ত্রিপুরায় অনির্দিষ্টকালের জন্য ওয়েল ট্যাংকার বন্ধের ডাক!
ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহা সংঘ, ত্রিপুরায় অনির্দিষ্টকালের জন্য ওয়েল ট্যাংকার পরিষেবা বন্ধের ডাক দিয়ে কৃত্রিম জ্বালানি সংকট তৈরির প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। বুধবার দুপুরে ধর্মনগরে এক বিশাল মিছিল করে তাঁরা জেলা শাসকের অফিসের সামনে ধর্নায় বসেন।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই উত্তর ত্রিপুরা জেলায় ভারতীয় মজদুর সংঘের প্রাক্তন ও বর্তমান নেতৃত্বের মধ্যে মতানৈক্য ও ক্ষমতার দ্বন্দ্ব চলছে। অভিযোগ, প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব দাস ও তাঁর অনুগামীরা বর্তমান নেতৃত্বকে অফিস থেকে জোরপূর্বক বের করে দিচ্ছেন এবং তাঁদের ভয় দেখাচ্ছেন। এরই প্রতিবাদে ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহা সংঘের শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন। বুধবার দুপুর আনুমানিক বারোটার সময় সংগঠনের শ্রমিকরা প্রতিবাদ মিছিল করে জেলা শাসকের অফিসের সামনে এসে ধর্নায় বসেন। যদিও জেলা শাসক অনুপস্থিত ছিলেন, তবুও চারজনের এক প্রতিনিধি দল মহকুমা শাসক সজল দেবনাথের সঙ্গে সাক্ষাৎ করে স্থায়ী সমাধানের দাবিতে ডেপুটেশন প্রদান করেন।
সংগঠনের সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত জানিয়েছেন, যতদিন পর্যন্ত এই ঘটনার স্থায়ী সমাধান না হবে, ততদিন ত্রিপুরায় ওয়েল ট্যাংকার পরিষেবা বন্ধ থাকবে। শ্রমিকদের উপর অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে তাঁরা যে কোনো মূল্যে লড়াই চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এই কর্মবিরতির ফলে ত্রিপুরা রাজ্যে জ্বালানি পরিবহন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে প্রশাসন দ্রুত এই সমস্যার সমাধান করতে উদ্যোগী হবে বলে আশা প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।