প্রজাতন্ত্র দিবসের প্রাক মুহূর্তে সন্দেহ ভাজন বিদেশি গ্রেপ্তার!
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে উদয়পুর রেল স্টেশনে আটক এক সন্দেহ ভাজন নাইজেরিয়ান নাগরিক! সে দিল্লি থেকে আগরতলা হয়ে সাব্রুম যাচ্ছিল। উদয়পুর জিআরপি পুলিশ রেল স্টেশনে থেকে শুক্রবার রাত নয়টা নাগাদ তাকে আটক করে। তার কাছে প্রাপ্ত নথিপত্র থেকে দেখা গেছে তার নাম ওনিগুছ ক্যানেট। সে নাইজেরিয়ার লাগোস থেকে এসেছে। খবর পেয়ে আরকেপুর থানার ওসি বাবুল দাস এবং পরে এসডিপিও নির্মাণ দাস উদয়পুর রেল স্টেশনে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করলে ওই ব্যাক্তি তার মোবাইলে থাকা ছবিতে ভিসা ও পাসপোর্ট দেখাতে সক্ষম হয়। কিন্তু ভারতীয় পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী সঙ্গে অরজিনাল পাসপোর্ট থাকার কথা; কিন্তু সে তা পুলিশকে দেখাতে পারেনি। তার কাছে থেকে ১২৬৭৫ টাকা, তিনটি মোবাইল ফোন এবং একটি ডিকশনারি পাওয়া গেছে। একটি ব্যাগ থেকে ড্রাই ফ্রুটস, ড্রাই ফিস এবং কিছু কাপড় পাওয়া গেছে। তবে লোকটি জানিয়েছে নাইজেরিয়াতে যে অশান্তি চলছে তার কারণে সে গত ২০২৪ সালের এপ্রিল মাসে ভারতে চলে এসেছে। কিন্তু শুক্রবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে দিল্লির আনন্দ বিহার থেকে আগরতলা হয়ে সাব্রুমের দিকে কেন যাচ্ছিল এর কোন সদুত্তর সে দিতে পারেনি। পুলিশ জানিয়েছে সম্ভবত সে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যেই সাব্রুম যাওয়ার পরিকল্পনা করে। সে আবার জানায় সাব্রুম তার বোন থাকে। মূলত সে ত্রিপুরায় কেন এসেছে তা বলছে না। পুলিশ সুপার নির্মাণ দাস জানান ক্রিমিনাল কন্সপিরেসি এবং পাসপোর্ট এক্ট অফ ইন্ডিয়া অনুসারে একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা গ্রহণ করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগরতলা শহরের বিভিন্ন বাজারে, পশ্চিম জেলা পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চালানো হয়। প্রথমে বটতলা বাজারের অবৈধ মদের ঠেক গুলিতে হানা দিয়ে এগুলিকে গুঁড়িয়ে দেয় পুলিশ এবং একজনকে গ্রেফতার করে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরন কুমার জানান প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা কঠোর ও জোরদার করা হয়েছে। পুলিশ নাকা চেকিং করছে যেন কোন ধরনের অপৃত্তিকর ঘটনা না ঘটে।