বিজেপি প্রদেশ কার্যালয় তৈরি হচ্ছে আগরতলার নতুন নগরে!
রাজধানী আগরতলা শহর সংলগ্ন নতুন নগরে তৈরি হচ্ছে বিজেপির অত্যাধুনিক প্রদেশ কার্যালয়। চারতলা বিশিষ্ট এই ভবনটিতে অত্যাধুনিক সুবিধা যুক্ত থাকবে। আজ এই এলাকাটি ঘুরে দেখেন বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য ,বড়জলা মন্ডল সভাপতি মুকুল রায় সহ দলীয় কর্মীরা। এলাকা সফর কালে দলীয় নেতৃবৃন্দ বলেন দীর্ঘদিন ধরেই আমাদের প্রত্যাশা ছিল প্রদেশ কার্যালয় স্থাপনের জন্য। অবশেষে সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে। আগামী ২২ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহর হাত ধরে বিজেপির প্রদেশ কার্যালয়ের শিলান্যাস হবে। ২২ ডিসেম্বর অনুষ্ঠানটি হবে সকাল দশটায় অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।