বিজেপি নেতৃত্ব নতুন ভাবে সাজানো হচ্ছে!
বিজেপি নতুন ভাবে তাদের নেতৃত্ব কে সাজানোর কাজ শুরু করে দিয়েছে। এন ই সি বৈঠক শেষ হতে না হতেই বিজেপি তাদের নতুন মন্ডল সভাপতি ঘোষণা করে দিল। ষাটটি মন্ডলের মধ্যে ৯০শতাংশ মন্ডলে ই নতুন সভাপতি অর্থাৎ নতুন মুখ।
সোমবার আনুষ্ঠানিকভাবে ৬০ টি মন্ডলে সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। পুরোনোদের বেশিরভাগের বয়স ৪৫ পেরিয়ে গেছে। তাই বিজেপির নীতি নির্দেশিকা অনুসারে ৯০ শতাংশ মন্ডলে যুব মোর্চার কার্যকর্তাদের সভাপতি করা হয়েছে অর্থাৎ যুবকদের প্রাধান্য দেওয়া হয়েছে। সিপিএমে যখন যুব নেতৃত্বের অভাব, যুবারা বামেদের থেকে দূরে থাকতেই যখন বেশি আগ্রহী তখন ডাবল ইঞ্জিন অর্থাৎ বিজেপিতে যুবাদের ছড়াছড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চাইছেন আগামী দিনে যুবারা দেশ গঠনে এগিয়ে আসুক। তাই তো এক সময় মন কি বাত অনুষ্ঠানে তিনি যুবাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। এখন থেকে যুবাদের তৈরি করতে তিনি দলীয় কার্যকর্তাদের নির্দেশও পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর ইচ্ছাকে মান্যতা দিয়ে রাজ্য বিজেপিও এবার ৪৫ এর নিচে যাদের বয়স তাদেরকে মন্ডল সভাপতি পদে অভিষিক্ত করেছেন । মাত্র পাঁচ শতাংশ মন্ডলে পুরনোদের উপর ভরসা রাখতে বাধ্য হয়েছে বিজেপির শিবির। কারণ তাদের কাজকর্মে দল এবং সেইসব মন্ডলের জনপ্রতিনিধি বা বিজিত নেতারা খুশি। ফলে আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে তাদেরকেই মন্ডল সভাপতি পদে রাখাটা জরুরি বলে মনে করেছেন ঐসব নেতৃত্বরা।
সদরের সাতটি মন্ডলে নতুন মুখ। মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বড়দোয়ালি থেকে শুরু করে সদরের সবকটি মন্ডলে ৪৫ এর নিচে যাদের বয়স তাদেরকেই মন্ডল সভাপতি পদে বসানো হয়েছে । এতে করে আগামী দিনে যুবাদের মধ্যে বিজেপির প্রতি আগ্রহ বাড়বে, ঝোঁক বাড়বে। এমনটাই বলছেন রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা বড়দোয়ালি মন্ডল এর সভাপতি হয়েছেন বিদায়ী মন্ডল কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার দেব। ৬ আগরতলা কেন্দ্রে মন্ডল সভাপতি করা হয়েছে তপন ভট্টাচার্যকে। মোহনপুরে মন্ডল সভাপতি করা হয়েছে কার্তিক আচার্যকে। বামুটিয়ায় শিবেন্দ্র দাস, বড়জেলা মণ্ডলের সভাপতি হয়েছেন রাজীব সাহা। খয়েরপুরে রাজেশ ভট্টাচার্য, মজলিসপুর মন্ডলে রঞ্জিত রায় চৌধুরী। রামনগর মন্ডল সভাপতি হয়েছেন অমিতাভ ভট্টাচার্য । বনমালীপুর মন্ডলের সভাপতি অরিন্দম চক্রবর্তী, প্রতাপগড় মন্ডলে স্বপ্না দাস, বাধারঘাট মন্ডলের সভাপতি করা হয়েছে মনীষ দেবকে। সূর্যমনিনগর মন্ডলের পূর্বতন সভাপতি মান্তু দেবনাথ এর উপরেই ভরসা রেখেছে দল৷