই অধিবেশনের যাবতীয় কর্মসূচি চূড়ান্ত হয়। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের পৌরহিত্যে আয়োজিত এই বৈঠকে নির্ধারিত হয়েছে, অধিবেশন চলবে তিনদিন। বছরের প্রথম অধিবেশন হওয়ার কারণে নিয়ম অনুযায়ী রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশনের কাজ। অধিবেশনের প্রথম দিন, শুক্রবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি ভাষণ প্রদান করবেন। এছাড়া বিএসসির বৈঠকে নির্ধারিত কর্মসূচি মতাবেগ পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, তিন দিনের এই অধিবেশনে দুটি বিল উত্থাপিত হবে। বিল গুলির মধ্যে বিধানসভার সদস্যদের বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিষয় থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন রতন লাল নাথ। এছাড়াও থাকবে প্রশ্নোত্তর পর্ব সহ রাজ্যপাল প্রদত্ত ভাষণের উপর আলোচনা। শ্রীনাথ জানিয়েছেন, রাজ্যপালের ভাষণ ছাড়া বিশেষ কোন কর্মসূচি না থাকার কারণে অধিবেশন তিন দিনের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য মার্চ মাসের মধ্যেই পরবর্তী অধিবেশন আহ্বান করতে হবে। সেই অধিবেশনে পেশ করা হবে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব। এদিন বিজনেস এডভাইসারি কমিটির বৈঠকে সব দলের সদস্যরাই উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন শ্রীনাথ। তিনি বলেন সর্বসম্মতিক্রমে অধিবেশনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।