nirmahal

পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে, নীরমহলে উদ্বোধন হলো “টুরিজম প্রমো ফেস্ট”

যে সমস্ত পর্যটন কেন্দ্র গুলিতে ব্যাপক সম্ভাবনা রয়েছে সেগুলোতে আগামী দিনে ট্যুরিজম প্রমো ফেস্ট আরো বড় আকারে আয়োজন করা হবে । কারণ রাজ্যের পর্যটন দপ্তর রাজ্য পর্যটনকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ কারণেই চলছে বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলির পরিকাঠামোগত ব্যাপক মান উন্নয়নের কাজ । আজ ট্যুরিজম প্রমো ফেস্টের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানের সূচনা করে এ কথা বলেছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী । রুদ্রসাগরের রাজঘাটে অনুষ্ঠিত হয়েছে প্রমো ফেস্ট এর দ্বিতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠান । তিনি বলেছেন আগামী দু বছরের মধ্যে রাজ্যের পর্যটন ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন। কারণ এই ক্ষেত্রটি থেকেই এবং ব্যাপক মুনাফা অর্জন করা ও বেকার সমস্যার সমাধানের সম্ভাবনা রয়েছে । পর্যটনমন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন সিপাহীজলা জেলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক তফাজ্জল হোসেন ,বিন্দু দেবনাথ, কেশর বর্মন প্রমূখ , পর্যটন দপ্তরের সচিব , সিপাহীজলা জেলার জেলাশাসক পুলিশ সুপার সহ বিশিষ্টরা । সন্ধ্যার পর অনুষ্ঠিত হয়েছে বিখ্যাত সংগীত শিল্পী নীহারিকা নাথের সংগীত পরিবেশনা । ছিল স্থানীয় ও রাজ্যের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান । পর্যটনমন্ত্রী উপস্থিতিতে নীড়মহল অভ্যন্তরে পুনরায় চালু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো । তাছাড়া এই প্রমো ফেস্ট উপলক্ষে রুদ্রসাগরের রাজঘাটে অনুষ্ঠিত হয়েছে ফুড ফেস্টিবল , ক্যানভাস পেন্টিং সহ বিভিন্ন গ্রামীন খেলা । এগুলোতে বিজয়ী পুরস্কার বিতরণ করেন অতিথিরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *