ত্রিপুরায় আবারো বাড়ানো হলো এমবিবিএস কোর্সের আসন সংখ্যা!
ত্রিপুরার ‘টিএমসি তথা ত্রিপুরা মেডিক্যাল কলেজে’ এমবিবিএস কোর্সে আসনসংখ্যা বাড়লো আবারো। কলকাতা বা দক্ষিণের রাজ্যে যেতে হবে না, ত্রিপুরাতেই মেডিক্যাল হাব গড়ার পরিকল্পনা মুখ্যমন্ত্রী ডাক্তার মাণিক সাহার। আগরতলার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে আরো ৫০ টি আসন বাড়ানো হচ্ছে। এর ফলে রাজ্যে এমবিবিএস করছে আসল সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৫০ টি।
এই আসন সংখ্যা বৃদ্ধি ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘটনা, কারণ এর ফলে ত্রিপুরা রাজ্যের ছাত্র-ছাত্রীদের চিকিৎসক হবার স্বপ্ন পূরণ যেমন ঘটবে, তেমনি রাজ্যের চিকিৎসকের সংকট দূর করার ক্ষেত্রে রাজ্য সরকারের উদ্যোগের ক্ষেত্রে সহায়ক হবে। এর আগে গত জুন মাসে রাজ্যের চিকিৎসা শিক্ষা প্রসারে রাজ্য সরকারের নিরন্তর প্রয়াসের সঙ্গে সাযুজ্য রেখে ন্যাশনেল মেডিক্যাল কাউন্সিল (এনএমসি) আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএস আন্ডার গ্রাজুয়েট কোর্সের আসন সংখ্যা ১০০ থেকে বৃদ্ধি করে ১৫০ করলো। রাজ্যের জনগণকে উন্নতমানের চিকিৎসা পরিষেবা প্রদানে রাজ্য সরকার বদ্ধপরিকর। এরই অঙ্গ হিসেবে ধারাবাহিকভাবে সরকার সুপার স্পেশালিস্ট-সহ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া জারি রেখেছে। পাশাপাশি এমবিবিএস, পোস্ট গ্র্যাজুয়েট (পিজি)-সহ চিকিৎসাবিদ্যা অধ্যয়নের সুযোগ্য বৃদ্ধি করার ক্ষেত্রে রাজ্য সরকার নিরলস প্রয়াস অব্যাহত রেখেছে। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড আইজিএম হাসপাতালে অত্যাধুনিক অস্ত্রোপচার শুরু করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মেনে স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নে কাজ করছে ত্রিপুরা সরকারও। এরজন্য পরিকাঠামো ও জনশক্তির প্রয়োজন। এরও ব্যবস্থা করছে সরকার। ডাক্তারদের অধিক নিয়োগ করা হচ্ছে। এরমধ্যে রয়েছেন স্পেশালিস্ট, সুপার স্পেশালিস্ট। যেটা আগে ত্রিপুরায় কল্পনাও করা যেত না।