লংতরাই ‘দীপা কর্মকারকে’ তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত করল।
লংতরাই ব্র্যান্ডের সাথে নিজেকে জড়িয়ে নিল রাজ্যের স্নেহধন্যা কন্যা দীপা কর্মকার; ত্রিপুরার বুকে জন্ম নেওয়া এক প্রতিভা, যার অধ্যবসায়, স্বপ্নপূরণের ইচ্ছা, এবং নিরলস প্রচেষ্টা ত্রিপুরাকে এনে দিয়েছে আন্তর্জাতিক গৌরব।
তিনি ছোট্ট ত্রিপুরা থেকে উঠে এসে বিশ্ব মঞ্চে ভারতের হয়ে পদক জয় করেছেন। লংতরাই ব্র্যান্ড আজ ওনাকে লংতরাই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে মনোনীত করে তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বরণ করে নিয়েছে।। লংতরাই, ত্রিপুরা থেকে যাত্রা শুরু করে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যে এগিয়ে চলেছে, একেবারে দীপার যাত্রাপথের প্রতিচ্ছবি। ত্রিপুরার মাটির গুণমান আর ঐতিহ্য ধারণ করে, লংতরাই আজ এক বিশ্বাসযোগ্য ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এই শুভ মুহূর্তটি ঐতিহাসিকভাবে নথিভুক্ত করতে লংতরাই শুক্রবার দুপুর একটায় আগরতলা প্রেস ক্লাবে একটি প্রেস মিটের আয়োজন করে যেখানে স্বশরিরে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমনাস্ট পদ্মশ্রী শ্রীমতী দীপা কর্মকার এবং উপস্থিত ছিলেন ওনার শিক্ষাগুরু, দ্রোণাচার্য সম্মানপ্রাপ্ত প্রশিক্ষক শ্রী বিশ্বেশ্বর নন্দী। উপস্থিত ছিলেন লংতরাইয়ের কর্ণধার এবং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শ্রী রতন দেবনাথ, এবং জেনারেল ম্যানেজার শ্রী সুব্রত দেবনাথ সহ কম্পানির অন্যান্য ব্যাক্তিত্বরা।