যে সমস্ত পর্যটন কেন্দ্র গুলিতে ব্যাপক সম্ভাবনা রয়েছে সেগুলোতে আগামী দিনে ট্যুরিজম প্রমো ফেস্ট আরো বড় আকারে আয়োজন করা হবে । কারণ রাজ্যের পর্যটন দপ্তর রাজ্য পর্যটনকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ কারণেই চলছে বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলির পরিকাঠামোগত ব্যাপক মান উন্নয়নের কাজ । আজ ট্যুরিজম প্রমো ফেস্টের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানের সূচনা করে এ কথা বলেছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী । রুদ্রসাগরের রাজঘাটে অনুষ্ঠিত হয়েছে প্রমো ফেস্ট এর দ্বিতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠান । তিনি বলেছেন আগামী দু বছরের মধ্যে রাজ্যের পর্যটন ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন। কারণ এই ক্ষেত্রটি থেকেই এবং ব্যাপক মুনাফা অর্জন করা ও বেকার সমস্যার সমাধানের সম্ভাবনা রয়েছে । পর্যটনমন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন সিপাহীজলা জেলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক তফাজ্জল হোসেন ,বিন্দু দেবনাথ, কেশর বর্মন প্রমূখ , পর্যটন দপ্তরের সচিব , সিপাহীজলা জেলার জেলাশাসক পুলিশ সুপার সহ বিশিষ্টরা । সন্ধ্যার পর অনুষ্ঠিত হয়েছে বিখ্যাত সংগীত শিল্পী নীহারিকা নাথের সংগীত পরিবেশনা । ছিল স্থানীয় ও রাজ্যের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান । পর্যটনমন্ত্রী উপস্থিতিতে নীড়মহল অভ্যন্তরে পুনরায় চালু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো । তাছাড়া এই প্রমো ফেস্ট উপলক্ষে রুদ্রসাগরের রাজঘাটে অনুষ্ঠিত হয়েছে ফুড ফেস্টিবল , ক্যানভাস পেন্টিং সহ বিভিন্ন গ্রামীন খেলা । এগুলোতে বিজয়ী পুরস্কার বিতরণ করেন অতিথিরা ।