পর্যটকদের আকর্ষণের জন্য সম্পূর্ণ প্রয়াস জারি আছে।
পর্যটকদের স্বার্থে কাজ করে যাচ্ছে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। বুধবার উজ্জয়ন্ত প্রাসাদ পরিসরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্যটকদের জন্য ১৬ আসনের ২ টি বাস ও ১০ টি প্যাডেল বোটের সূচনা করেছেন। এই প্যাডেল বোট গুলো রাজবাড়ী দীঘিতে চলবে। মন্ত্রী শ্রী চৌধুরী জানান, আগামী দুই বছরের মধ্যে রাজ্যের পর্যটনকে একটি বিশেষ উচ্চতায় নিয়ে যাওয়া হবে। সেই লক্ষ্য নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করছে। তিনি জানান, রাজ্য ও বহিরাজ্যের পর্যটকদের জন্য দুটি বাস কেনা হয়েছে। এই বাস দিয়ে রাজ্যের দর্শনীয় স্থানগুলি পরিদর্শন করানো হবে। তিনি আরও জানান, নীরমহল, নারিকেল কুঞ্জ, ছবিমুড়া সহ রাজ্যের যে জলাশয়গুলিতে পর্যটকদের আকৃষ্ট করে সেখানে প্যাডেল বোট দেওয়া হবে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ৫০ টি প্যাডেল বোট দেওয়া হবে। বাকি আরও ৫০ টি বোট আনা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের আধিকারিক সহ অন্যরা।




