৩১ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে অংশ নিতে যাচ্ছে ত্রিপুরা রাজ্য!
৩১ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস এবার অনুষ্ঠিত হতে চলেছে মধ্য প্রদেশের ভূপাল শহরে। তিন জানুয়ারী থেকে ছয় জানুয়ারী পর্যন্ত চলবে শিশু বিজ্ঞান কংগ্রেস। এটি ভারত সরকারের একটি সর্ববৃহৎ শিশুদের বিজ্ঞান মঞ্চ, যেখানে সব কয়টা রাজ্যের মেধাবী ও বিজ্ঞান মনস্ক শিশুরা অংশ গ্রহণের সুযোগ পায়। ১০ থেকে ১৭ বছর বয়সী শিশুরা মহকুমা ও রাজ্যস্তর পেরিয়ে রাজ্য স্তরের জন্য নির্বাচিত হয়।শিশুরা তাদের নির্বাচিত উদ্ভাবনী প্রকল্প নিয়ে তার বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান, বিশ্লেষ, ফলাফল ও তার প্রতিরোধ নিয়ে গবেষণা করে বিচারকদের সামনে উপস্থাপন করে।প্রতি বছরের ন্যায় এবারো রাজ্য থেকে ১০ জন ছাত্রছাত্রী ভূপাল রওনা হচ্ছে আগামী ২৯ ডিসেম্বর। ত্রিপুরা রাজ্যের এই অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে আছে ত্রিপুরা সায়েন্স ফোরাম। সংস্থার প্রধান উপদেষ্টা এবং সভাপতি হিসেবে আছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক জ্যোতি প্রকাশ রায় চৌধুরী। দলের সাথে যাচ্ছেন রাজ্যের প্রধান কোর্ডিনেটর ও সংস্থার সচিব পান্না চক্রবর্তী, একাডেমিক কোর্ডিনাটর হিসেবে আছেন রামধন দেব ।