রাজ্যে পরিবর্তন হলো মুখ্য তথ্য কমিশনারের মুখ!
রাজ্যের নতুন মুখ্য তথ্য কমিশনার হিসেবে শপথ নিলেন অবসরপ্রাপ্ত আই এফ এস অফিসার বিনয় শংকর মিশ্র। রাজভবনে আজ সকালে এক অনুষ্ঠানে নতুন মুখ্য তথ্য কমিশনারকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। রাজ্যপালের অফিস কক্ষে আয়োজিত এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যপালের সচিব ইউ কে চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমারসহ অন্যান্য আধিকারিকরা। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রশাসনিক সংস্কার বিভাগের সচিব অনিন্দ্য ভট্টাচার্য। শেষে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু নতুন মুখ্য তথ্য কমিশনার বিনয় শংকর মিশ্রকে করমর্দন করে শুভেচ্ছা জানান।