মেজাজ

মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী!

মেজাজ হারিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য!

মেজাজ হারিয়ে হঠাৎ উত্তেজিত হয়েপড়েন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা! সরাসরি আক্রমণ করেন সুদীপ রায় বর্মনকে।আগরতলার শান্তিপাড়া ক্লাবের প্রসঙ্গে উত্তপ্ত হয় বিধানসভা। দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা নিয়ে যাবতীয় অভিযোগ-পাল্টা অভিযোগ করা হয় বিধানসভার অধিবেশনে।

কংগ্রেস-জোট আমলের শাসনকালের কথা উল্লেখ না করলেও; মুখ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনদের বুঝিয়ে দিয়েছেন, জিবি বাজার থেকে শুরু করে সব ধরনের ঘটনা তার স্মৃতিতে রয়েছে। বিরোধী বিধায়ক সুদীপ রায় বর্মনকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, তারা কি কি করেছেন সবকিছুই জানা আছে তাঁর। সে সময় রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন না তিনি। তবে সেই সময়ের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন রাজনীতিতে না থাকলেও সব খবর রয়েছে তাঁর কাছে। “শান্তিপাড়ায় মাফিয়া দৌরত্মে, দোকান খুলতে পারছেন না ব্যবসায়ী” বলে রেফারেন্স পিরিয়ডে তোলা একটি আলোচনায় অংশ নিতে গিয়ে, মেজাজ হারিয়ে এইধরনের উক্তি করেন মুখ্যমন্ত্রী। “শান্তিপারায়, মাফিয়া দৌরত্মে দোকান করতে পারছেন না উত্তম বণিক” বলে যে অভিযোগ; সেই ব্যবসায়ী উত্তম বণিকের বিরুদ্ধে উল্টো থানায় মামলা করা হয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন বিষয়টি নিয়ে মামলা এবং পাল্টা মামলা দায়ের হয়েছে। পুলিশ দুটি মামলার তদন্ত করছে। শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থা ক্লাবের কিছু বিরোধী সদস্য, নিজেদের স্বার্থে ব্যবসাযী উত্তম বণিককে দিয়ে মিডিয়ার সামনে নাটকটি মঞ্চস্থ করেছেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন।

ব্যবসায়ী; তদন্তকারী পুলিশকে জানিয়েছেন, বিষয়টি ক্লাবের সদস্যের সাথে বোঝাপড়ার মাধ্যমে নিরসন করা হয়েছে। যদিও, মুখ্যমন্ত্রীর বক্তব্যে সন্তুষ্ট হতে দেখা যায়নি বিরোধীদের। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেছেন, মুখ্যমন্ত্রীর এ ধরনের বক্তব্যে  উৎসাহিত হবে তারা, যারা এই কাজটি করেছে । মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।