দিল্লি

দিল্লির জয়ে উচ্ছ্বসিত ত্রিপুরা!

দিল্লিবাসীকে ধন্যবাদ জ্ঞাপন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বে দিল্লির বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় লাভ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দীর্ঘ ২৭ বছর পর দিল্লির মসনদে প্রত্যাবর্তন করছে বিজেপি। এই জয়ের জন্য দিল্লির জনতাকে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

শনিবার আগরতলায় সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী বলেন, “দিল্লি ভোটের ফলাফল প্রত্যাশিত ছিল। দেশের মানুষ জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বে দেশ কীভাবে এগিয়ে চলেছে। গরিব মানুষের কল্যাণে তিনি যেভাবে চিন্তাভাবনা করছেন, সেটারই প্রতিফলন এই ভোটের ফল।”

তিনি আরও বলেন, “দিল্লির মানুষ এতদিন আপ সরকারকে প্রত্যক্ষ করেছেন। কীভাবে তারা দুর্নীতিতে নিমজ্জিত হয়েছেন, তা সবার জানা। এবার দিল্লির জনতা প্রকৃত উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। এই জয়ের জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবং দিল্লির জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

প্রসঙ্গত, ১৯৯৮ সালে শেষবার দিল্লির মসনদে বসেছিল বিজেপি। তখন সুষমা স্বরাজ ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এরপর কংগ্রেস ও আম আদমি পার্টি (আপ) পালা করে শাসন করেছে দিল্লিকে। দীর্ঘ ২৭ বছর পর বিজেপি দিল্লির ক্ষমতায় ফিরে এলো, যা দলটির জন্য এক ঐতিহাসিক সাফল্য।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নরেন্দ্র মোদির জনপ্রিয়তা, উন্নয়নমূলক নীতিগুলি এবং বিজেপির সাংগঠনিক শক্তির সমন্বয়েই দিল্লির ভোটে এই জয় সম্ভব হয়েছে। দিল্লির রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে বিজেপি আবারও রাজধানীর শাসনভার গ্রহণ করতে চলেছে।