হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে লংতরাই গুড়া মশালা ব্র্যান্ডের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা!
হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত ৩৫তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা-তে লংতরাই গুড়া মশালার উদ্যোগে এক বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিল্প-সংস্কৃতির বিকাশ এবং শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা উন্মোচনের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় বিপুল সংখ্যক প্রতিযোগী অংশ নেয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বয়সভিত্তিক পাঁচটি বিভাগে (ক, খ, গ, ঘ, ঙ) ভাগ করা হয়। বালক ও বালিকা উভয় বিভাগ মিলিয়ে মোট ৮০০ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয় সকাল ১০টায়, এবং প্রতিযোগিতা শুরু হয় সকাল ১১টায়।
প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন লংতরাই ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ। তিনি বলেন, “লংতরাই শুধুমাত্র একটি ব্র্যান্ড নয়, এটি শিল্প ও সংস্কৃতির প্রসারেও কাজ করে। শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশের সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমরা এমন আয়োজন চালিয়ে যাবো।”
প্রতিযোগীরা তাদের ক্যানভাসে সৃজনশীল চিন্তাভাবনার প্রতিফলন ঘটিয়ে মুগ্ধ করেছে বিচারকদের। প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলীর রায়ে প্রত্যেক বিভাগ থেকে বিজয়ীদের নির্বাচন করা হয় এবং তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এই আয়োজন আগরতলার শিল্প-সংস্কৃতি অনুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। ব্র্যান্ডের এই মহতী উদ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও তাঁরা এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশে উৎসাহিত করবেন। ৩৫তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলায় লংতরাই ব্র্যান্ডের এই আয়োজন শিল্পপ্রেমী শিশু-কিশোরদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকলো।