নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের, নেজাতি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন !
নেতাজি সুভাষ বিদ্যানিকেতন পূর্বের ঐতিহ্য বজায় রেখে এই বছরও নেজাতি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন করবে । আজ আগরতলায় বিদ্যালয় চত্বরে সাংবাদিক সম্মেলনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার জানান, আগামী ২৩ শে জানুয়ারি সকাল ৮টায় বিদ্যানিকেতনের মাঠে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন৷ শ্রীমতি মজুমদার জানান, এবছর তৃতীয় শ্রেনী থেকে শুরু করো একাদশ শ্রেণী পর্যন্ত ২৬ টি থিম তৈরী করা হয়েছে। দশম এবং দ্বাদশ শ্রেণী ছাত্র ছাত্রীদের পরীক্ষা আসন্ন থাকায় তারা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। দশম শ্রেণীর ছাত্রীরা শঙ্খবাহিনীতে যোগ দেবেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান, ১৯৫০ সাল থেকে বিদ্যালয়ে প্রতিবছর নেতাজী জন্ম জয়ন্তী উদযাপন করা হচ্ছে ৷ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রী ছাড়া বিভিন্ন এনজিও, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ট্যাবলুতে অংশগ্রহণ করে ৷ এবছর অনেকটি শিক্ষা প্রতিষ্ঠান ট্যাবলুতে অংশগ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করেছে ৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের শিক্ষিকা মীনারানী কলই , শিক্ষক সুদীপ্ত শেখর মিশ্র সহ অন্যরা।