পুর নিগমের শারদ সম্মাননায় ৫টি ক্লাবকে পুরস্কৃত করা হবে
পুর নিগম শারদ সম্মাননা ২০২৪ এর পুরস্কার প্রদান করবে আগামী ১৬ই জানুয়ারী। সন্ধ্যা ৬ টায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে আয়োজিত হতে যাচ্ছে পুরস্কার প্রদান অনুষ্ঠান।
বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানার মেয়র দীপক মজুমদার,মেয়র ছাড়াও আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি মনিকা দাস দত্ত, এমআইসি মেম্বার রত্না দত্ত, এমআইসি নাম্বার বাপি দাস, এমআইসি মেম্বার প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা। প্রসঙ্গত ৩০ সে ডিসেম্বর এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত হওয়ায় এই অনুষ্ঠান বাতিল করা হয়। ৫টি ক্লাবকে সেরার সেরা পুরস্কার প্রদান করা হবে। ক্যাটাগরি গুলি হল; সেরা প্রতিমা, সেরা মন্ডপ ,সেরা আলোকসজ্জা, সেরা থিম, মহিলাদের দ্বারা আয়োজিত সেরা দুর্গাপুজা। সেরা প্রতিমা হিসেবে পুরস্কার পাচ্ছে ফ্লাওয়ার্স ক্লাব, সেরা মন্ডপ নেতাজি প্লে সেন্টার, সেরা আলোকসজ্জা এগিয়ে চলো সংঘ, সেরা থিম যুবসমাজ এবং মহিলাদের দ্বারা পরিচালিত পূজা হিসেবে পুরস্কার পাচ্ছেন রামনগরের মুক্তি সংঘ ক্লাব। এছাড়াও অন্যান্য ক্যাটাগরি মিলিয়ে মোট ২১ টি ক্লাবকে এদিন পুরস্কৃত করা হবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রসঙ্গত সেরা সেরা প্লাস্টিক ক্লাবকে ৫০ হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে। পাশাপাশি অন্যান্য জোনালের বিজয়ী ক্লাব গুলিকে ২৫ হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে।