About Us

আপনাকে Straight Lines News-এ স্বাগত !

আমাদের Website, Straight Lines News, ত্রিপুরার স্থানীয় ও রাজনৈতিক খবরের উৎস হিসেবে প্রতিষ্ঠিত। আমাদের সম্পাদক, ভূপাল চক্রবর্তী, এই Website-এর মাধ্যমে ত্রিপুরার জনগণের কাছে সত্য এবং সঠিক তথ্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কাজ করে চলেছেন।

আমরা ত্রিপুরার স্থানীয় উন্নয়ন, সমস্যা, রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন নিয়ে খবর প্রকাশ করে থাকি। আমাদের লক্ষ্য সঠিক এবং নিরপেক্ষ তথ্য প্রদান করা, যাতে আমাদের পাঠকগণ সচেতন এবং তথ্য সমৃদ্ধ থাকতে পারেন।

এছাড়াও, আমরা ভারতীয় সংবাদ ও জাতীয় ঘটনার ওপর মনোযোগ দিয়ে থাকি, যাতে আমাদের পাঠকগণ দেশজুড়ে গুরুত্বপূর্ণ খবরগুলি সহজেই জানতে পারেন।

আমাদের টিম প্রতিদিন আপনার জন্য সর্বশেষ খবর এবং বিশ্লেষণ নিয়ে আসে, যাতে আপনি নিজেকে খবরের সর্বশেষ তথ্যে সমৃদ্ধ রাখতে পারেন। Straight Lines News-এ আপনার মতামত ও পরামর্শ আমাদের কাছে অতি মূল্যবান।

ধন্যবাদ
ভূপাল চক্রবর্তী
সম্পাদক
Straight Lines News

আমাদের সঙ্গে থাকুন, তথ্যের সরল রেখায়।