নরসিংগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বাৎসরিক পুরস্কার বিতরণী উৎসব পালিত।
নরসিংগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক মনোজ্ঞ বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব সংঘটিত হয়েছিল ২১শে জানুয়ারী মঙ্গলবার। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষা দপ্তরের অধিকর্তা এন. সি. শর্মা মহোদয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর সাব – ডিভিসনের এস. ডি. এম. নির্মল কুমার, প্রাথমিক শিক্ষা দপ্তরের যুগ্ম-পরিচালক। হর্ষিতা বিশ্বাস, ককবরক ও অন্যান্য ভাষা দপ্তরের যুগ্ম পরিচালক সব্যসাচী সিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংগড়স্থিত ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের অধ্যক্ষা স্বপ্না সোম মহোদয়া। এই উৎসবমুখর পরিবেশে নরসিংগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষা সুচিত্রা সরকার মহোদয়া স্কুলের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করলেন সবার সন্মুখে। বিদ্যালয়ের তরফ থেকে বার্ষিক অনুষ্ঠানে নাচ, গান, আর্ট, নাটক, যোগা, সেরা এন.সি. সি. ক্যাডেট ইত্যাদি বিভিন্ন বিভাগে ছাত্র- ছাত্রীদের পুরস্কৃত করা হয়। যে পুরস্কারটি সবার নজর কেড়েছিল তা হল “স্টুডেন্ট অফ দি ইয়ার” পুরস্কার। তাছাড়া একাডেমিক বিভাগে সেরার সেরাদের পুরস্কৃত করা হয়েছিল। বিদ্যালয়ের বিভিন্ন হাউসের ছাত্র-ছাত্রীরা সমবেত সংগীত – নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানকে এক মনোজ্ঞ রূপ প্রদান করে। বিশেষ শিশুদের দ্বারা পরিবেশিত এক মনোমুগ্ধকর নৃত্য ছিল সবার প্রশংসার কেন্দ্রবিন্দু। এবং স্কুলের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করেন সকাল বিশিষ্ট ব্যক্তিবর্গরা।