কুকুরের কামড়ে এক পু‌লিশ কর্তা সহ প‌নে‌রো ব্যক্তি আহত ধর্মনগ‌রে; জনম‌নে আতঙ্ক !

পাগল কুকু‌রের কাম‌ড়ে গুরতর আহত হ‌লেন প্রায় প‌নে‌রো জন। এ‌দের ম‌ধ্যে দশ জনের আঘাত গুরুতর ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ধর্মনগরে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।‌ তি‌নি জানান গত কয়‌দি‌নে কুকুরের কামড়ে আহত হ‌য়ে বি‌ভিন্ন বয়‌ষের ব‌্যক্তিরা হাসপাতালে আসছেন। আজ যারা এ‌সে‌ছেন তা‌দের মধ্যে দশজনের অবস্থা খুবই খারাপ। এ‌দি‌কে পাগল কুকু‌রের দাপ‌টে আতঙ্ক সৃষ্টি হয়েছে ধর্মনগর শহর জু‌ড়ে। পাগল কুকুরের কামড়ে আহত পুলিশ আধিকারিক সুলেমান রিয়ান জানান,তাদের কাছে খবর আসে একটি কুকুর রাস্তায় যাকে তাকে কামড় দিচ্ছে। সেই খবর পাওয়ার পর তারা যখন ছুটে যায় রাজবাড়ি এলাকায়,তখন কিছু বুঝে ওঠার আগেই তাকেও কামড় দিয়ে দেয় পাগল কুকুরটি। এ‌দিনই পুর পরিষদের এক মহিলা সাফাই কর্মীকে পাগল কুকুর কামড় দেয়। প‌রে তা‌কে দমকল কর্মীরা ছুটে গিয়ে উদ্ধার ক‌রে ধর্মনগর জেলা হাসপাতালে ভ‌র্তি ক‌রেন। তাছাড়াও আরও কয়জন পথচারী পাগল কুকু‌রের আক্রম‌নের শিকার হ‌য়ে‌ছেন ব‌লে জানা গে‌ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল গত কয়‌দিন ধ‌রে পাগল কুকুরটি নি‌র্বিচা‌রে যা‌কে তা‌কে কামড়ে চল‌লেও এ বিষ‌য়ে প্রশাসন‌কে তেমন ব‌্যবস্থা গ্রহ‌নের খবর নেই।ফ‌লে স্থানীয় জনম‌নে প্রশাস‌নের বিরু‌দ্ধে ক্ষোভ সহ আতঙ্ক বিরাজ কর‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *