99999

নাগরিকদের মৌলিক অধিকার সুনিশ্চিত করাই হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি। কেন্দ্র ও রাজ্য সরকার নাগরিকদের মানবাধিকার রক্ষায় বদ্ধপরিকর। নাগরিকদের মানবাধিকার যাতে কোনওভাবে লঙ্ঘিত না হয় রাজ্য সরকার সে বিষয়ে সচেষ্ট রয়েছে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন। ত্রিপুরা মানবাধিকার কমিশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মুল ভাবনা হল ‘আওয়ার রাইট, আওয়ার ফিউচার, রাইট নাউ’।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের সভ্যতা, সংস্কৃতি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। একে ধবংস করার জন্য সুপরিকল্পিতভাবে বিভেদকামী একটি শক্তি এখনও সচেষ্ট রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রে সকলকে চলার কথা বলেছেন। আর এই ভাবনা নিয়ে চললেই মানবাধিকার দিবস পালন ফলপ্রসু হবে। মুখ্যমন্ত্রী বলেন, ১৯৯৩ সালে মানবাধিকার সুরক্ষা আইন লাগু হলেও বিগত রাজ্য সরকার মানবাধিকার কমিশন গঠন করার জন্য কোনও সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেনি। সুপ্রীম কোর্টের নির্দেশের পর ২০১৬ সালে ত্রিপুরা মানবাধিকার কমিশন গঠিত হয়। কিন্তু এই কমিশন জনগণের আশা আকাঙ্খা পূরণে কোনও প্রভাব ফেলতে পারেনি। নতুনভাবে গঠিত বর্তমান কমিশন অত্যন্ত দায়িত্বের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো নিষ্পত্তি করছে এবং জনগণের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকীকরণ সহ বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং ক্ষতিগ্রস্থদের সুরক্ষা সুনিশ্চিত করার উদ্দেশ্যে সারা দেশে তিনটি নতুন ফৌজদারি আইন প্রণীত হয়েছে। গত ১ জুলাই ২০২৪ থেকে এই আইনগুলি কার্যকর হয়েছে। এই আইনগুলি হল- ভারতীয় ন্যায় সংহিতা-২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম-২০২৩। এই তিনটি আইন প্রণয়নের মুখ্য উদ্দেশ্য হল দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার আমূল সংস্কারের মাধ্যমে নারী, শিশু সহ সকল স্তরের জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা।এই নতুন তিনটি ফৌজদারি আইনের উল্লেখযোগ্য বিষয়গুলি হল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৭৩ ধারা মূলে যেকোন নাগরিক যে কোনও স্থান থেকে এফআইআর দায়ের করতে পারবেন। এই আইনে পুলিশকে বেআইনীভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা প্রদান করা হয়েছে। নতুন আইনে চার্জশীট দাখিলের ৬০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু নিশ্চিত করা এবং বিচার শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে রায় ঘোষণার সংস্থানও রয়েছে।

অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন বলেন, দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে নাগরিকদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ প্রতিটি ক্ষেত্রেই সমান অধিকার প্রদানের উপর গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুন্ন হলে মানবাধিকার কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। অনুষ্ঠানে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা বলেন, জনগণের মৌলিক অধিকারকে অগ্রাধিকার দিয়েই দেশ ক্রমশঃ এগিয়ে চলছে। অনুষ্ঠানে ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান জাস্টিস স্বপন চন্দ্র দাস বলেন, নাগরিকদের মৌলিক অধিকারগুলো সুরক্ষিত থাকায় আমাদের দেশের গণতন্ত্র মজবুত রয়েছে। স্বাগত বক্তব্যে ত্রিপুরা মানবাধিকার কমিশনের সচিব রতন বিশ্বাস বলেন, প্রতিবছর ১০ ডিসেম্বর মর্যাদার সঙ্গে রাজ্যে মানবাধিকার দিবস পালন করা হয়। মানবাধিকার দিবস উদ্যাপন উপলক্ষে এবছর বিভিন্ন ইভেন্ট যেমন বসে আকোঁ প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরার এডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী এবং লোকাযুক্ত বি কে কিলিকদার।

59e318c7 b7f7 4697 a333 2bfde97baf63

স্বাস্থ্য দপ্তরে ২৪১টি এলডিসি পদ সৃষ্টি ও পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা জানান। পর্যটনমন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য দপ্তরের অধীনে বিভিন্ন বিভাগে ১৬১টি টেকনিক্যাল পদ সৃষ্টি ও পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদগুলির মধ্যে রয়েছে ফিজিও থেরাপিস্ট ৮টি, অডিওমেটি টেকনিশিয়ান ৩১টি, ডেন্টাল টেকনিশিয়ান ৪টি, ইসিজি টেকনিশিয়ান ১৪টি, কম্পিউটার টেকনিশিয়ান ৪টি, রেডিওগ্রাফার ২৯টি, জুনিয়র স্টোর কিপার ৯টি, প্রোস্টেটিক এন্ড অর্থোটিক টেকনিশিয়ান ১টি, স্পিচ থেরাপিস্ট ২টি, ক্যাটালগার ১টি, ড্রেসার ৬টি, রিহাবিলিটেশন অ্যাসিস্টেন্ট ১টি, অ্যাসিস্টেন্ট ৭টি, ওয়ার্ড মাস্টার ৩টি, অপথালমিক অ্যাসিস্টেন্ট ১৯টি, প্লাস্টার টেকনিশিয়ান ৬টি, কার্পেন্টার ১টি, লাইব্রেরী অ্যাসিস্টেন্ট ১টি, জুনিয়র লাইব্রেরিয়ান ১টি, মাল্টি রিহাবিলিটেশন ওয়ার্কার ১টি, অডিও ভিজ্যুয়াল টেকনিশিয়ান ২টি, ফটোগ্রাফিক টেকনিশিয়ান ১টি, টিএমটি টেকনিশিয়ান ২টি, ইকোকার্ডিওগ্রাফি টেকনিশিয়ান ১টি, পিএফটি টেকনিশিয়ান ২টি, ডকুমেন্টিস্ট ১টি, সাইক্রিয়াটিক সোস্যাল ওয়ার্কার ২টি এবং ফিজিও টেকনিশিয়ান ১টি।

পর্যটনমন্ত্রী সাংবাদিক সম্মেলনে আরও জানান, মন্ত্রিসভার বৈঠকে শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীনে ৯৬টি বিভিন্ন ক্যাটাগরির টেকনিক্যাল পদ সৃষ্টি ও পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদগুলি হচ্ছে এক্সটেনশন অফিসার ৬টি, ফিল্ড অ্যাসিস্টেন্ট ৩৮টি, সিনিয়ার ইনস্ট্রাক্টর (ইঞ্জিনিয়ারিং) ২৫টি, সিনিয়র ইনস্ট্রাক্টর (নন ইঞ্জিনিয়ারিং) ১৭টি, স্টোর কিপার ৪টি এবং ড্রাইভারের ৬টি পদ। পর্যটনমন্ত্রী জানান, ৬০৬৭টি স্পেশাল এগজিকিউটিভ পদে লোক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। স্পেশাল এগজিকিউটিভ পদের জন্য সাম্মানিক ১১ হাজার টাকা ধার্য্য ছিল। আজ মন্ত্রিসভার বৈঠকে এই পদের সাম্মানিক বাড়িয়ে ১৩ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

0000

শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের সঠিক মূল্যাবোধে সমৃদ্ধ হওয়ার শিক্ষা নিতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের প্রকৃত সময় হচ্ছে ছাত্রজীবন। এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকাও অপরিসীম। আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি’র নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা একথা বলেন। এ উপলক্ষ্যে ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী রক্তদাতাদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিষ্ঠানটি পূর্বে পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে পরিচিত ছিল। কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের আর্থিক সহায়তায় পর্যায়ক্রমে টিআইটি’র অডিটোরিয়াম ও পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে। যেকোনও শিক্ষা প্রতিষ্ঠানে অডিটোরিয়াম বিভিন্ন অনুষ্ঠান ও শিক্ষার্থীদের পারফরম্যান্স করার ক্ষেত্রে একটি সহায়ক মঞ্চ হিসেবে কাজ করে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় সময় বলেন, যাদের কাছে জ্ঞান থাকবে পুরো পৃথিবী তাদের হাতের মুঠোয় থাকবে। দেশের বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী সরাসরি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন। তাদের মতামতকে অগ্রাধিকার দেবার চেষ্টা করেন। দেশকে উন্নয়নের দিশায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের বিভিন্ন পরামর্শ দেওয়ার আহ্বান জানান। তরুণ প্রজন্যকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজোর ১৯টি আইটিআই’র আধুনিকীকরণ ও আপগ্রেডশনের লক্ষ্যে রাজ্য সরকার ইতিমধ্যেই টাটা টেকনোলজিস লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে রাজ্যে বিনিয়োগের পাশাপাশি উন্নতমানের প্রশিক্ষনের মাধ্যমে আইটিআই থেকে পাশ করা শিক্ষার্থীদের কর্মসংস্থানও আগামীদিনে বৃদ্ধি পাবে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে শান্তির পরিবেশ আছে বলেই বিনিয়োগকারীরা রাজ্যে বিনিয়োগে আকৃষ্ট হচ্ছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজির (টিআইটি)-এর শ্রীবৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি (টিআইটি)’র সম্পর্কে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটির পরিকাঠামো জাতীয় স্তরের পরিকাঠামো সমতুল্য। প্রতিষ্ঠানের ড্রোন টেকনোলজি সেন্টারটিকে আরও উন্নত করার উপরও তিনি গুরুত্ব-আরোপ করেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক নয়ন সরকার, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয় কুমার উপাধ্যায়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ ইনস্টিটিউটের ‘মনন’ নামক প্রচার পুস্তিকার আবরণ উন্মোচন করেন। এছাড়াও অনুষ্ঠানে এআইসিটিই আইডিয়া ল্যাবে টিআইটি’র শিক্ষার্থীদের তৈরী স্মারক মুখ্যমন্ত্রী সহ অতিথিদের হাতে তুলে দেওয়া হয়।

news default thumb

চেন্নাইয়ের অ্যাপেলো হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল। শুধু গাফিলতিই নয়, অ্যাপেলো হাসপাতাল কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করল ভোক্তা আদালত। রাজ্যে চিকিৎসায় উন্নত পরিষেবা থাকা সত্ত্বেও অনেকেই চেন্নাই এর এপোলোতে ছুটে যান চিকিৎসা পরিষেবা নিতে। চেন্নাইয়ের অ্যাপেলোর উপর অগাধ বিশ্বাস অধিকাংশ মানুষের। অথচ রাজ্যে ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন সরকার স্বাস্থ্য হাব করার উদ্যোগ নিয়েছে। জিবি হাসপাতালের পরিকাঠামো উন্নত করা হচ্ছে। তারপরেও মানুষের আস্থা বা বিশ্বাস নেই একাংশ চিকিৎসকদের উপর। ফলে এই রাজ্যের চিকিৎসা পরিষেবা নেওয়ার পরেও একাংশ মানুষ ছুটে যান চেন্নাইয়ের এপেলোতে অ্যাপেলোর চিকিৎসকদের পরামর্শকে বেদবাক্য বলে মেনে নেন তারা। আর এই এপেলো হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠলো। আগরতলার শহরদক্ষিনাঞ্চলের বাধারঘাটের মাতৃপল্লির বাসিন্দা শ্রীমতী দুলুরানী সাহা। স্বামী মৃত যতীন্দ্র চন্দ্র সাহা।২০০৭ সালের ১১জানুয়ারি গলব্লাডার অপারেশন করার জন্য চেন্নাই এর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন দুলুরানি।বর্তমানে তার বয়স ৮০ পেরিয়ে গেছে। সে বছর অর্থাৎ ২০০৭ সালের ১২ই জানুয়ারি সার্জন টি. পৃথ্বী রাজ, অ্যাপোলো হাসপাতালে ওই মহিলার গল ব্লাডার অপারেশন করেন। সে বছরের ২১ জানুয়ারি হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর আগরতলায় ফিরে আসেন তিনি । চিকিৎসা খরচ বাবদ ৭৬,৯৩০ টাকা অ্যাপোলো হাসপাতালকে মিটিয়ে দিতে হয়। গত ২০০৭ সালের ৪ মে দুলু রানি সাহা পুনরায় প্রচন্ড পেট ব্যথায় কষ্ট পেতে থাকেন। তিনি বুঝতে পারছেন না চেন্নাই থেকে অপারেশন করে আসার পর কেন ফের পেট ব্যাথা।

আগরতলায় বিশিষ্ট শল্য চিকিৎসক বি. চৌধুরীর কাছে ছুটে যান তিনি। প্রাথমিক ভাবে চিকিৎসিত হন। পরে ২০০৭ সালের ১৯ নভেম্বর শ্রীমতী সাহাকে কলকাতার আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শল্য চিকিৎসক ডাক্তার সমরেশ ব্যানার্জী পুনরায় আল্ট্রা সোনোগ্রাফি সহ বিভিন্ন রকম ক্লিনিক্যাল পরীক্ষা করার পর শ্রীমতী সাহার পেটে ফের অপারেশন করা হবে জানিয়ে দেন। অপারেশন করতে গিয়ে ডাক্তারবাবুদের চক্ষু চড়কগাছ। শ্রীমতী সাহার পেটের ভেতর থেকে অ্যাপোলো হাসপাতালের লোগো এবং নম্বর সহ একটি তোয়ালে বের করা হয়। অ্যাপোলো হাসপাতালের পরিষেবার গাফিলতি এতেই প্রমানিত। শ্রীমতী সাহা দীর্ঘ ১ বৎসর ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। পরে অ্যাপোলো হাসপাতালের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ চেয়ে ২০০৮ সালের ৫ নভেম্বর একটি উকিল নোটিশ দেওয়া হয়। অ্যাপোলো হাসপাতাল থেকে কোনো সদুত্তর না পেয়ে রোগীর পরিবার আগরতলার ভোক্তা সুরক্ষা আদালতে ২০০৯সালে মামলা দায়ের করেন। আবেদনকারিণী মোট ৭,৬২,২৪০ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দাখিল করেন। কিন্তু আগরতলা ভোক্তা সুরক্ষা আদালতের এক্তিয়ার বহির্ভূত হওয়ার কারনে মামলাটি প্রত্যাহার করতে বাধ্য হন দুলু রানির পরিবার। অবশেষে চেন্নাই এর তিরুভাল্লুরের District Consumer Disputes Redressal Commission, এ মামলাটি পুনরায় ২০১০ সালের ৫ জানুয়ারী দায়ের করা হয়। মামলাটির নম্বর আরবিটি/সিসিনম্বর 39/2010। সুদীর্ঘ ১৬ বৎসর লড়াই এর পর ভোক্তা সুরক্ষা সংরক্ষণ আদালত অ্যাপোলো হাসপাতালকে দোষী সাব্যস্ত করে। আবেদনকারিণী মানসিক অবসাদ, আর্থিক সংকট ও শারিরীক যন্ত্রণায় ভোগার জন্য ও চিকিৎসার গাফিলতির জন্য চলতি বছরের ২১ মে মোট ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।

বলা হয়, রায়ের কপি পাওয়ার ৬ সপ্তাহের ভেতর আবেদনকারীকে প্রদান করতে হবে। অন্যথায় বিলম্বিত প্রদানের জন্য উক্ত ক্ষতিপূরণের টাকার ওপর অতিরিক্ত বাৎসরিক ৯শতাংশ হারে সুদ হিসাবে দিতে হবে। সম্প্রতি ঋতিপূরণের টাকা আবেদনকারিণীকে প্রদান করা হয়েছে। বর্তমানে আবেদনকারিণীর বয়স ৮০ বছর। ভোক্তা সুরক্ষা সংরক্ষণ আদালতে মামলাটি পরিচালনা করেন এডভোকেট প্রশান্ত কুমার পাল, শ্রীমতী কে.এলাস জি, চামকি রাজ (চেন্নাই), মিস্টার মিহির কান্তি রায়, এবং মিস্টার সুবীর বৈদ্য সহ অন্যান্য আইনজীবীরা।

শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর!

বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে খুব সহসাই রাজ্যে আসবে রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটি টিম। আর জনজাতি অংশের জনগণের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক উত্থানে কাজ করছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যের ঐক্য, সংহতি রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সোমবার এডিসির সদর কার্যালয় খুমুলুঙে আয়োজিত জনজাতি একতা সন্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। ভারতীয় জনতা পার্টির মান্দাই ও টাকারজলা মন্ডলের যৌথ উদ্যোগে এই একতা সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, সম্প্রতি আমি মুম্বাই গিয়ে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানির সাথে দেখা করেছি, ত্রিপুরায় আসার জন্য অনুরোধ জানিয়েছি। কারণ আমাদের রাজ্যে পর্যটন শিল্প এবং বাঁশ ভিত্তিক শিল্প সহ প্রচুর সম্ভাবনা রয়েছে। আমি তাঁর সাথে প্রায় ৪৫ মিনিট আলোচনা করেছি। তিনি আমাকে আশ্বস্ত করেন যে খুব শীঘ্রই একটি টিম রাজ্য সফরে আসবে। এছাড়াও আমরা রাজ্যের আইটিআইগুলিকে আপগ্রেড করার জন্য টাটা গ্রুপের সাথে একটি মৌ স্বাক্ষর করেছি। এই আইটিআইগুলি বছরের পর বছর ধরে অবহেলিত ছিল। কিন্তু এখন টাটা গ্রুপ এসকল শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকীকরণের জন্য প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে।

মুখ্যমন্ত্রী বলেন, আজকের সম্মেলনে বিপুল সংখ্যায় মানুষের উপস্থিতি দেখে তিনি আপ্লুত, অভিভূত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর আস্থা রয়েছে মানুষের। আগে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের চারদিকে শুধু উগ্রবাদ ছিল। তারা মূলস্রোত থেকে চলে গিয়ে অন্যদিকে ধাবিত হয়েছে। এতে নিজেদের জীবন যেমন নষ্ট হয়েছে তেমনি পরিবারের জীবনও নষ্ট হয়েছে। সেই সঙ্গে গোটা অঞ্চলের ক্ষতি হয়েছে। সেই জায়গায় ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের পর ধীরে ধীরে উত্তর পূর্বাঞ্চলের পরিবর্তন হয়েছে। শান্তি শৃঙ্খলা সম্প্রীতি ছাড়া কোনকিছু সম্ভব নয়। আর সেটা প্রধানমন্ত্রী বুঝেছেন। এজন্য অ্যাক্ট ইস্ট পলিসি চালু করেছেন তিনি। প্রায় ১১/১২টির মতো চুক্তি হয়েছে এই অঞ্চলে। ২০২৪ এর ৪ সেপ্টেম্বর দিল্লিতে এটিটিএফ ও এনএলএফটির সঙ্গে অনুষ্ঠিত চুক্তির সময়ে আমি সহ কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহও ছিলেন। আর প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে সেখানে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এরমধ্য দিয়ে ত্রিপুরা এখন সন্ত্রাসবাদ মুক্ত রাজ্যে পরিণত হয়েছে। সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের হিরা মডেল দিয়েছেন। এবার কেন্দ্রীয় সরকার চুরাইবাড়ি থেকে চন্দ্রপুর পর্যন্ত চার লেনের জাতীয় সড়কের জন্য মঞ্জুরি দিয়েছে। সারা দেশের মধ্যে অন্যতম শক্তিশালী ইন্টারনেট ব্যবস্থা প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন। এখন ত্রিপুরা থেকে অত্যাধুনিক মানের এক্সপ্রেস ট্রেন পরিষেবা পাওয়া যায়। এয়ারওয়েজের ক্ষেত্রেও প্রভূত উন্নতি হয়েছে রাজ্যে। এসবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর হিরা মডেলের জন্য। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে সিঙ্গারবিল এয়ারপোর্ট তৈরি করেছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। এতদিন তাঁকে সম্মান দেওয়ার কোন উদ্যোগ নেওয়া হয়নি। আগের সরকার কোন ব্যবস্থা নেয়নি। আমাদের সরকার আসার পর আধুনিক ত্রিপুরার রূপকার হিসেবে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে এয়ারপোর্টের নামকরণ করা হয়েছে। এছাড়া ১৯ আগস্ট মহারাজার জন্মদিনকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী ডাঃ সাহা আরো বলেন, এডিসির নাম তিপ্রা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে দিল্লিতে পাঠানো হয়েছে। এর পাশাপাশি ১৯টি জনজাতি গোষ্ঠীর পক্ষ থেকে এডিসিতে যাতে প্রতিনিধিত্ব করতে পারেন এজন্য এডিসির আসন সংখ্যা ২৮টি থেকে বেরিয়ে ৫০টি করতে রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্তক্রমে দিল্লিতে পাঠানো হয়েছে। জনজাতি অধ্যুষিত ১২টি ব্লককে এসপিরেশন্যাল ব্লক হিসেবে ঘোষণা করা হয়েছে। এরমানে এসব এলাকার উন্নয়নে বাজেটের ৮/১০ শতাংশ অধিক বরাদ্দ ব্যয় করা হয়। ব্রু রিয়াং শরনার্থীদের দীর্ঘ ২৩ বছরের সমস্যা সমাধান করার জন্য শুধু কুম্ভীরাশ্রু আমরা দেখেছি। কিন্তু কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ বলেছেন তারাও তো আমাদেরই লোক। তাই তাদের জন্য কিছু করতে হবে। এরপর ২০২০ সালের ১৬ জানুয়ারি ভারত সরকার, ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার ও ব্রু শরনার্থীদের মধ্যে একটা ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। বিভিন্ন জায়গায় তাদের পুনর্বাসন দেওয়া হয়েছে এবং তাদের জন্য ৫০০ কোটি টাকার অধিক রাখা হয়েছে। এর নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এর নাম হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গৃহমন্ত্রী অমিত শাহ।

মুখ্যমন্ত্রী বলেন, ২০১৯ সাল থেকে পরপর ৭ জনকে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে। তাঁরা সকলেই জনজাতি সম্প্রদায়ের। কারণ ভারতীয় জনতা পার্টি সম্মান দিতে জানে। ত্রিপুরার মতো ছোট রাজ্য থেকে নিয়ে তেলেঙ্গানা রাজ্যের মতো বড় রাজ্যে রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে রাজ পরিবারের যিষ্ণু দেববর্মাকে। আর সেটা একমাত্র সম্ভব হয়েছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএ সরকারের কারণে। রাজ্যের জনজাতিদের ককবরক ভাষাকে মর্যাদা দেওয়ার লক্ষ্যে বড়মুড়া পাহাড়ের নাম হাথাইকথর রেখেছি আমরা। এরআগে ৩৫ বছরে কেউ রাখে নি। আমরা কংগ্রেসকে দেখেছি, সিপিএমকে দেখেছি। জনজাতিদের যত দাবিয়ে রাখা যায়, অসম্মান করা যায় সেটা করেছে তারা। কিন্তু ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার জনজাতিদের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করছে। এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতি ত্রিপুরা, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, এডিসি সদস্য বিদ্যুৎ দেববর্মা, এডিসি সদস্য সঞ্জীব রিয়াং সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।