মহাকুম্ভে

মহাকুম্ভে মুখ্যমন্ত্রী!

মহাকুম্ভে পুণ্যস্নান করে ত্রিপুরার শান্তি ও সমৃদ্ধি কামনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর!

 

প্রয়াগরাজ, উত্তরপ্রদেশের  ত্রিবেণী সঙ্গমের মহাকুম্ভে পবিত্র স্নান করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। আধ্যাত্মিক ও ভাবগম্ভীর পরিবেশে নিমগ্ন হয়ে ত্রিপুরা রাজ্যের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন তিনি। মহাকুম্ভে অংশগ্রহণের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা লেখেন, “মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজ তীর্থে পৌঁছে পবিত্র ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নানে সামিল হয়ে এক অদ্ভুত আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেছি। ত্রিপুরার মানুষের মঙ্গল, অগ্রগতি ও সুস্বাস্থ্যের জন্য গঙ্গা মায়ের কাছে প্রার্থনা করেছি।”

সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী জানান, অনেকদিন ধরেই মহাকুম্ভে পূণ্যস্নান করার ইচ্ছা ছিল, যা অবশেষে পূর্ণ হলো। তিনি বলেন, “ত্রিপুরাবাসীর সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছি। রাজ্য যাতে আরো উন্নতি করে এবং ‘এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়ে ওঠে, সেই কামনা করেছি।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ গড়ার স্বপ্ন দেখিয়েছেন, সেই লক্ষ্যেই আমরা ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।”

মহাকুম্ভের সুশৃঙ্খল ও সুষ্ঠু ব্যবস্থাপনার প্রশংসা করে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়ে বলেন, “যেভাবে এত বড় আয়োজনকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হয়েছে, তা প্রশংসার যোগ্য।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। যেখানে ভারতীয় জনতা পার্টির শাসন রয়েছে, সেখানেই ডাবল ইঞ্জিন সরকারের সুফল পাওয়া যাচ্ছে।”

দেশের রাজনীতির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “দিল্লিতে ২৭ বছর পর বিজেপি সরকার আসতে চলেছে। কংগ্রেস শূন্য পেয়েছে, কমিউনিস্টরা নোটার সমান এবং আপ সম্পূর্ণ ব্যর্থ। দুর্নীতির মাধ্যমে কেউ সফল হতে পারে না। স্বচ্ছ প্রশাসন কিভাবে চালাতে হয়, তা প্রধানমন্ত্রীর কাছ থেকে শিখতে হবে।” মহাকুম্ভের পুণ্যস্নান ও আধ্যাত্মিক পরিবেশের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ত্রিপুরা রাজ্যের উন্নতি ও অগ্রগতির জন্য প্রার্থনা করে তার পুণ্যস্নান সম্পন্ন করেন।