প্রকাশ কারাতকে চোখের ছানি অপারেশনের পরামর্শ ত্রিপুরার ডাক্তার মুখ্যমন্ত্রী!
মানুষকে বিভ্রান্ত করার জন্য মাস্টারপিস CPIM। তাদের চোখে কখনো উন্নয়ন ধরা পড়ে না। বুধবার সিপিএমের জনসভা থেকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এক্ষেত্রে সিপিএমের সর্বভারতীয় নেতা প্রকাশ কারাতেরও তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর চোখের ছানির অপারেশন করারও পরামর্শ দেন তিনি।
সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান, উনাদের চোখে ছানি পড়েছে। চোখের ছানির অপারেশন করাতে হবে। উন্নতি কোথায় দেখবেন তারা? প্রকাশ কারাতের উদ্দেশ্যে তিনি বলেনঃ আগে তো সিঙ্গারবিল এয়ারপোর্টে নামতেন; এবার যেই এয়ারপোর্টে নামলেন, সেখানে কোন উন্নতি দেখেননি তিনি? আমরা যার নামে এয়ারপোর্টের নামকরণ করেছি; মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে তো ওরা সারা জীবনে সম্মানই দেয় নি। আর আমরা মহারাজের প্রতি সম্মান জানিয়ে তাঁর নামে এয়ারপোর্টের নামকরণ করেছি। এয়ারপোর্ট থেকে যে রাস্তা দিয়ে উনি নিজেদের পার্টির পতাকা উড়িয়ে এসেছেন সেই রাস্তার উন্নয়ন দেখেন নি উনি? ওরা উন্নয়ন দেখতে পান না, তাই সবসময় এমন কথা বলেন; আর মানুষকে বিভ্রান্ত করেন।
CPIM রাজ্য সম্মেলন থেকে উঠে আসা বক্তব্য “বিজেপি দেশকে আরো পেছনে নিয়ে যাচ্ছে” এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সংবাদ মাধ্যমকে বলেন, CPIM দেখতে পাচ্ছেন না যে অর্থনীতিতে ১১তম স্থান থেকে এখন পঞ্চম স্থানে চলে এসেছে দেশ, আর CPIM ৫০ বছর পিছিয়ে গিয়েছে। সংবিধানের উপর আঘাত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, UPA কিংবা কংগ্রেসের সময়ে তারা সংবিধানের উপর কতবার কুঠারাঘাত করেছেন, এসব কি ভুলে গেছেন তারা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে সংবিধানকে রক্ষা করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং সংবিধানকে রক্ষা করেছেন। আর তারা সংবিধানকে বিগড়ে দেওয়ার জন্য কাজ করেছেন।তাই প্রথমে সংবিধানের গুরুত্ব সম্পর্কে বুঝতে হবে। পশ্চিমবঙ্গে তারা কি অবস্থা করেছিল সেটা সবাই দেখেছে। এখন তারা “নোটার” চাইতেও কম ভোট পাচ্ছে। জনতা কেন তাদের প্রত্যাখ্যান করছে সেটা বুঝতে হবে। সব জায়গাতেই এখন হারের মুখ দেখতে হচ্ছে তাদের।