কেন্দ্রীয়

কেন্দ্রীয় অন্যান্য মন্ত্রীদের সাথে; প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উত্তর-পূর্ব ভারত!

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পূর্ব ভারতকে অগ্রাধিকার দিয়ে থাকেন। আজ আগরতলায় উত্তরপূর্ব  পরিষদের ৭২ তম পুর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবার সময়  তিনি বলেন ,  উত্তর পূর্বাঞ্চলের  জন্য গত ১০ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কেন্দ্রীয় সরকার বিনিয়োগকারীদের উত্তর-পূর্বে বিনিয়োগ করতে অনুপ্রাণিত করছে। আগে শুধু উত্তর-পূর্ব ভারত নিয়ে লোক দেখানো চিন্তা করা হত, কিন্তু প্রধানমন্ত্রী মোদি এই অঞ্চলের উন্নয়নের জন্য আন্তরিকভাবে উদ্যোগী হয়েছেন। সমগ্র  অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। শ্রী শাহ আরও বলেন,  প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের লক্ষ্য হল  উত্তর-পূর্ব অঞ্চলকে উন্নয়নের মাধ্যমে দেশের বাকি অঞ্চলের সঙ্গে সমমানে নিয়ে আসা। সমগ্র অচলে সড়ক পরিবহণ ও অসামরিক বিমান পরিবহন ব্যবস্থাপনার উন্নতি হয়েছে। 
 
উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই অঞ্চলে জঙ্গীবাদ এবং সহিংসতার তীব্রতা হ্রাসের জন্য এবং শান্তি প্রতিষ্ঠায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অসামান্য ভূমিকার উল্লেখ  করেছেন। এই অঞ্চলে জঙ্গীদের কার্যকলাপ ৭১শতাংশ এবং প্রাণহানি ৬০ শতাংশ হ্রাস পেয়েছে।