জাতীয়

জাতীয় পর্যটন উৎসব।

জাতীয় পর্যটন উৎসবে আমন্ত্রিত বিভিন্ন টোর অপারেটররা!

রাজ্য পালিত হচ্ছে জাতীয় পর্যটন উৎসব। রাজধানীর গীতাঞ্জলি গেস্টহাউস প্রাঙ্গনে আয়োজিত এই উৎসবের সূচনা করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পর্যট ন দপ্তরের সচিব ইউকে চাকমা, নিগমের অধিকত্তা প্রশান্ত নেগী বাদল সহ অন্যান্য আধিকারিকরা। উৎসবকে কেন্দ্র করে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন টোর অপারেটরদেরও। উৎসবকে কেন্দ্র করে গেস্টহাউস প্রাঙ্গনে একটি চিত্র প্রদর্শনীয় ঘুরে দেখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ মেয়র ও অন্যান্য আধিকারিকরা। পর্যটন দপ্তর এবং ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন পর্যটন হল এমনই একটি শিল্প যার মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। রাজ্য সরকার ও সেই পথেই হাঁটছে। এদিন মন্ত্রী রাজ্যের পর্যটন শিল্পের বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে রাজ্যের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন দপ্তরের যে সমস্ত কর্মচারীরা নিরলস প্রয়াস চালিয়ে গেছেন বা যাচ্ছেন তাদেরকে সংবর্ধনা জানানো হয়। এছাড়া আর্ট কলেজের যে সমস্ত ছাত্রছাত্রীরা এদিনের প্রদর্শনীতে অংশ নিয়েছেন তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধীকারী কে পুরস্কৃত করা হয়।