Agartala Railway Station

রেল স্টেশন এখন নিশীকুটুম্বের আস্তানা

আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত চারটি রেল স্টেশনে এখনো টিকিট কাউন্টার খোলা হয়নি। রেল মন্ত্রকের এই গাফিলতির কারনে সংশ্লিষ্ট স্টেশন গুলোর উপর নির্ভরশীল যাত্রীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। মুংগিয়াকামি , জওহর নগর, এস কে পাড়া ও নালকাটা – এই স্টেশনগুলোতে টিকিট কাউন্টার খোলার দাবী দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে স্থানীয় মানুষজন। জনপ্রতিনিধিরাও অনেকে বিষয়টা সম্পর্কে অবগত আছেন। কিন্তু কেউ কোন উদ্যোগ নিচ্ছেননা। ফলে ভবিষ্যতে কোন দিন এসমস্ত স্টেশন গুলোতে টিকিট কাউন্টার খোলা হবে কিনা অনিশ্চিত। প্রথমত , টিকিট কাউন্টার না থাকায় সংশ্লিষ্ট স্টেশনের যাত্রীরা ইচ্ছা না থাকলেও টিকিট ছাড়াই রেল চলতে হয়। তখন রেলের টি টি র সাথে প্রায়ই বাক বিতন্ডা হয় সংশ্লিষ্ট যাত্রী সাধারণের। প্রায় এই স্টেশনের যাত্রীদের অস্বস্তিতে পড়তে হয়। কিন্তু রেল কতৃপক্ষের কোন সাড়া শব্দ নেই। ধর্মনগর, আগরতলা রেল চালু হওয়ার সময়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই চারটি স্টেশনেই স্টেশন বিল্ডিং নির্মান করা হয়। কিন্তু স্টেশন চালু না হওয়ায় নালাকাটা এবং এস কে পাড়ার মত স্টেশন পরিত্যাক্ত বাড়িতে পরিনত হয়েছে।সন্ধ্যার অন্ধকার নামলেই নীশিকুটুম্বদের দখলে চলে যায় স্টেশন গুলো। অথচ বিশাল সংখ্যাক যাত্রীরা এসব স্টেশন গুলোর উপর নির্ভরশীল। রেল কতৃপক্ষের ভুমিকায় তারা অসন্তুষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *