বিদ্যুৎ

বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, পিএম সূর্য ঘর যোজনার নাম নথিভুক্ত করনের শিবিরের উদ্বোধন করেছেন

বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ বড়দোয়ালি বিদ্যুৎ বিভাগে পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনার নাম নথিভুক্ত করনের বিশেষ শিবিরের উদ্বোধন করেছেন । বিদ্যুৎ মন্ত্রী অনুষ্ঠানে জানিয়েছেন, পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনা আত্মনির্ভর ত্রিপুরা গঠনের লক্ষ্য পূরণের জন্য অন্যতম একটি প্রকল্প। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে নিজের বিদ্যুতের চাহিদা নিজেরাই পূরণ করতে পারেন। প্রকল্পের অঙ্গ হিসেবে ভর্তুকি দিয়ে সোলার প্ল্যাট দেওয়া হচ্ছে। মোট ১৪ টি সংস্থা এগুলি লাগানোর কাজ করছে। মন্ত্রী জানান, একবার সৌরবিদ্যুতের ব্যবস্থা করলে বহুবছর এর থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। বাড়ির টিনের ছাউনি অথবা ছাদেও সোলার প্লেট বসানো যাবে। রাজ্যের ব্লক, পুর নিগমের ওয়ার্ড সহ বিভিন্ন জায়গায় শিবির করে পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনার সুবিধা দেওয়া হচ্ছে। এদিন বড়দোয়ালিতে বিশেষ শিবিরে উপস্থিত ছিলেন, বিধায়িকা মিনা সরকার , বিদ্যুৎ সচিব অভিষেক সিং, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ লিমিটেডের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বসু সহ অন্যরা ।

আগরতলা

আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজকে, উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সর্বশ্রেষ্ঠ কলেজ বানানোর স্বপ্ন দেখছেন ডাক্তার মুখ্যমন্ত্রী!

আগরতলা প্রজ্ঞা ভবনে জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্গত ন্যাশনাল oral হেলথ প্রোগ্রাম ও ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশন, ত্রিপুরা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় দন্ত চিকিৎসক দিবসের স্মৃতিচারণা অনুষ্ঠান ও ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশন, ত্রিপুরা শাখার ২৩তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ডাক্তার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

ঐ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজকে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সর্বশ্রেষ্ঠ কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি বলেন একজন চিকিৎসকের ভাবমূর্তি অন্যান্য মানুষদের ভালো কিছু করার লক্ষ্যে উৎসাহিত করবে। মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার ডেন্টাল শিক্ষা এবং স্বাস্থ্য পরিচর্যায় বিশ্বব্যাপী উৎকর্ষ সাধনের লক্ষ্যে, সকলের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন ত্রিপুরার জন্য এটা গর্বের ব্যাপার যে ত্রিপুরার ২৮শতাংশ দন্ত চিকিৎসকরা সরকারি পরিষেবায় যুক্ত আছে। অথচ জাতীয় স্তরে তা রয়েছে মাত্র ২শতাংশ। তিনি বলেন বর্তমান সরকার দন্ত চিকিৎসাকে প্রাধান্য দিয়ে আগরতলা সরকারি ডেন্টাল কলেজের পরিকাঠামো উন্নয়নে কাজ করে চলেছে। মুখ্যমন্ত্রী বলেন তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে বিভিন্ন দাঁতের ও মুখের রোগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই রাজ্য সরকারের পাশাপাশি সামাজিক সংস্থার সাথে অ্যাসোসিয়েশনকেও গণসচেতনতা সৃষ্টির জন্য উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে আসতে তিনি পরামর্শ প্রদান করেন। মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে তাতে খুব শীঘ্রই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়িত হয়ে যাবে। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে বলেন দন্ত চিকিৎসা মানুষের কাছে সহজলভ্য ও সাশ্রয়ই করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাঃ সঞ্জীব দেব্বর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডাঃ শমিত রায় চৌধুরী, পরিবার কল্যাণ ও প্রিভিন্টিভ মেডিসিনের অধিকর্তা অঞ্জন দাস, আগরতলা সরকারি ডেন্টাল কলেজের অধক্ষা ডাঃ শালু রাই সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। স্বাগত ভাষণ রাখেন ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশন, ত্রিপুরা শাখার সভাপতি ডাঃ এস এম আলী। অনুষ্ঠানে দন্ত চিকিৎসার ক্ষেত্রে নিজের বিশেষ অবদানের জন্য ডাঃ উৎপল চন্দকে সন্মাননা প্রদান করা হয়। তাছাড়া অনুষ্ঠানে স্মরণিকা ও প্রকাশ করা হয়।

NIT

NIT আগরতলার ১৭ তম সমাবর্তন অনুষ্ঠান, আগামী ১৮ ই জানুয়ারি অনুষ্ঠিত হবে।

NIT আগরতলার পক্ষ থেকে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলন করেন NIT আগরতলার ডিরেক্টর প্রফেসর ডক্টর এস কে পাত্রা। তিনি জানান আগামী ১৮ ই জানুয়ারি, এন আই টি আগরতলার ১৭ তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আই আই ই এস টি শিবপুর এর প্রাক্তন অধি কর্তা পদ্মশ্রী প্রফেসর অজয় কুমার রয়। এছাড়া উপস্থিত থাকবেন এন আই টি আগরতলার চেয়ারম্যান শ্রী বিনোদ বাউরী। এছাড়াও অন্যান্য বিশিষ্ট জনেরা এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে ডিরেক্টর ডক্টর এসকে পাত্রা এন আই টি আগরতলার বিস্তারিত শিক্ষা সম্বন্ধীয় সাফল্যের কথা তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে এই সমাবর্তন অনুষ্ঠানে কোন কোন বিভাগে কে কে পুরস্কৃত হবেন এবং সম্মাননা জানানো হবে তাদের সম্বন্ধেও বিস্তারিত তুলে ধরেন তিনি।

কেন্দ্রীয়

কেন্দ্রীয় সরকার ২০২৫-২৬ সালের বাজেটে অষ্টম বেতন কমিশনের ঘোষণা দিতে পারে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সারা দেশে চালু হচ্ছে অষ্টম বেতন কমিশন। যদিও অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার এখনো কোন আনুষ্ঠানিক ঘোষণা করে নি। তবে অষ্টম বেতন কমিশন চালু হলে ৬৮ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং ৪২ লক্ষ পেনশনধারীর মাস মায়না দ্বিগুণ বাড়বে এবং বেতন বাড়বে ৩ গুণ। তবে এতে বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীরা কোন উপকৃত হবেন কিনা তা নির্ভর করে বিভিন্ন রাজ্য সরকারগুলির উপর।

যদি কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ করে দেয়, তবে কর্মচারীদের সর্বনিম্ন পেনশন ৯০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকার বেশি হতে পারে। আগামী পয়লা ফেব্রুয়ারী অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন।

সরকার ২০২৫-২৬ সালের বাজেটে অষ্টম বেতন কমিশনের ঘোষণা দিতে পারে। এই কারণেই কর্মচারী ইউনিয়ন, কেবিনেট সচিব এবং অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়। কেন্দ্রীয় সরকার প্রতি ১০ বছরে একটি নতুন বেতন কমিশন গঠন করে। তবে আইনগতভাবে এরজন্য কোনও নির্দিষ্ট বিধান নেই। ৭ম বেতন কমিশনের গঠন করা হয়েছিল ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে। এরপর ২০১৬ সালের ১ জানুয়ারি এটি কার্যকর করা হয়েছিল। এর অধীনে সর্বনিম্ন বেতন ৭০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮,০০০ টাকা করা হয়েছিল। এবার অষ্টম বেতন কমিশন চালু হলে বেতন ও পেনশন দ্বিগুণ হবে। আশায় আছেন কর্মচারী কুল! সরকারের এই পদক্ষেপকে কর্মচারীদের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

কেন্দ্রীয়

পুলিশ সপ্তাহ শুরু হয়েছে আজ থেকে।

পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন হয় অরুন্ধতীনগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে, অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বচ্ছতার মাধ্যমে কাজ করতে রাজ্য পুলিশ কর্মীদের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক। মানুষের আস্থা অর্জন করার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। রাজ্য পুলিশের যে সুনাম রয়েছে সেই সুনাম যাতে অক্ষুন্ন থাকে তার জন্য পুলিশ কর্মীদের নিষ্ঠার সাথে কাজ করার কথা বলেন মুখ্যমন্ত্রী। আইনশৃঙ্খলাকে প্রাধান্য দিয়ে মানুষের জন্য কাজ করতে বলেন তিনি।

পুলিশ কর্মীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করার চিন্তাভাবনা করছে স্বাস্থ্য দপ্তর। এমনটাই জানিয়েছেন তিনি। পুলিশ সপ্তাহ উপলক্ষে সম্মিলিত বাহিনীর কৃচকাওয়াজ পরিদর্শন এবং পরে অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে জানান ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সামগ্রিক অপরাধ ১৯.৩ শতাংশ হ্রাস পেয়েছে। তিনি বলেন সম্পত্তি সংক্রান্ত অপরাধ ৪৫ শতাংশ কমেছে। হামলার ঘটনা ৩৭.২ শতাংশ হ্রাস পেয়েছে। মহিলাদের উপর সংঘটিত অপরাধ ৫৫ শতাংশ কমেছে বলে তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন নেশা বিরোধী অভিযানে সাফল্য আসছে। গত তিন বছরে এক হাজার ছয়শো সাতটি এনডিপিএস মামলা নথিভুক্ত হয়েছে। ৩০৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন গত তিন বছরে ১৬৮৬ কোটি টাকার নেশা সামগ্রী আটক করা হয়েছে। তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী বলেন অনুপ্রবেশ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২০২৩ সালের তুলনায় ২০১৪ সালে ১৮ শতাংশের বেশি অনুপ্রবেশকারীদের আটক করা হয়েছে। গ্রেফতার বেড়েছে ৩৬ দশমিক ছয় শতাংশ। তিনি বলেন রাজ্য পুলিশকে আধুনিক করা হচ্ছে। নতুন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে পশ্চিম এবং পূর্ব থানাকে আধুনিক করা হবে এবং বহুতল বাড়ি তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।যাতে পুলিশ অফিসাররা সেই বাড়িতে থাকতে পারেন সেই ব্যবস্থাও থাকবে। পুলিশ সদর দপ্তর নির্মাণ করার প্রয়াস জারি রয়েছে বলে তিনি জানিয়েছেন। ২০২৪ সালে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কাজল ঘোষ।। সেরা তদন্তকারী অফিসারের পুরস্কার পেয়েছেন দামছাড়া থানার সঞ্জয় মজুমদার। টিএসআরের তৃতীয় বাহিনী পেয়েছে সেরার পুরস্কার। মুখ্যমন্ত্রী তাদের হাতে পুরস্কার তুলে দেন৷ সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে সেরা বাহিনীকেও পুরস্কৃত করা হয়েছে। পরে ৭৩ জন পুলিশ আধিকারিকদের ডিজিপি ডিস্ক প্রদান করেন পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় পুলিশ পরিবারের সফল ছেলেমেয়েদের পুরস্কৃত করা হয়েছে।

ত্রিপুরা

ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকারের মূল লক্ষ্য শুধুমাত্র মানুষের সার্বিক বিকাশ ও কল্যাণ!

ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের সার্বিক কল্যাণ ও বিকশিত ত্রিপুরা গড়ে তোলা। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সর্বাত্মক সহযোগিতার মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের কাজ এগিয়ে চলেছে। আজ বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আনা ধন্যবাদসূচক প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, রাজ্যের উন্নয়নের বিষয়ে যখনই কোন প্রয়োজন হয়েছে তখনই কেন্দ্রীয় সরকার রাজ্যের জনগণের কল্যাণে উদার মানসিকতা নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। গত আগস্ট মাসের রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের নাগরিকদের সহযোগিতায় খুব অল্প সময়ের মধ্যেই এই ভয়াবহ বিপর্যয় পরিস্থিতিকে মোকাবিলা করে এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এজন্য মুখ্যমন্ত্রী প্রশাসনের সকল স্তরের কর্মচারি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন, রাজনৈতিক দলসমূহ এবং দলমত নির্বিশেষে সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।

বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজ্যে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। মহিলাদের উপর সংঘটিত অপরাধ গত বছরের তুলনায় ৮.৪৭ শতাংশ হ্রাস পেয়েছে। রাজ্যে এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট চালু করা হয়েছে। গত ৩ বছরে রাজ্যের বিভিন্ন থানায় এনডিপিএস সংক্রান্ত ১,৬৬৫টি মামলা নথিভুক্ত হয়েছে। এখন পর্যন্ত ২,৬৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর মোট ৮৬৭ কোটি ৪৩ লক্ষ ৫২ হাজার ৭৬৩ টাকার নেশাসামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে রাজনৈতিক হিংসার ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়ণের লক্ষ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। গত বাজেটে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। মহিলাদের টিএসআর ব্যাটেলিয়ানে জওয়ান হিসেবে নিযুক্ত করা হয়েছে। সরকারি চাকুরিতে ৩৩ শতাংশ আসন সংরক্ষিত করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে ৯টি মহিলা থানা চালু করা হয়েছে।

বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বর্তমানে ৯১,৮৭১ জন লাখপতি দিদি রয়েছেন। রাজ্যের স্বসহায়ক দলের দিদিদের সশক্ত করতে সরকার ৭৪৬.৮ কোটি টাকার ফান্ড প্রদান করেছে। ২০১৮ সালের পর ১৪৬৫.৮১ কোটি টাকার ব্যাঙ্ক লোন দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। ফলে রাজ্যের রোগীদের চিকিৎসার জন্য বাইরে যাওয়ার প্রবণতা এবং প্রয়োজনীয়তা অনেক কমেছে। স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিষেবার ক্ষেত্রটিও উন্নত হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি গোষ্ঠীর সামাজিক অর্থনৈতিক, শিক্ষাগত এবং সাংস্কৃতিক উন্নয়নকে একটি অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে বিবেচনা করে রাজ্য সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন যোজনায় ২,০৭৩ জন সুবিধাভোগীকে উপার্জনশীল কাজ হাতে নেওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।মুখ্যমন্ত্রী রাবার মিশনে ২৩, ১৭৭ হেক্টর রাবার বাগানের জন্য ২৮,১৪৯ জন সুবিধাভোগী উপকৃত হয়েছেন। বিধানসভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, রাজ্যপালের ভাষণে সরকারি উদ্যোগ, নীতি ও কর্মসূচি প্রতিফলিত হয়েছে। বর্তমানে রাজ্যের সার্বিক উন্নয়নে যেসকল কর্মসূচি পরিচালিত হচ্ছে তা নিয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিত আলোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে ‘মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট স্কিম’ এবং ‘মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প’ চালু করেছে। যার জন্য আগামী ৫ বছরে ১,৫০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করা হবে। রাজ্যের শিল্প ও পরিষেবার ক্ষেত্রকে উৎসাহিত করতে নতুন শিল্প নীতি ঘোষণা করেছে। বিনিয়োগ ও ব্যবসা স্থাপনের জন্য সহায়তা দিতে আই-প্যাট গঠন করা হয়েছে। রাজ্যে উত্তরপূর্ব ভারতের তৃতীয় এবং রাজ্যের জন্য প্রথম চা নিলাম কেন্দ্রের ভিত্তিপ্রস্থর কেন্দ্র স্থাপন করা হয়েছে। টাটা টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় ১৯টি আইটিআই-এর উন্নয়ন করা হচ্ছে। ত্রিপুরা রাজ্য পর্যটন শিল্পে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, উন্নয়নের প্রধান শর্তই হচ্ছে শান্তি। গত ৫ সেপ্টেম্বর, ২০২৪ ভারত সরকার, এনএলএফটি ও এটিটিএফ’র সাথে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তি অনুসারে কেন্দ্রীয় জনজাতি সম্প্রদায়ের উন্নয়নে ২৫০ কোটি টাকার প্যাকেজ অনুমোদন হয়েছে।তাছাড়াও তিনি মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেসকল উন্নয়নমূলক কাজ হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যপালের ভাষণের উপর বিরোধী দলের সদস্যদের আনা সংশোধনী প্রস্তাবের বিরোধীতা করে বিস্তারিত বক্তব্য রাখেন।বিধানসভায় আজ রাজ্যপালের ভাষণের উপর আনা ধন্যবাদসূচক প্রস্তাবের সমর্থনে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যপালের ভাষণে রাজ্যের এগিয়ে চলার সুস্পষ্ট প্রতিফলন রয়েছে। তিনি বলেন, ২০১৩ থেকে ২০১৮ সালে যে পরিমাণ পর্যটক এসেছিল তার থেকে ৬ লক্ষাধিক পর্যটক গত ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাজ্যে এসেছেন।বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আনা ধন্যবাদসূচক প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে প্রাণীসম্পদ বিকাশ ও মৎস্যমন্ত্রী শুধাংশু দাস বলেন, প্রাণীপালক এবং বেকারদের পশুপালনে উৎসাহিত করতে ২০২৩-২৪ অর্থবছরে রাজ্যে প্রাণীপালন সম্মান নিধি চালু করা হয়েছে। এতে রাজ্যে ৫ হাজার প্রাণীপালককে বছরে ৬০০০ টাকা করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনে রাজ্যে বহুমুখী উন্নয়নের কাজ এগিয়ে চলছে। রাজ্যপালের ভাষণে তারই প্রতিফলন ঘটেছে।

বিধানসভায় আজ রাজ্যপালের ভাষণের উপর আনা ধন্যবাদসূচক প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন বিধায়ক জীতেন্দ্র মজুমদার, বিধায়ক অন্তরা সরকার দেব, বিধায়ক শম্ভুলাল চাকমা। বিরোধীদের আনা সংশোধনী প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন বিধায়ক গোপাল চন্দ্র রায়, বিধায়ক নির্মল বিশ্বাস, বিধায়ক ইসলামউদ্দীন, বিধায়ক শ্যামল চক্রবর্তী, বিধায়ক রামু দাস, বিধায়ক অশোক চন্দ্র মিত্র, বিধায়ক বীরজিৎ সিনহা, বিধায়ক দীপঙ্কর সেন, বিধায়ক সুদীপ সরকার, বিধায়ক নয়ন সরকার, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ। সভা শেষে রাজ্যপালের ভাষণের উপর পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ কর্তৃক আনিত ধন্যবাদসূচক প্রস্তাবটি ধনী ভোটে গৃহীত হয় এবং বিরোধীদের আনা সংশোধনী পস্তার বাতিল করা হয়।

মন্ত্রী

মন্ত্রী-বিধায়করাই পারে, একমাত্র নিজেদের বেতন নিজেরাই বাড়িয়ে নিতে!

মন্ত্রী-বিধায়কদের বেতন ভাতা সংক্রান্ত একটি বিল “বিধায়ক, মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলনেতা, সরকারী চিফ হুইপ এবং অন্যান্য সদস্যদের বেতন, ভাতা, পেনশন ও অন্যান্য সুবিধা (ত্রিপুরা) (নবম সংশোধনী) বিল, ২০২৪”  আজ বিধানসভায় পাস হয়। এই নতুন বিল অনুযায়ী মন্ত্রী-বিধায়কদের বেতন ভাতা ও পেনশন প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

বিল অনুযায়ী, মুখ্যমন্ত্রী এখন থেকে ৯৭,০০০ টাকা বেতন পাবেন, উপ মুখ্যমন্ত্রীর বেতন হবে ৯৬,০০০ টাকা। অন্যান্য মন্ত্রী, স্পিকার, বিরোধী দলনেতা এবং সরকারী চিফ হুইপের বেতন হবে ৯৫,০০০ টাকা।ডেপুটি স্পিকারের বেতন মন্ত্রীদের থেকে ১,০০০ টাকা কম এবং বিধায়কদের বেতন হবে ৯৩,০০০ টাকা। মুখ্যমন্ত্রীর জন্য বিনোদন ভাতা ১৩,০০০ টাকা এবং অন্যান্যদের জন্য ১২,০০০ টাকা নির্ধারিত হয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ২০১৯ সালে প্রথম বেতন ও ভাতা বৃদ্ধি কার্যকর হয়। তখন মুখ্যমন্ত্রীর বেতন ছিল ৫৩,৬৩০ টাকা এবং উপ মুখ্যমন্ত্রীর বেতন ছিল ৫২,৬৩০ টাকা। অন্যান্য মন্ত্রী, স্পিকার এবং বিরোধী দলনেতার বেতন ছিল ৫১,৭৮০ টাকা। চিফ হুইপ ৫০,৫১০ টাকা এবং বিধায়কের বেতন ছিল ৪৮,৪২০ টাকা। বিধানসভার সদস্যদের ভ্রমণ এবং দৈনিক ভাতা বৃদ্ধি পেয়ে হয়েছে , প্রতি কিলোমিটার ৩৫ টাকা এবং দৈনিক ভাতা ত্রিপুরার মধ্যে ১,১০০ টাকা এবং ত্রিপুরার বাইরে ১,৫০০ টাকা। পেনশন সংক্রান্ত একটি বড় পরিবর্তনও বিলটিতে রয়েছে। প্রাক্তন বিধায়কদের পেনশন ৩৪,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৬৬,০০০ টাকা করা হয়েছে, পারিবারিক পেনশনও ২৫০০০ টাকা থেকে ৪৮০০০ টাকা করা হয়েছে। এই বিলটি পেশ করে মন্ত্রী রতন লাল নাথ বলেন, বেতন, ভাতা ও পেনশনের এই সংশোধন খুবই প্রয়োজনীয় ছিল; কারণ মূল্যসূচকের মাত্রা বৃদ্ধি পেয়েছে। তবে এই বর্ধিত বেতন কাঠামোর ফলে সরকারের প্রায় অতিরিক্ত ১১ কোটি টাকার ব্যয় হবে। শ্রম দপ্তরের  হিসাব অনুযায়ী, এই বর্ধিত বেতন ভাতা ত্রিপুরার একজন সাধারণ কর্মচারীর থেকে প্রায় আট গুণ বেশি।

বিধানসভার সব সদস্যরা মুচকি হেসে এই বিল পাস করাতে সাহায্য করেন এবং বর্ধিত বেতন ভাতা গ্রহণ করেন। যদিও সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য বিরোধীতার কিছু নাটক মঞ্চস্থ করতে দেখা গেল বিরোধি দলনেতাকে। কিন্তু কর্মচারীদের বেতন ভাতা নিয়ে কাউকে কোন কথা বলতে শোনা যায়নি বিধানসভায়। উল্লেখ্য; সপ্তম বেতন কমিশনের লোভ দেখিয়ে ২০১৮ সালে ক্ষমতায় এসেছিল শাসক দল বিজেপি। প্রথম অধিবেশনের প্রথম দিনেই সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে কথা থাকলেও, আজ পর্যন্ত কি তা পেয়েছেন কর্মচারীরা?

রাজ্য বিধানসভায় যতবারই মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়, ততবারই সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করার জন্য, তখনকার বিরোধীরা বিরোধিতা করে থাকেন। অথচ পরবর্তী সময়ে তারা ঠিকই সেই বর্ধিত বেতন ভাতা গ্রহণ করেন। ভুলেও কাউকে কখনো দেখা যায়নি পরবর্তী সময়ে তা সারেন্ডার করতে। বুধবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী, বিধায়ক, মন্ত্রীদের বেতন ভাতা সংক্রান্ত বিলটি ধনী ভোটে পাস হয়। তখনও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রতিবাদ করেছেন। যেমনটা আজ থেকে পাঁচ বছর আগে করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এটা তাদের দ্বিচারিতা বলে উল্লেখ করলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।সিপিআইএম দলের বিধায়করা মুখে কিছু বলতে না পারলেও তারা প্রকারান্তরে ট্রেজারি বেঞ্চের মন্ত্রী বিধায়কদের বলেন বেতন ভাতা হিসেবে তারা যা পান তার বেশিরভাগটাই পার্টি লেবি হিসেবে কেটে নেয়। কম টাকায় তারা পরিবার প্রতিপালন করবেন কি করে। ফলে তারাও চাইছিলেন বেতন ভাতা বৃদ্ধি করতে। কিন্তু মুখে কিছু বলতে পারছেন না। বিরোধী কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের মতো পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী ও প্রস্তাব দিলেন যারা চান না মন্ত্রী বিধায়কদের ভাতা বাড়ুক তারা ইচ্ছে করলে সারেন্ডার করতে পারেন। কিন্তু আজ পর্যন্ত সিপিআইএম দল সেই নজির কিন্তু স্থাপন করেননি।

রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রী এবং বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি হলেও সারাদেশে সর্বনিম্ন বেতন পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং অন্যান্য বিধায়করা; এটা নিয়ে বিধায়কদের আলোচনা করতে শোনা যায়। কিন্তু সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার কর্মচারীরা সবচেয়ে কম বেতনে কাজ করছেন এই বিষয়ে কাউকে কিছু বলতে শোনা যায়নি।

মেজাজ

মেজাজ হারিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য!

মেজাজ হারিয়ে হঠাৎ উত্তেজিত হয়েপড়েন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা! সরাসরি আক্রমণ করেন সুদীপ রায় বর্মনকে।আগরতলার শান্তিপাড়া ক্লাবের প্রসঙ্গে উত্তপ্ত হয় বিধানসভা। দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা নিয়ে যাবতীয় অভিযোগ-পাল্টা অভিযোগ করা হয় বিধানসভার অধিবেশনে।

কংগ্রেস-জোট আমলের শাসনকালের কথা উল্লেখ না করলেও; মুখ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনদের বুঝিয়ে দিয়েছেন, জিবি বাজার থেকে শুরু করে সব ধরনের ঘটনা তার স্মৃতিতে রয়েছে। বিরোধী বিধায়ক সুদীপ রায় বর্মনকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, তারা কি কি করেছেন সবকিছুই জানা আছে তাঁর। সে সময় রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন না তিনি। তবে সেই সময়ের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন রাজনীতিতে না থাকলেও সব খবর রয়েছে তাঁর কাছে। “শান্তিপাড়ায় মাফিয়া দৌরত্মে, দোকান খুলতে পারছেন না ব্যবসায়ী” বলে রেফারেন্স পিরিয়ডে তোলা একটি আলোচনায় অংশ নিতে গিয়ে, মেজাজ হারিয়ে এইধরনের উক্তি করেন মুখ্যমন্ত্রী। “শান্তিপারায়, মাফিয়া দৌরত্মে দোকান করতে পারছেন না উত্তম বণিক” বলে যে অভিযোগ; সেই ব্যবসায়ী উত্তম বণিকের বিরুদ্ধে উল্টো থানায় মামলা করা হয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন বিষয়টি নিয়ে মামলা এবং পাল্টা মামলা দায়ের হয়েছে। পুলিশ দুটি মামলার তদন্ত করছে। শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থা ক্লাবের কিছু বিরোধী সদস্য, নিজেদের স্বার্থে ব্যবসাযী উত্তম বণিককে দিয়ে মিডিয়ার সামনে নাটকটি মঞ্চস্থ করেছেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন।

ব্যবসায়ী; তদন্তকারী পুলিশকে জানিয়েছেন, বিষয়টি ক্লাবের সদস্যের সাথে বোঝাপড়ার মাধ্যমে নিরসন করা হয়েছে। যদিও, মুখ্যমন্ত্রীর বক্তব্যে সন্তুষ্ট হতে দেখা যায়নি বিরোধীদের। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেছেন, মুখ্যমন্ত্রীর এ ধরনের বক্তব্যে  উৎসাহিত হবে তারা, যারা এই কাজটি করেছে । মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

ত্রিপুরা

ত্রিপুরার নতুন সরকারি প্রতীক, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন পেয়েছে!

ত্রিপুরার জন্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নতুন সরকারি প্রতীক অনুমোদন করেছে। রাজ্য সরকার গত ২৮ অক্টোবর গেরুয়া জমিনে ত্রিপুরার ম্যাপ ও অশোক স্তম্ভ দিয়ে এই প্রতীক কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে ছিল।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন রাজ্যের প্রতীকী লোগো তৈরী করার ক্ষেত্রে শিল্পী থেকে শুরু করে সমাজের বিভিন্ন ব্যক্তিত্বদের মতামত গ্রহণ করা হয়েছে। রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর প্রতীকী লোগো নিয়ে অভিযোগের উত্তরে তিনি এ কথা জানান। তিনি বলেন এই লোগোর মাধ্যমে সমগ্র ত্রিপুরার কৃষ্টি, সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এই লোগো তৈরী করতে সব রকম নিয়মাবলী মানা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য বিরোধী দলনেতা অভিযোগ করেন যে, রাজ্যের প্রতীকী লোগো বানানোর ক্ষেত্রে রাজ্যের জায়গায় নির্দিষ্ট একটি দলের প্রতীক দেওয়া হয়েছে।

পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন লোগোর জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে বিজ্ঞাপন করা হয়েছিল। পাশাপাশি লোগোর রং নিয়ে যে প্রশ্ন তুলেছে বিরোধীরা তার খণ্ডন করেন তিনি। জাতীয় পতাকার সেফরন রং ব্যবহার করা হচ্ছে। সেই সেফরণ রং লোগোতে দেয়া হয়েছে। এই রং ব্যবহারে কি আপত্তি সেই প্রশ্ন তোলেন পর্যটন মন্ত্রী। তিনি বলেন লোগোতে রাজ্যের ম্যাপ ব্যবহার করা হয়েছে। মাতাবাড়ি, রাজবাড়ি কিংবা অন্য কোন ছবি ব্যবহার করলে হয়তো বা প্রশ্ন উঠতো৷ কেন উনকোটি ব্যবহার করা হয়নি? ফলে মানুষ যাতে প্রশ্ন তুলতে না পারে তার জন্য ত্রিপুরার মানচিত্র ব্যবহার করা হয়েছে। রাজ্যের কৃষ্টি সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে লোগোতে। রাজের মিশ্র সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। যেটা আগে কখনো কল্পনা করা যায়নি।

click

#Tripura Logo

স্বরাষ্ট্র

স্বরাষ্ট্র দপ্তরে শূন্যপদ পূরণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে: মুখ্যমন্ত্রী

স্বরাষ্ট্র দফতরের বিভিন্ন পদে ৮০০০ এর অধিক শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য বিধানসভার অধিবেশনে এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডাঃ মানিক সাহা।

তিনি জানান, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে বর্তমানে মোট ৭৩২৩টি পদ শূন্য রয়েছে। যার মধ্যে ২১২৫টি কনস্টেবল পদ রয়েছে।মুখ্যমন্ত্রী বলেন, এই শূন্য পদগুলি পূরণ করা একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে এরমধ্যে রাজ্য সরকার কনস্টেবল সহ অন্যান্য শূন্য পদগুলি পূরণের উদ্যোগ নিয়েছে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি) এর মাধ্যমে পুরুষ ও মহিলা উভয়ের জন্য সাব-ইন্সপেক্টর (আর্মড এন্ড আনআর্মড) ২১৮টি শূন্য পদ পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কনস্টেবলের জন্য ১০০০টি পদ পূরণের প্রক্রিয়া চলছে এবং অতিরিক্ত ৯১৬ কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

ডাঃ সাহা আরো বলেন, রাজ্য সরকার বিভিন্ন শূন্য পদ পূরণের জন্য অ্যাড-হক প্রমোশন প্রদানের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এর পাশাপাশি ৬০৬৭ স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে বলেও জানান মুখ্যমন্ত্রী।