বাংলাদেশ থেকে আগত ভারতীয়কে গুলি বিএসএফের!
ভারত-বাংলাদেশ সীমান্তের পুটিয়া এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় ১৫১ নম্বর গেট সংলগ্ন এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর আহত হলেন রনি আহমেদ নামে এক যুবক। জানা গেছে, তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ তাকে পাচারকারী সন্দেহে গুলি চালায়। এই মর্মান্তিক ঘটনা ঘটে তার স্ত্রীর সামনেই।
আহত রনি আহমেদের বাড়ি পুটিয়া ২ নম্বর ওয়ার্ডে। কয়েকদিন আগে তিনি অবৈধভাবে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় চোরাপথে ফিরে আসার সময় ভারতীয় সীমান্তে বিএসএফের নজরে পড়েন। বিএসএফ তাকে চোরাচালানের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করে গুলি চালায় এবং ঐ গুলি তার গলায় লাগে, সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন বলে খবর।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ছুটে আসেন। পরে বিএসএফ আহত রনিকে উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয়। তার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় চিকিৎসকেরা তাকে আগরতলার জিবি পন্থ (জিবিপি) হাসপাতালের ট্রমা সেন্টারে স্থানান্তর করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে।