উত্তর পূর্বাঞ্চল

উত্তর পূর্বাঞ্চল পর্ষদের প্ল্যানারিতে কি গুরুত্ব পেল ত্রিপুরা?

উত্তর পূর্বাঞ্চল পর্ষদের প্ল্যানারিতে পূর্বে তেমন কোন গুরুত্ব পায়নি ত্রিপুরা, তবে কি এবারও….

উত্তর পূর্বাঞ্চলের জন্য পৃথক অর্থ বিনিয়োগ নির্দেশিকা গঠনের জন্য নাবার্ড, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং নেডভি-কে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অঞ্চলে স্পষ্ট ভূসংস্থান আছে বলে এই নির্দেশিকার কথা বলেন তিনি। আগরতলায় উত্তর পূর্বের ব্যাঙ্কার্স কনক্লেভ 2024-এ ভাষণ দিতে গিয়ে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই অঞ্চল বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে পূর্বেকার সমস্ত রেকর্ড ভেঙে দেবে বলেও আশাপ্রকাশ করেন তিনি। ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন উত্তর পূর্বাঞ্চলই হলো ভারতের গ্রোথ ইঞ্জিন। এই অঞ্চলের সার্বিক বিকাশ ছাড়া ভারতের উন্নয়ন সম্ভব নয়। আজ রাজধানীর একটি বেসরকারী হোটেলে দ্বিতীয় নর্থ ইস্ট ব্যাঙ্কার্স কনক্লেভে ভাষণ দিতে গিয়ে একথা বলেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। যোগযোগ ব্যবস্থার ক্ষেত্রে রেল, সড়ক এবং বিমান পরিষেবা সব দিক দিয়েই এগিয়ে চলেছে এই অঞ্চলটি। সেই সাথে এই অঞ্চলে রয়েছে ছাপ্পান্ন মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সহ বিদ্যুৎ প্রকল্পও। শুধু তাই নয়, এই অঞ্চলে বাড়ছে ব্যাঙ্কিং ডিপোজিটও। তা সত্বেও এই অঞ্চলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাক্ট ইস্ট পলিসি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মুখ্যমন্ত্রী জানান ত্রিপুরা সহ উত্তর পূর্বের দ্রুতগতির বিকাশ বর্তমান সময়েই লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন দৃষ্টিভঙ্গির কারণেই এটা সম্ভব হচ্ছে বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রীর বহুমুখী সমর্থনের কারণেই ত্রিপুরা অসাধারণ বিকাশ এবং আর্থিক প্রবৃদ্ধি নিশ্চিত করেছে বলেও রাজ্যের মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এখন রাজ্য প্রাতিষ্ঠানিক প্রসবের ক্ষেত্রে একশো শতাংশ সাফল্য অর্জন করেছে বলেও মুখ্যমন্ত্রী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *