বাংলাদেশে ইসকনের প্রবক্তা চিন্ময় দাসকে গ্রেফতার ও সে দেশের সনাতনী হিন্দুদের উপর আক্রমনের প্রতিবাদে কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের মনু ল্যান্ড কাস্টমস প্রাংগনে প্রতিবাদ কর্মসূচী পালন করে সনাতনী হিন্দুরা। আন্দোলনের নেতৃত্বে ছিলেন কৈলাসহর পুর পরিসদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, বিজেপি কৈলাসহর মন্ডলের সভাপতি সিদ্ধার্থ দও, ঊনকোটি জেলার বরিস্ট আইনজীবী সন্দীপ দেবরায়, হিন্দু জাগরণ মঞ্চের ত্রিপুরা রাজ্যের সভাপতি উত্তম দে, সহ আরও অনেকে। সকাল এগারোটায় সনাতনী হিন্দুরা প্রথমে কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে অবস্থিত মনু ল্যান্ড কাস্টমস প্রাংগনে একত্রিত হয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে স্লোগান দিতে শুরু করে।
সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তির দাবিতে কৈলাসহর আন্তর্জাতিক সীমানায় মনু কাস্টম ল্যান্ডে আমদানী রপ্তানী বানিজ্য বন্ধের হুঁশিয়ারি দিল ভারতীয় সনাতনী হিন্দুরা।
পরবর্তী সময়ে শহরের রাজপথে বিক্ষোভ মিছিল করে সনাতনী হিন্দুরা।
কৈলাসহর পুর পরিসদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে জানান যে, সম্পুর্ন অন্যায় ভাবে চিন্ময় দাস প্রভুকে বাংলাদেশ সরকার গ্রেফতার করে হয়রানি করছে।
এদিকে কৈলাসহরের বর্ডার দিয়ে বুধবার থেকে বাংলাদেশে সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। যতদিন অব্দি বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ চলবে ততোদিন বাংলাদেশে আমদানি রপ্তানি করতে দেওয়া হবে না বলেও জানান নিতিশ দে। আন্দোলনে রেকর্ড সংখ্যক সনাতনী হিন্দুরা উপস্থিত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কৈলাসহরের মহকুমা পুলিশ অফিসার জয়ন্ত কর্মকারের নেতৃত্বে প্রচুর পুলিশ, টি.এস.আর এবং বি.এফ.এফ জওয়ান মোতায়েন করা হয়।