রাজ্য সরকারের এক অভিনব প্রয়াস!
রাজ্য সরকারের খাদ্য, ভোক্তা বিষয়ক, পরিবহন ও উচ্চ শিক্ষা দপ্তর; যৌথভাবে সড়ক নিরাপত্তা, ভোক্তা সুরক্ষা ও ড্রাগসের বিরুদ্ধে ছাত্র ছাত্রী দের সচেতনতা তৈরিতে ‘জাগৃতি’ নামে এক অভিনব কর্মসূচী হাতে নিয়েছে । আজ মহাকরনে এক সাংবাদিক সম্মেলনে পরিবহন ও খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানিয়েছেন। তিনি বলেন, এখন থেকে প্রতিবছর জানুয়ারী ও ফেব্রয়ারী মাসে এই জাগৃতি কর্মসূচী পালন করা হবে। তিনি বলেন, রাজ্যের প্রতিটি ডিগ্রি কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক কলেজ ও আটিআই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ভোক্তা সুরক্ষা, সড়ক নিরাপত্তা ও ড্রাগসের বিরুদ্ধে সচেতনতা মুলক ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে । আগামী ১১ ই জানুয়ারী উদয়পুরে – গোমতী জেলা, দক্ষিণ জেলা ও সিপাহীজলা জেলার বিশ্ববিদ্যালয় ও কলেজসমুহের নির্বাচিত ছাত্র ছাত্রীদের নিয়ে, ১৮ ই জানুয়ারী কুমারঘাটে – উত্তর ত্রিপুরা, উনকোটি ও ধলাইজেলার বিশ্ববিদ্যালয় ও কলেজসমুহের নির্বাচিত ছাত্র ছাত্রীদের নিয়ে এবং ২৭ শে জানুয়ারী আগরতলায় পশ্চিম ত্রিপুরা ও খোয়াই জেলার বিশ্ববিদ্যালয় ও কলেজসমুহের নির্বাচিত ছাত্র ছাত্রীদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। চুড়ান্ত পর্বের ক্যুইজ প্রতিযোগিতা হবে আগামী ৮ ই ফেব্রুয়ারী আগরতলায়। খাদ্য ও পরিবহন মন্ত্রী বলেন, পরবর্তী সময়ে স্কুলস্তরেও এই সচেতনতামুলক কর্মসূচী সম্প্রসারনের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। পরিবহন মন্ত্রী জানান, পরিবহন ও ট্রাফিক বিভাগের উদ্যোগের ফলে ২০২৩ সালের তুলনায় গত বছর রাজ্যে সড়ক দূর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ১৩ শতাংশ কমে হয়েছে ২২৬। এর আগের বছরে এই সংখ্যা ছিল ২৬১। সাংবাদিক সম্মেলনে পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী, খাদ্য অধিকর্তা সুমিত লোধ, স্কুল অব সায়েন্সের কর্নধার অভিজিৎ ভট্টাচার্য, ত্রিপুরা ইনফো ডট কম- এর কর্ণধার জয়ন্ত দেবনাথ উপস্থিত ছিলেন।